বাগেরহাট প্রতিনিধি
ব্রাহামা জাতের ষাঁড় ‘টিয়া’। তিন বছরেই ওজন হয়েছে ২৫ মণ। কালো ও বাদামি রঙের বিশাল আকৃতির এই ষাঁড়ের দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার এই গরু দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
ঈদুল আজহা উপলক্ষে পালন করা বাগেরহাটের কচুয়া উপজেলার দরিচড় মালিপটন এলাকার বিশ্বজিৎ বৈরাগীর পালিত ষাঁড় এই টিয়া। তিন বছর ধরে শুধু কাঁচা ঘাস, খড়কুটো, ধান ও ভুসি খাইয়ে বড় করেছেন টিয়াকে। টিয়ার জন্য খাবারের পাশাপাশি দুই বেলা গোসল ও গোয়ালে বাতাসের ব্যবস্থা রয়েছে।
বিশ্বজিতের সঙ্গে স্ত্রী সবিতা বৈরাগী ও কলেজপড়ুয়া মেয়ে শিউলি বৈরাগীরও দিন কাটে গরুর যত্ন করে। এই গরু নিয়েই স্বপ্ন তাঁদের। দাম হেঁকেছেন ১০ লাখ টাকা।
বিশ্বজিতের প্রতিবেশী রঞ্জন কুমার হালদার বলেন, তাঁদের এলাকায় এত বড় গরু আর নেই। তাঁরা প্রায় প্রতিদিনই গরুটি দেখতে আসেন। দেখেই শান্তি তাঁদের।
স্থানীয় মো. আইয়ুব আলী খান বলেন, বিশ্বজিতের গরু দেখতে প্রতিদিন অনেক লোক আসে। সকাল থেকে রাত পর্যন্ত এই গরুর যত্ন করে বিশ্বজিতের পরিবার। বিশ্বজিৎ ভালো দামে এই গরুটি বিক্রি করুক; এটাই তাঁদের আশা।
মালতী বাওয়ালী নামের এক নারী বলেন, সারা দিন বিশ্বজিৎ ও সবিতার পাশাপাশি তাঁদের মেয়ে শিউলি বৈরাগী গরুর জন্য খুব খাটেন। লেখাপড়ার পাশাপাশি শিউলির সব চিন্তা এই গরু নিয়ে। নিজেরা খেতে না পেলেও কখনো গরুকে না খাইয়ে রাখেন না বিশ্বজিৎ। গরুটি ভালো দামে বিক্রি করতে পারলে হয়তো বিশ্বজিতের পরিবারে সচ্ছলতা আসবে।
শিউলি বৈরাগী বলেন,৮-৯ বছর ধরে তাঁরা গরু পালন করেন। কিন্তু এবারই তাঁদের সব থেকে বড় গরু হয়েছে। বাবা অসুস্থ, বাইরে কাজ করতে পারেন না। অনেক কষ্ট করে সংসার চলে। এবার গরু বিক্রি করে সংসারে সচ্ছলতা আসবে।
গরুর মালিক বিশ্বজিৎ বৈরাগী বলেন, তিন বছর আগে তাঁর গোয়ালে টিয়ার জন্ম হয়। খুবই যত্নে বড় হয়েছে সে। সকালে এক কেজি ভুসি ও এক কেজি ধান খেয়ে টিয়ার দিন শুরু হয়। খড়কুটো ও কাঁচা ঘাস খেয়েই বাকি দিন কাটে। সকালে টিয়ার নাশতার পরে তিনি ঘাস কাটতে যান। সারা দিনই তাঁর মেয়ে শিউলি ও স্ত্রী সবিতা গরু সামলায়। গরুটাকে ১০ লাখ টাকায় বিক্রি করতে পারলে ঘর সংস্কার করবেন। মেয়ে ও স্ত্রীকে উপহার দেওয়ার আশাও আছে হতদরিদ্র বিশ্বজিতের।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লুৎফার রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে খামারি ও পারিবারিক পর্যায়ে অনেক গরু পালন করা হয়েছে। কচুয়ার বিশ্বজিৎ বৈরাগী নামের এক ব্যক্তির অনেক বড় একটি গরু রয়েছে।
