রাহুল শর্মা, ঢাকা
চলতি মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করতে চায় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মামলাসংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় দ্রুত চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।
এ বিষয়ে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান আজকের পত্রিকা’কে বলেন, ‘আমরা চেষ্টা করছি, চলতি মাসেই ফল প্রকাশ করতে। যদি কোনো কারণে তা সম্ভব না হয়, তাহলে আগামী মাসে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে।’
এদিকে চলতি মাসে ফল প্রকাশ করার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এক লাখের বেশি আবেদন থেকে নিয়োগ চূড়ান্ত করা সময়সাপেক্ষ। রাষ্ট্রায়ত্ত মোবাইল কোম্পানি টেলিটক একটি সফটওয়্যারের মাধ্যমে মেধাতালিকা প্রস্তুত করবে। এরপর তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পরই ফল প্রকাশ করবে এনটিআরসিএ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিটি ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামে পরিচিত।
এনটিআরসিএ সূত্রে জানা যায়, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আদালতে চারটি মামলা দায়ের করেন ইনডেক্সধারী (এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত) একাধিক শিক্ষক। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদন করার সুযোগ এমপিওভুক্ত নীতিমালায় থাকার পরও সেটি বাতিল করে এনটিআরসিএ। আবেদন প্রক্রিয়া শুরু করায় সংক্ষুব্ধ হয়ে আদালতে মামলাগুলো দায়ের করেন শিক্ষকেরা। নীতিমালায় থাকার পরও কেন তাঁদের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি, এটি জানতে আদালত থেকে রুলও জারি করা হয়।
গত ২২ জানুয়ারি এক আদেশে চতুর্থ গণবিজ্ঞপ্তি-১২ নম্বর শর্ত ও শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৪ নভেম্বরের পরিপত্রের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট বিভাগ। একই সঙ্গে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ দিতেও নির্দেশ দেন আদালত।
তবে গতকাল এনটিআরসিএর এক কর্মকর্তা জানিয়েছেন, ইনডেক্সধারী শিক্ষকেরা যেসব মামলা করেছেন তার সবগুলোতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
এখন ফল প্রকাশে আর কোনো বাধা নেই। এখন প্রার্থীদের পছন্দ অনুসারে স্কুল-কলেজ নির্ধারণ করে চূড়ান্ত ফল প্রকাশ করবে এনটিআরসিএ। মামলার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান। তবে ফল প্রকাশে কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন তিনি।
‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ অনুযায়ী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮টি এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২টি পদ রয়েছে। সব কটি পদই এমপিওভুক্ত। নিয়োগ সুপারিশ পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ২৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ ছিল।
এবার একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তাঁর আবেদনে সর্বোচ্চ ৪০ (চল্লিশ)টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পেরেছেন। সব আবেদনের জন্য আবেদনকারীকে এক হাজার টাকা ফি প্রদান করতে হয়েছে।
এর আগে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় একসঙ্গে এত বেশি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। সর্বশেষ তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।
১৭তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারির ফল প্রকাশ
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার। এতে পাস করেছেন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী হিসেবে পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ। গতকাল রাতে এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ১৭৮ পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৪৯২। এর মধ্যে সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭০ হাজার ১৯৩ জনসহ সর্বমোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।
চলতি মাসেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করতে চায় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মামলাসংক্রান্ত জটিলতা কেটে যাওয়ায় দ্রুত চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।
এ বিষয়ে এনটিআরসিএর সচিব মো. ওবায়দুর রহমান আজকের পত্রিকা’কে বলেন, ‘আমরা চেষ্টা করছি, চলতি মাসেই ফল প্রকাশ করতে। যদি কোনো কারণে তা সম্ভব না হয়, তাহলে আগামী মাসে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে।’
এদিকে চলতি মাসে ফল প্রকাশ করার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, এক লাখের বেশি আবেদন থেকে নিয়োগ চূড়ান্ত করা সময়সাপেক্ষ। রাষ্ট্রায়ত্ত মোবাইল কোম্পানি টেলিটক একটি সফটওয়্যারের মাধ্যমে মেধাতালিকা প্রস্তুত করবে। এরপর তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পাওয়ার পরই ফল প্রকাশ করবে এনটিআরসিএ।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য গত বছরের ২১ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিটি ‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ নামে পরিচিত।
এনটিআরসিএ সূত্রে জানা যায়, চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আদালতে চারটি মামলা দায়ের করেন ইনডেক্সধারী (এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত) একাধিক শিক্ষক। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদন করার সুযোগ এমপিওভুক্ত নীতিমালায় থাকার পরও সেটি বাতিল করে এনটিআরসিএ। আবেদন প্রক্রিয়া শুরু করায় সংক্ষুব্ধ হয়ে আদালতে মামলাগুলো দায়ের করেন শিক্ষকেরা। নীতিমালায় থাকার পরও কেন তাঁদের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি, এটি জানতে আদালত থেকে রুলও জারি করা হয়।
গত ২২ জানুয়ারি এক আদেশে চতুর্থ গণবিজ্ঞপ্তি-১২ নম্বর শর্ত ও শিক্ষা মন্ত্রণালয়ের গত ১৪ নভেম্বরের পরিপত্রের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট বিভাগ। একই সঙ্গে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকদের বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদনের সুযোগ দিতেও নির্দেশ দেন আদালত।
তবে গতকাল এনটিআরসিএর এক কর্মকর্তা জানিয়েছেন, ইনডেক্সধারী শিক্ষকেরা যেসব মামলা করেছেন তার সবগুলোতে স্থগিতাদেশ দিয়েছেন আদালত।
এখন ফল প্রকাশে আর কোনো বাধা নেই। এখন প্রার্থীদের পছন্দ অনুসারে স্কুল-কলেজ নির্ধারণ করে চূড়ান্ত ফল প্রকাশ করবে এনটিআরসিএ। মামলার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান। তবে ফল প্রকাশে কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন তিনি।
‘চতুর্থ গণবিজ্ঞপ্তি’ অনুযায়ী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার ৩৯০টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৩১ হাজার ৫০৮টি এবং মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৮৮২টি পদ রয়েছে। সব কটি পদই এমপিওভুক্ত। নিয়োগ সুপারিশ পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ২৯ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ ছিল।
এবার একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তাঁর আবেদনে সর্বোচ্চ ৪০ (চল্লিশ)টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পেরেছেন। সব আবেদনের জন্য আবেদনকারীকে এক হাজার টাকা ফি প্রদান করতে হয়েছে।
এর আগে দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় একসঙ্গে এত বেশি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। সর্বশেষ তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে।
১৭তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারির ফল প্রকাশ
১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার। এতে পাস করেছেন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী হিসেবে পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ। গতকাল রাতে এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এনটিআরসিএ সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ১৭৮ পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮ হাজার ৪৯২। এর মধ্যে সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭০ হাজার ১৯৩ জনসহ সর্বমোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে