মো. তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ
পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকা রক্ষায় ২০২০ সালে মেগা প্রকল্প হাতে নেয় পানিসম্পদ মন্ত্রণালয়। পদ্মার তীর সংরক্ষণের কাজ শুরু হয় ২০২১ সালের জানুয়ারিতে। দরপত্র অনুযায়ী নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুনে। কিন্তু গত চার বছরের বেশি সময়ে কাজ হয়েছে মাত্র ৬০ শতাংশ।
নির্ধারিত সময়ে কাজে তেমন অগ্রগতি না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত করা হয়। বাড়তি সময়ের বাকি আছে মাত্র তিন মাস। কিন্তু প্রকল্পের কাজ এখনো বাকি ৪০ শতাংশ। এখন আরেক দফায় প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বাড়ানোর তোড়জোড় চলছে বলে জানা গেছে।
এলাকাবাসী বলছেন, কয়েক বছর ধরে তীর সংরক্ষণের কাজ চলছে, কিন্তু শেষ হচ্ছে না। কাজ শেষ না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই আতঙ্কে দিন কাটে তীরের বাসিন্দাদের।
তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবি, এসব প্রকল্পের নির্মাণকাজ বাস্তবায়নে রীতিমতো সংগ্রাম করতে হয়। বর্ষা মৌসুমে দুই কূল উপচে পড়ে পানিতে; এ জন্য বছরের ৩ থেকে ৪ মাস কাজ বন্ধ থাকে। এ ছাড়া প্রকল্পের অর্থ ছাড়েও প্রতিবন্ধকতা রয়েছে। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আর সময়মতো অর্থ ছাড় না পাওয়ায় ঠিকাদারদের সদিচ্ছা সত্ত্বেও কাজ করা যাচ্ছে না। তারপরও দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা রয়েছে। পদ্মার তীর সংরক্ষণে চলমান প্রকল্পের নির্মাণকাজ শেষ হতে আরও এক বছর লাগতে পারে।
প্রকল্প সূত্রে জানা গেছে, শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫৬৬ কোটি টাকা। সংশোধনের পর প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩৭ কোটি বেড়ে দাঁড়ায় ৬০৩ কোটি টাকায়। প্রকল্পটি আবার সংশোধন হলে নির্মাণকাজের সময়ও বাড়বে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে পাউবো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় ৬ দশমিক ১০ কিলোমিটার নতুন নদীতীর সংরক্ষণ কাজ ২৯টি প্যাকেজে, চার কিলোমিটার তীরের পুনর্বাসনের কাজ চারটি প্যাকেজে এবং ৮ কিলোমিটার আগের বাঁধের পুনরাকৃতি করার একটি প্যাকেজে বাস্তবায়নের কাজ চলছে। প্রকল্পটি প্রথমবার সংশোধন করা হয় ২০২৩ সালের মে মাসে। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবটির (আরডিপিপি) অনুমোদন দেয় পানিসম্পদ মন্ত্রণালয়। প্রকল্প বাস্তবায়নে মেয়াদ বাড়ানো হয় ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ভাঙনকবলিত চরবাগডাঙ্গা ইউনিয়ন এলাকায় ১৭টি প্যাকেজ এবং শাজাহানপুর ইউনিয়নে ১২টি প্যাকেজের আওতায় ৬ দশমিক ১০ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ চলছে। এর মধ্যে চরবাগডাঙ্গা এলাকার ১৭ প্যাকেজের মধ্যে সাতটি এবং শাজাহানপুর এলাকার ১২ প্যাকেজের মধ্যে তিনটি শেষ হয়েছে। অন্য প্যাকেজগুলোর কাজের অগ্রগতি প্রায় ৫০ ভাগ।
পাউবো চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মার ভাঙন থেকে চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকা রক্ষা প্রকল্পের এখন পর্যন্ত কাজ হয়েছে ৬০ শতাংশ। বর্ধিত মেয়াদের সময় শেষ হবে চলতি বছরের জুনে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হবে। আগামী বছরের জুন পর্যন্ত দ্বিতীয় দফা সময় বাড়ানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ২০২৫ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যায়।’
নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর দাবি করেন, কাজে যেন কোনো ফাঁকিবাজি না হয়, তা নিশ্চিত করার জন্য প্রকৌশলীরা নিয়মিত তদারক করছেন। সঠিক মানে কাজ বুঝে নেবে পাউবো।
পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকা রক্ষায় ২০২০ সালে মেগা প্রকল্প হাতে নেয় পানিসম্পদ মন্ত্রণালয়। পদ্মার তীর সংরক্ষণের কাজ শুরু হয় ২০২১ সালের জানুয়ারিতে। দরপত্র অনুযায়ী নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুনে। কিন্তু গত চার বছরের বেশি সময়ে কাজ হয়েছে মাত্র ৬০ শতাংশ।
নির্ধারিত সময়ে কাজে তেমন অগ্রগতি না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের জুন পর্যন্ত করা হয়। বাড়তি সময়ের বাকি আছে মাত্র তিন মাস। কিন্তু প্রকল্পের কাজ এখনো বাকি ৪০ শতাংশ। এখন আরেক দফায় প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বাড়ানোর তোড়জোড় চলছে বলে জানা গেছে।
এলাকাবাসী বলছেন, কয়েক বছর ধরে তীর সংরক্ষণের কাজ চলছে, কিন্তু শেষ হচ্ছে না। কাজ শেষ না হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই আতঙ্কে দিন কাটে তীরের বাসিন্দাদের।
তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবি, এসব প্রকল্পের নির্মাণকাজ বাস্তবায়নে রীতিমতো সংগ্রাম করতে হয়। বর্ষা মৌসুমে দুই কূল উপচে পড়ে পানিতে; এ জন্য বছরের ৩ থেকে ৪ মাস কাজ বন্ধ থাকে। এ ছাড়া প্রকল্পের অর্থ ছাড়েও প্রতিবন্ধকতা রয়েছে। নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আর সময়মতো অর্থ ছাড় না পাওয়ায় ঠিকাদারদের সদিচ্ছা সত্ত্বেও কাজ করা যাচ্ছে না। তারপরও দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা রয়েছে। পদ্মার তীর সংরক্ষণে চলমান প্রকল্পের নির্মাণকাজ শেষ হতে আরও এক বছর লাগতে পারে।
প্রকল্প সূত্রে জানা গেছে, শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫৬৬ কোটি টাকা। সংশোধনের পর প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩৭ কোটি বেড়ে দাঁড়ায় ৬০৩ কোটি টাকায়। প্রকল্পটি আবার সংশোধন হলে নির্মাণকাজের সময়ও বাড়বে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করছে পাউবো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পের আওতায় ৬ দশমিক ১০ কিলোমিটার নতুন নদীতীর সংরক্ষণ কাজ ২৯টি প্যাকেজে, চার কিলোমিটার তীরের পুনর্বাসনের কাজ চারটি প্যাকেজে এবং ৮ কিলোমিটার আগের বাঁধের পুনরাকৃতি করার একটি প্যাকেজে বাস্তবায়নের কাজ চলছে। প্রকল্পটি প্রথমবার সংশোধন করা হয় ২০২৩ সালের মে মাসে। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবটির (আরডিপিপি) অনুমোদন দেয় পানিসম্পদ মন্ত্রণালয়। প্রকল্প বাস্তবায়নে মেয়াদ বাড়ানো হয় ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ভাঙনকবলিত চরবাগডাঙ্গা ইউনিয়ন এলাকায় ১৭টি প্যাকেজ এবং শাজাহানপুর ইউনিয়নে ১২টি প্যাকেজের আওতায় ৬ দশমিক ১০ কিলোমিটার নদীতীর সংরক্ষণের কাজ চলছে। এর মধ্যে চরবাগডাঙ্গা এলাকার ১৭ প্যাকেজের মধ্যে সাতটি এবং শাজাহানপুর এলাকার ১২ প্যাকেজের মধ্যে তিনটি শেষ হয়েছে। অন্য প্যাকেজগুলোর কাজের অগ্রগতি প্রায় ৫০ ভাগ।
পাউবো চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পদ্মার ভাঙন থেকে চরবাগডাঙ্গা ও শাজাহানপুর এলাকা রক্ষা প্রকল্পের এখন পর্যন্ত কাজ হয়েছে ৬০ শতাংশ। বর্ধিত মেয়াদের সময় শেষ হবে চলতি বছরের জুনে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হবে। আগামী বছরের জুন পর্যন্ত দ্বিতীয় দফা সময় বাড়ানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ২০২৫ সালের জুনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যায়।’
নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর দাবি করেন, কাজে যেন কোনো ফাঁকিবাজি না হয়, তা নিশ্চিত করার জন্য প্রকৌশলীরা নিয়মিত তদারক করছেন। সঠিক মানে কাজ বুঝে নেবে পাউবো।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে