অর্ধেক ভাড়ার দাবিতে ফের সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২১, ০৯: ১৪
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩: ১৯

গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন বিদ্যালয়-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। গতকাল সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে নগরের ওয়াসার মোড়ে অবস্থান নেন তারা। পরে পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যান।

আন্দোলনরত সরকারি মুসলিম হাইস্কুলের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে সুযোগ-সুবিধা আছে। আমাদের দেশে সেটি নেই। গণপরিবহনে অর্ধেক ভাড়ার বিষয়টি যৌক্তিক দাবি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক জানান, অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে সড়কে অবস্থান নিয়ে ছিলেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছি।

এর আগে গত ২৫ নভেম্বর পরিবহনে হাফ ভাড়ার দাবিতে নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানের সামনে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা। পুলিশ গিয়ে কর্মসূচি পণ্ড করে দেয়। একপর্যায়ে সড়ক অবরোধ করতে চাইলে তাঁদের ধাওয়া দিয়ে ৪ শিক্ষার্থীকে আটক করে। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত