ইজাজুল হক, ঢাকা
সৌদি আরবের ফল প্রসঙ্গ এলেই চোখের সামনে সারি সারি খেজুরগাছের দৃশ্য ভেসে ওঠে। কিন্তু খেজুর উৎপাদনে অন্যতম শীর্ষ দেশটি অন্যান্য পুষ্টিকর সুস্বাদু ফলমূল উৎপাদনেও পিছিয়ে নেই। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধির অংশ হিসেবে আঙুর উৎপাদনকেও বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে; বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশ সর্বোচ্চ আঙুর উৎপাদন করে খবরের শিরোনাম হয়েছে।
তাবুক প্রদেশ লোহিত সাগরের তীরে জর্ডান সীমান্তে অবস্থিত। এটি উত্তর আরবের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, শীর্ষস্থান অর্জনকারী তাবুক প্রদেশ বার্ষিক ৪৩ হাজার ৭৫০ টন আঙুর উৎপাদন করছে এবং দেড় কোটির বেশি গাছে আঙুর চাষ করছে। তাবুকের কৃষি বিভাগের প্রধান নাসের আল-আতভি আরব নিউজকে এ তথ্য জানিয়েছেন।
নাসের আল-আতভি জানান, তাবুকের বৃহত্তম দুই ব্যবসাপ্রতিষ্ঠান আসত্রা ফুড কোম্পানি লিমিটেড এবং তাবুক অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানি অত্যন্ত পেশাদারির সঙ্গে জমির মালিকদের সঙ্গে যৌথভাবে আঙুর চাষ ও আহরণের কাজ করে থাকে।
আল-আতভি আরও জানান, মন্ত্রণালয় থেকে কৃষকদের বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে এবং আঙুর চাষবিষয়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষিমেলার আয়োজন করে ভোক্তাদের সামনে পণ্যগুলো তুলে ধরার এবং বাজার তৈরির সুযোগ করে দেওয়া হচ্ছে। এ ছাড়া কৃষি উন্নয়ন তহবিল থেকে ঋণ সরবরাহ করে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। কৃষকদের দক্ষতা বাড়াতে আয়োজন করা হচ্ছে বিভিন্ন সেমিনার ও কর্মশালার।
তাবুকের বিস্তীর্ণ মরু অঞ্চলে আঙুরশিল্প গড়ে তোলার গল্প বলতে গিয়ে আল-আতভি বলেন, কৃষি ও সেচব্যবস্থার সর্বাধুনিক পদ্ধতির প্রয়োগ করতে কৃষকদের সব সময় উৎসাহ দিয়েছে মন্ত্রণালয়। অন্যান্য অঞ্চলের আঙুর চাষের অভিজ্ঞতাগুলোকেও কাজে লাগানো হয়েছে। ফলে আঙুর চাষে ব্যাপক সাফল্য আসে এবং তাবুক নিজের চাহিদা মিটিয়ে এখন অন্য অঞ্চলেও আঙুর সরবরাহ করছে।
আল-আতভি আরব নিউজকে জানিয়েছেন, আঙুর নিরাপদ ও ভালো রাখতে নিয়ম অনুযায়ী কীটনাশক ও সারের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। সেচের পানি নিয়ন্ত্রণের জন্য ইনভায়রো-স্ক্যান সিস্টেমের মতো আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করা হচ্ছে এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমিয়ে ইলেকট্রো-স্ট্যাটিক স্প্রে ব্যবহার করা হচ্ছে।
আল-আতভি তাবুকের যুবরাজ ফাহাদ বিন সুলতানের প্রশংসা করে বলেন, তিনি কৃষি উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে চলেছেন, ফলে তাবুক কৃষিসমৃদ্ধ অঞ্চলে পরিণত হচ্ছে। তাবুক অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানির নির্বাহী উপপ্রধান ইয়াহিয়া আল-মোবারকি জানান, কৃষি কোম্পানিগুলোর গবেষণা বলছে, তাবুকে আঙুর চাষের উপযুক্ত পরিবেশ রয়েছে। মূলত আঙুর চাষের সাফল্য চারা নির্বাচনের ওপর নির্ভর করে। পরিবেশের সঙ্গে জুতসই চারা না হলে তাতে সাফল্য আসে না। এ ক্ষেত্রে বৈচিত্র্যময় স্বাদের সঙ্গে মাটির গুণগত মানও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
আল-মোবারকি আরও জানান, নির্বাচিত আঙুরের জাত অবশ্যই স্থানীয় বাজারের চাহিদার সঙ্গে মিলতে হবে। তাবুক এসব বিষয় কাজে লাগিয়ে সৌদি আরবে আঙুর উৎপাদনে শীর্ষ স্থান দখল করেছে। ‘বিষয়টি আমাদের জন্য আনন্দের’ বলেছেন ইয়াহিয়া আল-মোবারকি।
সূত্র: আরব নিউজ
সৌদি আরবের ফল প্রসঙ্গ এলেই চোখের সামনে সারি সারি খেজুরগাছের দৃশ্য ভেসে ওঠে। কিন্তু খেজুর উৎপাদনে অন্যতম শীর্ষ দেশটি অন্যান্য পুষ্টিকর সুস্বাদু ফলমূল উৎপাদনেও পিছিয়ে নেই। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অর্থনৈতিক সমৃদ্ধির অংশ হিসেবে আঙুর উৎপাদনকেও বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে; বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক প্রদেশ সর্বোচ্চ আঙুর উৎপাদন করে খবরের শিরোনাম হয়েছে।
তাবুক প্রদেশ লোহিত সাগরের তীরে জর্ডান সীমান্তে অবস্থিত। এটি উত্তর আরবের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, শীর্ষস্থান অর্জনকারী তাবুক প্রদেশ বার্ষিক ৪৩ হাজার ৭৫০ টন আঙুর উৎপাদন করছে এবং দেড় কোটির বেশি গাছে আঙুর চাষ করছে। তাবুকের কৃষি বিভাগের প্রধান নাসের আল-আতভি আরব নিউজকে এ তথ্য জানিয়েছেন।
নাসের আল-আতভি জানান, তাবুকের বৃহত্তম দুই ব্যবসাপ্রতিষ্ঠান আসত্রা ফুড কোম্পানি লিমিটেড এবং তাবুক অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানি অত্যন্ত পেশাদারির সঙ্গে জমির মালিকদের সঙ্গে যৌথভাবে আঙুর চাষ ও আহরণের কাজ করে থাকে।
আল-আতভি আরও জানান, মন্ত্রণালয় থেকে কৃষকদের বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে এবং আঙুর চাষবিষয়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষিমেলার আয়োজন করে ভোক্তাদের সামনে পণ্যগুলো তুলে ধরার এবং বাজার তৈরির সুযোগ করে দেওয়া হচ্ছে। এ ছাড়া কৃষি উন্নয়ন তহবিল থেকে ঋণ সরবরাহ করে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। কৃষকদের দক্ষতা বাড়াতে আয়োজন করা হচ্ছে বিভিন্ন সেমিনার ও কর্মশালার।
তাবুকের বিস্তীর্ণ মরু অঞ্চলে আঙুরশিল্প গড়ে তোলার গল্প বলতে গিয়ে আল-আতভি বলেন, কৃষি ও সেচব্যবস্থার সর্বাধুনিক পদ্ধতির প্রয়োগ করতে কৃষকদের সব সময় উৎসাহ দিয়েছে মন্ত্রণালয়। অন্যান্য অঞ্চলের আঙুর চাষের অভিজ্ঞতাগুলোকেও কাজে লাগানো হয়েছে। ফলে আঙুর চাষে ব্যাপক সাফল্য আসে এবং তাবুক নিজের চাহিদা মিটিয়ে এখন অন্য অঞ্চলেও আঙুর সরবরাহ করছে।
আল-আতভি আরব নিউজকে জানিয়েছেন, আঙুর নিরাপদ ও ভালো রাখতে নিয়ম অনুযায়ী কীটনাশক ও সারের ব্যবহার নিশ্চিত করা হয়েছে। সেচের পানি নিয়ন্ত্রণের জন্য ইনভায়রো-স্ক্যান সিস্টেমের মতো আধুনিক কৃষিযন্ত্র ব্যবহার করা হচ্ছে এবং ক্ষতিকর কীটনাশকের ব্যবহার কমিয়ে ইলেকট্রো-স্ট্যাটিক স্প্রে ব্যবহার করা হচ্ছে।
আল-আতভি তাবুকের যুবরাজ ফাহাদ বিন সুলতানের প্রশংসা করে বলেন, তিনি কৃষি উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে চলেছেন, ফলে তাবুক কৃষিসমৃদ্ধ অঞ্চলে পরিণত হচ্ছে। তাবুক অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট কোম্পানির নির্বাহী উপপ্রধান ইয়াহিয়া আল-মোবারকি জানান, কৃষি কোম্পানিগুলোর গবেষণা বলছে, তাবুকে আঙুর চাষের উপযুক্ত পরিবেশ রয়েছে। মূলত আঙুর চাষের সাফল্য চারা নির্বাচনের ওপর নির্ভর করে। পরিবেশের সঙ্গে জুতসই চারা না হলে তাতে সাফল্য আসে না। এ ক্ষেত্রে বৈচিত্র্যময় স্বাদের সঙ্গে মাটির গুণগত মানও গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
আল-মোবারকি আরও জানান, নির্বাচিত আঙুরের জাত অবশ্যই স্থানীয় বাজারের চাহিদার সঙ্গে মিলতে হবে। তাবুক এসব বিষয় কাজে লাগিয়ে সৌদি আরবে আঙুর উৎপাদনে শীর্ষ স্থান দখল করেছে। ‘বিষয়টি আমাদের জন্য আনন্দের’ বলেছেন ইয়াহিয়া আল-মোবারকি।
সূত্র: আরব নিউজ
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে