নারায়ণগঞ্জ সংবাদদাতা
টানা চার দিনের উদ্ধার অভিযানেও নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে নিখোঁজ ৯ ট্রলার যাত্রীর খোঁজ মেলেনি। নিখোঁজ যাত্রী উদ্ধার না হওয়া ক্ষোভে ফুঁসে উঠেছে ধর্মগঞ্জ ও বক্তাবলী এলাকার বাসিন্দা ও স্বজনেরা। গতকাল নদীর দুই তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে ৯ জন নিখোঁজ হন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ আরও চারটি সংস্থা। গতকাল শনিবার বিকেল পর্যন্ত নিখোঁজ যাত্রীদের সন্ধান মেলেনি বলে জানান উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা।
নিখোঁজ স্বজনেরা বলেন, চার দিন হলো লঞ্চের ধাক্কায় যাত্রীসহ ট্রলারডুবির ঘটনা। এর মধ্যে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌ-পুলিশসহ উদ্ধারকারী কোনো সংস্থাই তেমন তৎপরতা দেখায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা স্পিডবোটে নদীতে ঘুরে আর বসে সময় কাটান। এভাবে পানির নিচ থেকে কিছুই উদ্ধার করা যাবে না। তাঁদের এ অবহেলায় সরকারি সংস্থাগুলোর দুর্নাম হচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া তাছলিমা বলেন, এই দুর্ঘটনায় যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁরা সমাজের প্রভাবশালী কেউ না বলেই তাঁদের চার দিনেও খুঁজে পাওয়া যায়নি। ট্রলারডুবি ঘটনায় নিখোঁজ আছেন তাঁর তিন সন্তান ও স্ত্রী। শফিকুল ইসলাম বলেন, ‘যাঁরা উদ্ধারকাজে জড়িত, তাঁরা কি আসলেই উদ্ধারের জন্য কাজ করছেন? আমরা গরিব মানুষ বলে আমাদের স্বজনদের উদ্ধারকাজে তাঁরা সব ধরনের শক্তি প্রয়োগ করছেন না। এমপি-মন্ত্রী কিংবা সরকারের বড় বড় লোক থাকলে উদ্ধার অভিযানের চিত্র ভিন্ন হতো।’
নিখোঁজ ছাব্বিরের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পদ্মা-মেঘনায় লঞ্চডুবির পর অনেক দ্রুত উদ্ধারকাজ হয়। ধলেশ্বরীর মতো ছোট একটা নদী থেকে চার দিনে একটা লাশও উদ্ধার হয়নি। এটা তাঁদের ব্যর্থতা না গাফিলতি, সেটা আমরা বুঝতেছি না।’
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, দুর্ঘটনার চার দিনেও স্বজনদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্বজনেরা। এ কারণে তাঁরা নদীপাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড ও নৌ-পুলিশও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রলার ও নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেন, ‘নদীতে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধান পেতে আমাদের জোর প্রচেষ্টা চলছে। এখনো ডুবে যাওয়া ট্রলার বা নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি। তবে ট্রলারটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।’
টানা চার দিনের উদ্ধার অভিযানেও নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে নিখোঁজ ৯ ট্রলার যাত্রীর খোঁজ মেলেনি। নিখোঁজ যাত্রী উদ্ধার না হওয়া ক্ষোভে ফুঁসে উঠেছে ধর্মগঞ্জ ও বক্তাবলী এলাকার বাসিন্দা ও স্বজনেরা। গতকাল নদীর দুই তীরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
গত বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে ট্রলার ডুবে ৯ জন নিখোঁজ হন। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসসহ আরও চারটি সংস্থা। গতকাল শনিবার বিকেল পর্যন্ত নিখোঁজ যাত্রীদের সন্ধান মেলেনি বলে জানান উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা।
নিখোঁজ স্বজনেরা বলেন, চার দিন হলো লঞ্চের ধাক্কায় যাত্রীসহ ট্রলারডুবির ঘটনা। এর মধ্যে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌ-পুলিশসহ উদ্ধারকারী কোনো সংস্থাই তেমন তৎপরতা দেখায়নি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা স্পিডবোটে নদীতে ঘুরে আর বসে সময় কাটান। এভাবে পানির নিচ থেকে কিছুই উদ্ধার করা যাবে না। তাঁদের এ অবহেলায় সরকারি সংস্থাগুলোর দুর্নাম হচ্ছে।
বিক্ষোভে অংশ নেওয়া তাছলিমা বলেন, এই দুর্ঘটনায় যাঁরা নিখোঁজ হয়েছেন, তাঁরা সমাজের প্রভাবশালী কেউ না বলেই তাঁদের চার দিনেও খুঁজে পাওয়া যায়নি। ট্রলারডুবি ঘটনায় নিখোঁজ আছেন তাঁর তিন সন্তান ও স্ত্রী। শফিকুল ইসলাম বলেন, ‘যাঁরা উদ্ধারকাজে জড়িত, তাঁরা কি আসলেই উদ্ধারের জন্য কাজ করছেন? আমরা গরিব মানুষ বলে আমাদের স্বজনদের উদ্ধারকাজে তাঁরা সব ধরনের শক্তি প্রয়োগ করছেন না। এমপি-মন্ত্রী কিংবা সরকারের বড় বড় লোক থাকলে উদ্ধার অভিযানের চিত্র ভিন্ন হতো।’
নিখোঁজ ছাব্বিরের বাবা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পদ্মা-মেঘনায় লঞ্চডুবির পর অনেক দ্রুত উদ্ধারকাজ হয়। ধলেশ্বরীর মতো ছোট একটা নদী থেকে চার দিনে একটা লাশও উদ্ধার হয়নি। এটা তাঁদের ব্যর্থতা না গাফিলতি, সেটা আমরা বুঝতেছি না।’
এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, দুর্ঘটনার চার দিনেও স্বজনদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্বজনেরা। এ কারণে তাঁরা নদীপাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। সংবাদ পেয়ে পুলিশ ধলেশ্বরী নদীর পাড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড ও নৌ-পুলিশও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রলার ও নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেন, ‘নদীতে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজদের সন্ধান পেতে আমাদের জোর প্রচেষ্টা চলছে। এখনো ডুবে যাওয়া ট্রলার বা নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি। তবে ট্রলারটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৯ ঘণ্টা আগে