তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশে তিন শতাধিক মুরগির খামারে বিভিন্ন জাতের মুরগির ঠান্ডাজনিত নানা রোগবালাই দেখা দিয়েছে। ফলে মুরগি পালন ও পরিচর্যা করতে দিশেহারা হয়ে পড়ছেন খামারিরা।
এদিকে অধিক মাত্রায় ঠান্ডার কারণে মুরগির রোগবালাই দেখা দেওয়ায় খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আর শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে ওই সব খামারে মুরগির শেডে কৃত্রিম তাপমাত্রা বৃদ্ধির জন্য বৈদ্যুতিক বাল্ব, কেরোসিন বাতি ও হারিকেন জ্বালিয়ে মুরগির বাচ্চাদের তাপ দেওয়া হচ্ছে।
অন্যদিকে মুরগির খাবারের দাম প্রতি বস্তা ৩০০ থেকে ৩৫০ টাকা বেড়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন হাটবাজারে সব ধরনের মুরগির দাম কেজিতে ৪৫ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়ে গেছে এমনটা জানালেন তাড়াশ পৌর বাজারের মুরগি ব্যবসায়ী জহুরুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে ছোট-বড় তিন শতাধিক মুরগির খামার রয়েছে। এতে প্রায় সাড়ে ৭ লাখ বিভিন্ন জাতের মুরগি পালন ও পরিচর্যা করা হচ্ছে। এসব খামারে সাধারণত লেয়ার, পাকিস্তানি লেয়ার, ব্রয়লার, কক, সোনালি এবং দেশি জাতের মুরগি পালন ও পরিচর্যা করা হচ্ছে। তবে বর্তমানে শীতের তীব্রতা বাড়ায় অনেক খামারে মুরগি ও মুরগির বাচ্চাদের ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. শরিফুল ইসলাম জানান, শীতকালে সাধারণত তাপমাত্রা কম থাকায় মুরগির ঠান্ডাজনিত বিভিন্ন অসুখ-বিসুখ হয়ে থাকে। এ সময় মুরগির ঠান্ডায় ভাইরাসজনিত রোগ রানীক্ষেত, গামবোরো, ম্যারেকস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ডাক পেন্টগ, ইনফেকসাস ল্যারিংগোট্র্যাকিয়াইটিস হয়ে থাকে। এ ছাড়া ব্যাকটেরিয়াজনিত রোগ ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, রক্ত আমাশয়, কৃমি হয়ে থাকে।
মো. শরিফুল ইসলাম আরও বলেন, মুরগির শেডে স্বাভাবিকভাবে ২৫ থেকে ৩২ ডিগ্রি তাপমাত্রা থাকা প্রয়োজন। কিন্তু শীতকালে রাতে ১৪ থেকে ১৫ ডিগ্রি এবং দিনে ১৬ থেকে ১৮ ডিগ্রি তাপমাত্রা থাকায় এ সময় মুরগির ঠান্ডাজনিত রোগ বেশি হয়ে থাকে। তাই খামারিদের মুরগির খামারে তাপমাত্রা বাড়ানোর জন্য ব্রুডার পদ্ধতি (মুরগির বাচ্চার ঘরে তাপের ব্যবস্থা) মেনে চলতে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মুরগির রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিষেধক ও পরামর্শও দেওয়া হচ্ছে।
উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের মো. ইউনুস মোল্লাসহ একাধিক মুরগি খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, ঠান্ডাজনিত রোগে অনেক খামারে মুরগি মারাও যাচ্ছে। তা ছাড়া মুরগির খাবারের দাম বাড়ায় বাজারে মুরগির মাংস ও ডিমের দামও বর্তমানে বেড়ে গেছে। এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সোহেল আলম খান বলেন, মুরগির খামারিদের মুরগি পালন ও পরিচর্যার জন্য নিয়মিত পরামর্শ ও প্রতিষেধক দেওয়া হচ্ছে। শীতের প্রকোপ বাড়ায় মুরগির ঠান্ডাজনিত রোগ দেখা দিলেও সে রোগের প্রতিষেধকও নিয়মিতভাবে দেওয়া হচ্ছে।
শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে সিরাজগঞ্জের তাড়াশে তিন শতাধিক মুরগির খামারে বিভিন্ন জাতের মুরগির ঠান্ডাজনিত নানা রোগবালাই দেখা দিয়েছে। ফলে মুরগি পালন ও পরিচর্যা করতে দিশেহারা হয়ে পড়ছেন খামারিরা।
এদিকে অধিক মাত্রায় ঠান্ডার কারণে মুরগির রোগবালাই দেখা দেওয়ায় খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। আর শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে ওই সব খামারে মুরগির শেডে কৃত্রিম তাপমাত্রা বৃদ্ধির জন্য বৈদ্যুতিক বাল্ব, কেরোসিন বাতি ও হারিকেন জ্বালিয়ে মুরগির বাচ্চাদের তাপ দেওয়া হচ্ছে।
অন্যদিকে মুরগির খাবারের দাম প্রতি বস্তা ৩০০ থেকে ৩৫০ টাকা বেড়ে গেছে। এতে উপজেলার বিভিন্ন হাটবাজারে সব ধরনের মুরগির দাম কেজিতে ৪৫ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়ে গেছে এমনটা জানালেন তাড়াশ পৌর বাজারের মুরগি ব্যবসায়ী জহুরুল ইসলাম।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে ছোট-বড় তিন শতাধিক মুরগির খামার রয়েছে। এতে প্রায় সাড়ে ৭ লাখ বিভিন্ন জাতের মুরগি পালন ও পরিচর্যা করা হচ্ছে। এসব খামারে সাধারণত লেয়ার, পাকিস্তানি লেয়ার, ব্রয়লার, কক, সোনালি এবং দেশি জাতের মুরগি পালন ও পরিচর্যা করা হচ্ছে। তবে বর্তমানে শীতের তীব্রতা বাড়ায় অনেক খামারে মুরগি ও মুরগির বাচ্চাদের ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মো. শরিফুল ইসলাম জানান, শীতকালে সাধারণত তাপমাত্রা কম থাকায় মুরগির ঠান্ডাজনিত বিভিন্ন অসুখ-বিসুখ হয়ে থাকে। এ সময় মুরগির ঠান্ডায় ভাইরাসজনিত রোগ রানীক্ষেত, গামবোরো, ম্যারেকস, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, ডাক পেন্টগ, ইনফেকসাস ল্যারিংগোট্র্যাকিয়াইটিস হয়ে থাকে। এ ছাড়া ব্যাকটেরিয়াজনিত রোগ ফাউল কলেরা, ফাউল টাইফয়েড, রক্ত আমাশয়, কৃমি হয়ে থাকে।
মো. শরিফুল ইসলাম আরও বলেন, মুরগির শেডে স্বাভাবিকভাবে ২৫ থেকে ৩২ ডিগ্রি তাপমাত্রা থাকা প্রয়োজন। কিন্তু শীতকালে রাতে ১৪ থেকে ১৫ ডিগ্রি এবং দিনে ১৬ থেকে ১৮ ডিগ্রি তাপমাত্রা থাকায় এ সময় মুরগির ঠান্ডাজনিত রোগ বেশি হয়ে থাকে। তাই খামারিদের মুরগির খামারে তাপমাত্রা বাড়ানোর জন্য ব্রুডার পদ্ধতি (মুরগির বাচ্চার ঘরে তাপের ব্যবস্থা) মেনে চলতে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মুরগির রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিষেধক ও পরামর্শও দেওয়া হচ্ছে।
উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের মো. ইউনুস মোল্লাসহ একাধিক মুরগি খামারির সঙ্গে কথা বলে জানা গেছে, ঠান্ডাজনিত রোগে অনেক খামারে মুরগি মারাও যাচ্ছে। তা ছাড়া মুরগির খাবারের দাম বাড়ায় বাজারে মুরগির মাংস ও ডিমের দামও বর্তমানে বেড়ে গেছে। এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সোহেল আলম খান বলেন, মুরগির খামারিদের মুরগি পালন ও পরিচর্যার জন্য নিয়মিত পরামর্শ ও প্রতিষেধক দেওয়া হচ্ছে। শীতের প্রকোপ বাড়ায় মুরগির ঠান্ডাজনিত রোগ দেখা দিলেও সে রোগের প্রতিষেধকও নিয়মিতভাবে দেওয়া হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে