বিনোদন প্রতিবেদক, ঢাকা
পাঁচ বছর পর চ্যানেল আইয়ের পর্দায় আবারও ফিরছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ। ২০১৭ সালে হয়েছিল এ আয়োজনের সর্বশেষ আসর। সেরাকণ্ঠের এবারের সপ্তম আসরে বিচারক হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের তিন খ্যাতিমান মুখ রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে সেরাকণ্ঠের প্রাথমিক অডিশন রাউন্ড শুরু হবে।
আয়োজনের ঘোষণা দিতে গতকাল চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আয়োজনের স্পনসর প্রতিষ্ঠান ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আরেক বিচারক সামিনা চৌধুরী বিশেষ কারণে সংবাদ সম্মেলনে আসতে পারেননি। এ ছাড়া সেরাকণ্ঠের বিভিন্ন আসরের বিজয়ীরাও এসেছিলেন।
সেরাকণ্ঠের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন সংবাদ সম্মেলনে জানান, এবারের আসরে শুধু বাংলাদেশের প্রতিযোগীরা নন, অংশ নেবেন উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষীরাও। সেখানেও সেরাকণ্ঠের অডিশন হবে। এ আয়োজনের আগের আসরে প্রতিযোগীদের নির্দিষ্ট বয়সসীমা ছিল। তবে এবার সেটা রাখা হচ্ছে না। ছোট-বড় যেকোনো বয়সের প্রতিযোগী সেরাকণ্ঠ নির্বাচিত হওয়ার দৌড়ে অংশ নিতে পারবেন।
এর আগে সেরাকণ্ঠের তিনটি আসরে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন রুনা লায়লা। এবার তিনি সুপার সিক্সটিন্থ রাউন্ড থেকে বিচারকের আসনে বসবেন। অনুষ্ঠানে প্রতিযোগীদের উদ্দেশে রুনা লায়লা বলেন, ‘এর আগে যাঁরা সেরাকণ্ঠে অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন ভালো করছেন। আমি আশা করব, এবারও আমরা অনেক ভালো কণ্ঠ খুঁজে পাব। আমার একটাই অনুরোধ, যাঁরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন, আপনারা প্লিজ গানটা ভালো করে শিখে আসবেন। নিয়মিত রেওয়াজ করবেন। এটা ছাড়া এগিয়ে যাওয়ার আর কোনো পথ নেই।’
ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর। এর আগের আসরেও উপস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি।
পাঁচ বছর পর চ্যানেল আইয়ের পর্দায় আবারও ফিরছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ। ২০১৭ সালে হয়েছিল এ আয়োজনের সর্বশেষ আসর। সেরাকণ্ঠের এবারের সপ্তম আসরে বিচারক হিসেবে যুক্ত হয়েছেন বাংলা গানের তিন খ্যাতিমান মুখ রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। আগামী ৯ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে সেরাকণ্ঠের প্রাথমিক অডিশন রাউন্ড শুরু হবে।
আয়োজনের ঘোষণা দিতে গতকাল চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আয়োজনের স্পনসর প্রতিষ্ঠান ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহীন আকতার রেনী, দুই বিচারক রুনা লায়লা ও রেজওয়ানা চৌধুরী বন্যা। আরেক বিচারক সামিনা চৌধুরী বিশেষ কারণে সংবাদ সম্মেলনে আসতে পারেননি। এ ছাড়া সেরাকণ্ঠের বিভিন্ন আসরের বিজয়ীরাও এসেছিলেন।
সেরাকণ্ঠের প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন সংবাদ সম্মেলনে জানান, এবারের আসরে শুধু বাংলাদেশের প্রতিযোগীরা নন, অংশ নেবেন উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষীরাও। সেখানেও সেরাকণ্ঠের অডিশন হবে। এ আয়োজনের আগের আসরে প্রতিযোগীদের নির্দিষ্ট বয়সসীমা ছিল। তবে এবার সেটা রাখা হচ্ছে না। ছোট-বড় যেকোনো বয়সের প্রতিযোগী সেরাকণ্ঠ নির্বাচিত হওয়ার দৌড়ে অংশ নিতে পারবেন।
এর আগে সেরাকণ্ঠের তিনটি আসরে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন রুনা লায়লা। এবার তিনি সুপার সিক্সটিন্থ রাউন্ড থেকে বিচারকের আসনে বসবেন। অনুষ্ঠানে প্রতিযোগীদের উদ্দেশে রুনা লায়লা বলেন, ‘এর আগে যাঁরা সেরাকণ্ঠে অংশ নিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন ভালো করছেন। আমি আশা করব, এবারও আমরা অনেক ভালো কণ্ঠ খুঁজে পাব। আমার একটাই অনুরোধ, যাঁরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন, আপনারা প্লিজ গানটা ভালো করে শিখে আসবেন। নিয়মিত রেওয়াজ করবেন। এটা ছাড়া এগিয়ে যাওয়ার আর কোনো পথ নেই।’
ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর। এর আগের আসরেও উপস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে