চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বর্ষায় ক্ষতিগ্রস্ত একটি সেতুর রড ও ইট চুরি হয়ে গেছে। সেতুটির অস্তিত্বই নেই এখন। চুরি যাওয়া সেতুর স্থানে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। এটিই এখন স্থানীয় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন প্রায় লক্ষাধিক মানুষ। এদিকে, কে বা কারা ভাঙা সেতুর মালামাল চুরি করে নিয়ে গেছে সে বিষয়ে কিছুই জানে না স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এ চিত্র উপজেলার ইসরাইল মোড়-ধাইনগর সড়কের বাবলাবোনা এলাকায়।
জানা গেছে, ব্যক্তিগতভাবে ইয়াসিন আলী নামের এক ব্যক্তি চুরি যাওয়া সেতুর স্থানে বসিয়েছেন বাঁশের পাটাতন। মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান ও মানুষ পারাপারে টাকা আদায় করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এক শ্রেণির অসাধু ব্যক্তি মানুষকে জিম্মি করে সাঁকো পারাপারে টাকা আদায় করছেন।
স্থানীয়রা জানান, বাবলাবোনা খালের ওপর নির্মিত সেতুটি আগে থেকেই বেহাল অবস্থায় ছিল। এবার বর্ষার পানির চাপ বেশি থাকায় সেতুটির অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ভাঙা সেতুর রড ও ইট চুরি হয়ে যায়।
হামিদ নামে এক মোটরসাইকেল চালক বলেন, ‘কয়েক মাস আগে এসে দেখি সেতুটি নেই। সেদিন বাজারে না গিয়ে বাসায় ফিরে যাই। কিছুদিন পর শুনলাম ওই খালের ওপর তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। আজ (রোববার) এসে দেখি সাঁকো করা হয়েছে ঠিকই, তবে নেওয়া হচ্ছে টাকা।’
আরিফুল নামের এক কলেজছাত্র জানান, বিভিন্ন কাজে শিবগঞ্জ বাজারে যেতে হয় অটোরিকশাযোগে। এখন ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। আবার টাকাও দিতে হয়।
সাঁকো পারাপারে টাকা আদায়কারী ইয়াসিন আলী বলেন, ‘৩-৪ মাস আগে এই সেতুটি ভেঙে যায়। সেই থেকে জায়গাটা ফাঁকা ছিল। কিছুদিন পরে স্থানীয়দের অনুরোধে আমি নিজ উদ্যোগে বাঁশের সাঁকোটি তৈরি করেছি। তাই টাকা নিচ্ছি।’
শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন-অর রশিদ বলেন, ‘গত চার মাস আগে সেতুটি ভেঙে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছি। অর্থ বরাদ্দ পেলেই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। আর সেতুর স্থানে সাঁকো তৈরির বিষয়ে অবগত নই। সেতুর ইট, পাথর, রড কে নিয়ে গেছে সে বিষয়েও কিছু জানেন না বলে জানান এই কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বর্ষায় ক্ষতিগ্রস্ত একটি সেতুর রড ও ইট চুরি হয়ে গেছে। সেতুটির অস্তিত্বই নেই এখন। চুরি যাওয়া সেতুর স্থানে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। এটিই এখন স্থানীয় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন প্রায় লক্ষাধিক মানুষ। এদিকে, কে বা কারা ভাঙা সেতুর মালামাল চুরি করে নিয়ে গেছে সে বিষয়ে কিছুই জানে না স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এ চিত্র উপজেলার ইসরাইল মোড়-ধাইনগর সড়কের বাবলাবোনা এলাকায়।
জানা গেছে, ব্যক্তিগতভাবে ইয়াসিন আলী নামের এক ব্যক্তি চুরি যাওয়া সেতুর স্থানে বসিয়েছেন বাঁশের পাটাতন। মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান ও মানুষ পারাপারে টাকা আদায় করা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এক শ্রেণির অসাধু ব্যক্তি মানুষকে জিম্মি করে সাঁকো পারাপারে টাকা আদায় করছেন।
স্থানীয়রা জানান, বাবলাবোনা খালের ওপর নির্মিত সেতুটি আগে থেকেই বেহাল অবস্থায় ছিল। এবার বর্ষার পানির চাপ বেশি থাকায় সেতুটির অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে ভাঙা সেতুর রড ও ইট চুরি হয়ে যায়।
হামিদ নামে এক মোটরসাইকেল চালক বলেন, ‘কয়েক মাস আগে এসে দেখি সেতুটি নেই। সেদিন বাজারে না গিয়ে বাসায় ফিরে যাই। কিছুদিন পর শুনলাম ওই খালের ওপর তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো। আজ (রোববার) এসে দেখি সাঁকো করা হয়েছে ঠিকই, তবে নেওয়া হচ্ছে টাকা।’
আরিফুল নামের এক কলেজছাত্র জানান, বিভিন্ন কাজে শিবগঞ্জ বাজারে যেতে হয় অটোরিকশাযোগে। এখন ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। আবার টাকাও দিতে হয়।
সাঁকো পারাপারে টাকা আদায়কারী ইয়াসিন আলী বলেন, ‘৩-৪ মাস আগে এই সেতুটি ভেঙে যায়। সেই থেকে জায়গাটা ফাঁকা ছিল। কিছুদিন পরে স্থানীয়দের অনুরোধে আমি নিজ উদ্যোগে বাঁশের সাঁকোটি তৈরি করেছি। তাই টাকা নিচ্ছি।’
শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন-অর রশিদ বলেন, ‘গত চার মাস আগে সেতুটি ভেঙে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছি। অর্থ বরাদ্দ পেলেই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে। আর সেতুর স্থানে সাঁকো তৈরির বিষয়ে অবগত নই। সেতুর ইট, পাথর, রড কে নিয়ে গেছে সে বিষয়েও কিছু জানেন না বলে জানান এই কর্মকর্তা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে