সাইফুল ইসলাম সানি, সখীপুর
সখীপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এর মধ্যে আছে যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ। এতে দলীয় কর্মকাণ্ড চালু থাকলেও উৎসাহ-উদ্দীপনা হারাচ্ছেন পদপ্রত্যাশী ও তৃণমূলের নেতা–কর্মীরা। কিন্তু সংগঠনগুলোর দায়িত্বশীল নেতারা সম্মেলন না হওয়ার দোষ চাপাচ্ছেন করোনাভাইরাসের ওপর।
দলীয় সূত্রে জানা গেছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর। সর্বশেষ সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই সম্মেলনের মাধ্যমে কুতুব উদ্দিন আহমেদকে সভাপতি ও শওকত শিকদারকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সে হিসেবে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে চার বছর আগে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘টাঙ্গাইলের মধ্যে প্রথম সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। খুব অল্প সময়ের মধ্যে পর্যায়ক্রমে সহযোগী সংগঠনের সম্মেলনও করা হবে।’
পৌর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৩ সালে। কমিটির মেয়াদ শেষ হয়েছে পাঁচবছর আগে। ওই সম্মেলনে আহাম্মদ আলী মিঞাকে সভাপতি ও শফিউল ইসলাম কাজী বাদলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম কাজী বাদল বলেন, কয়েকবার তারিখ নির্ধারণ করেও করোনা মহামারি ও লকডাউনের কারণে যথা সময়ে সম্মেলন করা যায়নি। তিনি দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের আশ্বাস দেন।
এদিকে ২০১৮ সালের শেষের দিকে জেলা যুবলীগ তিন মাসের জন্য সখীপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। কমিটিতে এম এ ছবুরকে আহ্বায়ক ও আলমাস আজাদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সজীব আহমেদকে যুগ্ম আহ্বায়ক করা হয়। দুই বছরের বেশি সময় পার হলেও এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।
জানতে চাইলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। তা ছাড়া করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা যুবলীগ অনেক সামাজিক কর্মকাণ্ড করেছে। করোনার কারণে উপজেলা যুবলীগের সম্মেলন করা সম্ভব হয়নি।
তিন বছরের জন্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয় ২০১২ সালে। কামরুল হাসানকে সভাপতি ও শাহআলম সাজুকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটির মেয়াদও শেষ হয়েছে ছয় বছর আগে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। করোনার কারণে উপজেলা কমিটির সম্মেলন করা সম্ভব হয়নি।
২০১৩ সালে সম্মেলনের মাধ্যমে অধ্যক্ষ রহিজ উদ্দিনকে সভাপতি ও আবদুল মালেককে সাধারণ সম্পাদক করে উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদও শেষ হয়েছে পাঁচ বছর আগে।
উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সাতটি ইউনিয়নে সম্মেলন করা হয়েছে। একটি ইউনয়নের সম্মেলন শেষ করেই উপজেলা কমিটির সম্মেলন করা হবে।
২০১৯ সালের ২৪ মার্চ শরীফুল ইসলামকে সভাপতি ও রাসেল আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্রীয় ছাত্রলীগ ৩০ কার্যদিবস সময় বেঁধে দিলেও দুই বছরেও তা সম্ভব হয়নি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও চারটি ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক নেতাদের অসহযোগিতা ও করোনার পরিস্থিতির কারণে বাকি চারটি ইউনিয়নের সম্মেলন করা সম্ভব হয়নি। সব স্তরের নেতাদের সঙ্গে সমন্বয় করে চারটি ইউনিয়নের কমিটি হওয়ার পর উপজেলা ছাত্রলীগের সম্মেলন করা হবে।
সখীপুর উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এর মধ্যে আছে যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ। এতে দলীয় কর্মকাণ্ড চালু থাকলেও উৎসাহ-উদ্দীপনা হারাচ্ছেন পদপ্রত্যাশী ও তৃণমূলের নেতা–কর্মীরা। কিন্তু সংগঠনগুলোর দায়িত্বশীল নেতারা সম্মেলন না হওয়ার দোষ চাপাচ্ছেন করোনাভাইরাসের ওপর।
দলীয় সূত্রে জানা গেছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর। সর্বশেষ সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই সম্মেলনের মাধ্যমে কুতুব উদ্দিন আহমেদকে সভাপতি ও শওকত শিকদারকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সে হিসেবে বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে চার বছর আগে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘টাঙ্গাইলের মধ্যে প্রথম সখীপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। খুব অল্প সময়ের মধ্যে পর্যায়ক্রমে সহযোগী সংগঠনের সম্মেলনও করা হবে।’
পৌর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৩ সালে। কমিটির মেয়াদ শেষ হয়েছে পাঁচবছর আগে। ওই সম্মেলনে আহাম্মদ আলী মিঞাকে সভাপতি ও শফিউল ইসলাম কাজী বাদলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম কাজী বাদল বলেন, কয়েকবার তারিখ নির্ধারণ করেও করোনা মহামারি ও লকডাউনের কারণে যথা সময়ে সম্মেলন করা যায়নি। তিনি দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের আশ্বাস দেন।
এদিকে ২০১৮ সালের শেষের দিকে জেলা যুবলীগ তিন মাসের জন্য সখীপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। কমিটিতে এম এ ছবুরকে আহ্বায়ক ও আলমাস আজাদকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সজীব আহমেদকে যুগ্ম আহ্বায়ক করা হয়। দুই বছরের বেশি সময় পার হলেও এই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি।
জানতে চাইলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। তা ছাড়া করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা যুবলীগ অনেক সামাজিক কর্মকাণ্ড করেছে। করোনার কারণে উপজেলা যুবলীগের সম্মেলন করা সম্ভব হয়নি।
তিন বছরের জন্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয় ২০১২ সালে। কামরুল হাসানকে সভাপতি ও শাহআলম সাজুকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটির মেয়াদও শেষ হয়েছে ছয় বছর আগে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। করোনার কারণে উপজেলা কমিটির সম্মেলন করা সম্ভব হয়নি।
২০১৩ সালে সম্মেলনের মাধ্যমে অধ্যক্ষ রহিজ উদ্দিনকে সভাপতি ও আবদুল মালেককে সাধারণ সম্পাদক করে উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদও শেষ হয়েছে পাঁচ বছর আগে।
উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সাতটি ইউনিয়নে সম্মেলন করা হয়েছে। একটি ইউনয়নের সম্মেলন শেষ করেই উপজেলা কমিটির সম্মেলন করা হবে।
২০১৯ সালের ২৪ মার্চ শরীফুল ইসলামকে সভাপতি ও রাসেল আল-মামুনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটি দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্রীয় ছাত্রলীগ ৩০ কার্যদিবস সময় বেঁধে দিলেও দুই বছরেও তা সম্ভব হয়নি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও চারটি ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক নেতাদের অসহযোগিতা ও করোনার পরিস্থিতির কারণে বাকি চারটি ইউনিয়নের সম্মেলন করা সম্ভব হয়নি। সব স্তরের নেতাদের সঙ্গে সমন্বয় করে চারটি ইউনিয়নের কমিটি হওয়ার পর উপজেলা ছাত্রলীগের সম্মেলন করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১১ ঘণ্টা আগে