ব্রাহামা জাতের ষাঁড় ‘টিয়া’। তিন বছরেই ওজন হয়েছে ২৫ মণ। কালো ও বাদামি রঙের বিশাল আকৃতির এই ষাঁড়ের দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার এই গরু দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
ঈদুল আজহা উপলক্ষে পালন করা বাগেরহাটের কচুয়া উপজেলার দরিচড় মালিপটন এলাকার বিশ্বজিৎ বৈরাগীর পালিত ষাঁড় এই টিয়া। তিন বছর ধরে শুধু কাঁচা ঘাস, খড়কুটো, ধান ও ভুসি খাইয়ে বড় করেছেন টিয়াকে। টিয়ার জন্য খাবারের পাশাপাশি দুই বেলা গোসল ও গোয়ালে বাতাসের ব্যবস্থা রয়েছে।
বিশ্বজিতের সঙ্গে স্ত্রী সবিতা বৈরাগী ও কলেজপড়ুয়া মেয়ে শিউলি বৈরাগীরও দিন কাটে গরুর যত্ন করে। এই গরু নিয়েই স্বপ্ন তাঁদের। দাম হেঁকেছেন ১০ লাখ টাকা।
বিশ্বজিতের প্রতিবেশী রঞ্জন কুমার হালদার বলেন, তাঁদের এলাকায় এত বড় গরু আর নেই। তাঁরা প্রায় প্রতিদিনই গরুটি দেখতে আসেন। দেখেই শান্তি তাঁদের।
স্থানীয় মো. আইয়ুব আলী খান বলেন, বিশ্বজিতের গরু দেখতে প্রতিদিন অনেক লোক আসে। সকাল থেকে রাত পর্যন্ত এই গরুর যত্ন করে বিশ্বজিতের পরিবার। বিশ্বজিৎ ভালো দামে এই গরুটি বিক্রি করুক; এটাই তাঁদের আশা।
মালতী বাওয়ালী নামের এক নারী বলেন, সারা দিন বিশ্বজিৎ ও সবিতার পাশাপাশি তাঁদের মেয়ে শিউলি বৈরাগী গরুর জন্য খুব খাটেন। লেখাপড়ার পাশাপাশি শিউলির সব চিন্তা এই গরু নিয়ে। নিজেরা খেতে না পেলেও কখনো গরুকে না খাইয়ে রাখেন না বিশ্বজিৎ। গরুটি ভালো দামে বিক্রি করতে পারলে হয়তো বিশ্বজিতের পরিবারে সচ্ছলতা আসবে।
শিউলি বৈরাগী বলেন,৮-৯ বছর ধরে তাঁরা গরু পালন করেন। কিন্তু এবারই তাঁদের সব থেকে বড় গরু হয়েছে। বাবা অসুস্থ, বাইরে কাজ করতে পারেন না। অনেক কষ্ট করে সংসার চলে। এবার গরু বিক্রি করে সংসারে সচ্ছলতা আসবে।
গরুর মালিক বিশ্বজিৎ বৈরাগী বলেন, তিন বছর আগে তাঁর গোয়ালে টিয়ার জন্ম হয়। খুবই যত্নে বড় হয়েছে সে। সকালে এক কেজি ভুসি ও এক কেজি ধান খেয়ে টিয়ার দিন শুরু হয়। খড়কুটো ও কাঁচা ঘাস খেয়েই বাকি দিন কাটে। সকালে টিয়ার নাশতার পরে তিনি ঘাস কাটতে যান। সারা দিনই তাঁর মেয়ে শিউলি ও স্ত্রী সবিতা গরু সামলায়। গরুটাকে ১০ লাখ টাকায় বিক্রি করতে পারলে ঘর সংস্কার করবেন। মেয়ে ও স্ত্রীকে উপহার দেওয়ার আশাও আছে হতদরিদ্র বিশ্বজিতের।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. লুৎফার রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে খামারি ও পারিবারিক পর্যায়ে অনেক গরু পালন করা হয়েছে। কচুয়ার বিশ্বজিৎ বৈরাগী নামের এক ব্যক্তির অনেক বড় একটি গরু রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে