আজকের পত্রিকা ডেস্ক
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে দুই জায়গায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোলার দৌলতখান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। একই দিন শরীয়তপুর সদরে পরাজিত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়েছেন বিজয়ী নৌকার প্রার্থীর সমর্থকেরা। প্রতিনিধিদের পাঠানো খবর:
দৌলতখান (ভোলা): দৌলতখান উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণা নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, কামাল হোসেন, আজাদ বাবলু, মিরাজ, ছলেমান, মো. সিরাজ, জাফর, হানিফ, মামুন, জাকির, আলমগীর কবির, মিরাজ, দুলাল, ও বাচ্চু।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ভবানীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের সদস্য পদপ্রার্থী কামাল হোসেন তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে আসছিলেন। এ সময় একই ওয়ার্ডের মোরগ প্রতীকের প্রার্থী মো. সিরাজের সমর্থকেরা উপজেলা পরিষদের সামনের সড়কে সদস্য পদপ্রার্থী কামাল হোসেন ও তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আহত ইউপি সদস্য প্রার্থী কামাল হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার ভবানীপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনে ভোট গণনায় অনিয়মের বিষয়ে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করি। পরে ওই ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদের ফলাফল স্থগিত করা হয়। বিষয়টি জানাতে কর্মী-সমর্থকদের নিয়ে ওই ইউপি থেকে নির্বাচিত চেয়ারম্যান আওলাদ হোসেনের কাছে যাই। এ সময় প্রতিপক্ষ সিরাজের কর্মীরা আমার সমর্থকদের ওপর হামলা চালান। হামলায় আমার ১২ জন সমর্থক আহত হয়েছেন। পরে আহতদের দৌলতখান হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেও সমর্থকদের ওপর হামলা হয়।’
আরেক সদস্য প্রার্থী মো. সিরাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এ ব্যাপারে দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নড়িয়া (শরীয়তপুর): সদর উপজেলার তুলাসার ইউনিয়নে নির্বাচনে জিতেই নৌকার সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর শতাধিক সমর্থকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় দুজন আহত হয়েছেন। গতকাল ইউপির ১ নম্বর ওয়ার্ডের গুড়িপাড়া, ২ নম্বর ওয়ার্ডের সুন্দিসার ও ৬ নম্বর ওয়ার্ডের বাইশরশ্মি গ্রামে এই ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, বৃদ্ধ একরাম আলী (৭০) ও বৃদ্ধা সাফিয়া বেগম (৬০)। তাঁদের বাড়ি ইউনিয়নের সুন্দিসার গ্রামে। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ১১ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জামাল হোসাইন ফকির বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীক প্রার্থী জাহিদুল ইসলাম ফকির পরাজিত হন। পরে বিজয়ী জামালের কর্মী সমর্থকেরা বিদ্রোহী প্রার্থী জাহিদুলের কর্মী সমর্থকদের ঘরবাড়িতে হামলা ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে।
বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম ফকির বলেন, ‘সকালে নৌকা প্রতীকের লোকজনের হামলার শিকার হন আমার লোকেরা। গুড়িপাড়া, সুন্দিসার ও বাইশরশ্মি গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার ক্লাবঘরসহ কর্মী সমর্থকদের শতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেন তাঁরা। দুজনকে কুপিয়ে আহত করেছেন।’
এ দিকে আওয়ামী লীগের নবনির্মিত চেয়ারম্যান জামাল হোসাইন ফকির বলেন, ‘নৌকার জয় হওয়ার পর ঈর্ষান্বিত হয়ে বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকেরা নিজেরা নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’
তবে নবনির্বাচিত নৌকার চেয়ারম্যান জামাল হোসাইন ফকিরের দাবি, বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম ফকিরের কর্মী সমর্থকেরা নিজেরা নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
শরীয়তপুরের পালং থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘ঘরবাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এই ঘটনা ঘটিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে দুই জায়গায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোলার দৌলতখান প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। একই দিন শরীয়তপুর সদরে পরাজিত বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়েছেন বিজয়ী নৌকার প্রার্থীর সমর্থকেরা। প্রতিনিধিদের পাঠানো খবর:
দৌলতখান (ভোলা): দৌলতখান উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণা নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন, কামাল হোসেন, আজাদ বাবলু, মিরাজ, ছলেমান, মো. সিরাজ, জাফর, হানিফ, মামুন, জাকির, আলমগীর কবির, মিরাজ, দুলাল, ও বাচ্চু।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ভবানীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের সদস্য পদপ্রার্থী কামাল হোসেন তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে আসছিলেন। এ সময় একই ওয়ার্ডের মোরগ প্রতীকের প্রার্থী মো. সিরাজের সমর্থকেরা উপজেলা পরিষদের সামনের সড়কে সদস্য পদপ্রার্থী কামাল হোসেন ও তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলা করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আহত ইউপি সদস্য প্রার্থী কামাল হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার ভবানীপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচনে ভোট গণনায় অনিয়মের বিষয়ে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করি। পরে ওই ওয়ার্ডের সাধারণ ইউপি সদস্য পদের ফলাফল স্থগিত করা হয়। বিষয়টি জানাতে কর্মী-সমর্থকদের নিয়ে ওই ইউপি থেকে নির্বাচিত চেয়ারম্যান আওলাদ হোসেনের কাছে যাই। এ সময় প্রতিপক্ষ সিরাজের কর্মীরা আমার সমর্থকদের ওপর হামলা চালান। হামলায় আমার ১২ জন সমর্থক আহত হয়েছেন। পরে আহতদের দৌলতখান হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেও সমর্থকদের ওপর হামলা হয়।’
আরেক সদস্য প্রার্থী মো. সিরাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। এ ব্যাপারে দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার বলেন, ‘দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নড়িয়া (শরীয়তপুর): সদর উপজেলার তুলাসার ইউনিয়নে নির্বাচনে জিতেই নৌকার সমর্থকেরা বিদ্রোহী প্রার্থীর শতাধিক সমর্থকের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় দুজন আহত হয়েছেন। গতকাল ইউপির ১ নম্বর ওয়ার্ডের গুড়িপাড়া, ২ নম্বর ওয়ার্ডের সুন্দিসার ও ৬ নম্বর ওয়ার্ডের বাইশরশ্মি গ্রামে এই ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, বৃদ্ধ একরাম আলী (৭০) ও বৃদ্ধা সাফিয়া বেগম (৬০)। তাঁদের বাড়ি ইউনিয়নের সুন্দিসার গ্রামে। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ১১ নভেম্বর শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জামাল হোসাইন ফকির বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীক প্রার্থী জাহিদুল ইসলাম ফকির পরাজিত হন। পরে বিজয়ী জামালের কর্মী সমর্থকেরা বিদ্রোহী প্রার্থী জাহিদুলের কর্মী সমর্থকদের ঘরবাড়িতে হামলা ভাঙচুর চালান বলে অভিযোগ রয়েছে।
বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম ফকির বলেন, ‘সকালে নৌকা প্রতীকের লোকজনের হামলার শিকার হন আমার লোকেরা। গুড়িপাড়া, সুন্দিসার ও বাইশরশ্মি গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমার ক্লাবঘরসহ কর্মী সমর্থকদের শতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেন তাঁরা। দুজনকে কুপিয়ে আহত করেছেন।’
এ দিকে আওয়ামী লীগের নবনির্মিত চেয়ারম্যান জামাল হোসাইন ফকির বলেন, ‘নৌকার জয় হওয়ার পর ঈর্ষান্বিত হয়ে বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকেরা নিজেরা নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন।’
তবে নবনির্বাচিত নৌকার চেয়ারম্যান জামাল হোসাইন ফকিরের দাবি, বিদ্রোহী প্রার্থী জাহিদুল ইসলাম ফকিরের কর্মী সমর্থকেরা নিজেরা নিজেদের ঘরবাড়ি ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
শরীয়তপুরের পালং থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ‘ঘরবাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এই ঘটনা ঘটিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৯ ঘণ্টা আগে