ফেনী প্রতিনিধি
ফেনীতে কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত বিশাল কালো রঙের গরু ‘বস’ ও ‘বাদশা’। ষাঁড় দুটি দেখতে ও কেনার ইচ্ছা নিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক লোকজন। কিন্তু উপযুক্ত দাম না পাওয়ায় এখনো বিক্রি হচ্ছে না গরু দুটি।
সোনাগাজীর বগাদানা ইউনিয়নের কুঠিরহাট এলাকার তরুণ উদ্যোক্তা রুহি দাস! কোন প্রকার ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ছাড়াই দেশীয় পদ্ধতিতে গরু দুটি লালন পালন করছেন। প্রায় আট ফুট লম্বা ও ৩৪ মণ ওজনের ষাঁড় গরু দুটির নাম ‘বস’ ও ‘বাদশা’।
খামারি রুহি দাস বলেন, ২০১৮ সালের শেষ দিকে গরু দুটি লালন পালন শুরু করেন। ফ্রিজিয়ান জাতের ষাঁড়গুলো এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে বসের দাম ৯ লাখ টাকা এবং বাদশার দাম চাচ্ছেন ৮ লাখ টাকা।
সম্প্রতি বস ও বাদশার নাম ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ নিয়ে ব্যাপক আগ্রহ বেড়ে যায় দর্শনার্থীদের মধ্যে। এরই মধ্যে দূরদূরান্তের মানুষ ভিড় করছে গরু দুটিকে এক নজর দেখতে।
নুরনবী নামে এক প্রবাসী খবর পেয়ে সোনাগাজী উপজেলা থেকে গরু কিনতে এসেছেন। তিনি ষাঁড় বাদশার দাম ৫ লাখ টাকা মূল্যে কিনতে চাইলেও খামারি দাম চাচ্ছে ৮ লাখ টাকা। তাই শখ থাকলেও কিনতে পারছেন না বলে জানান।
আরাফাত হোসেন নামে স্থানীয় একজন বলেন, তাঁরা ৭ শরিকে বস গরু কিনতে এসেছেন। দরদাম নিয়ে কথা চলছে। আর মূল্য নির্ধারণ হলে গরু কিনবেন।
এদিকে এ বছর গরুর দাম ভালো। তাই খামারিরা লাভবান হবেন। জেলার খামারিরা ভ্যাকসিন দেয়াসহ প্রাকৃতিকভাবে খড় ভুসি ঘাস খাইয়ে গরু মোটাতাজা করছেন। কেউ অসাধু উপায় নিচ্ছে কিনা সেটিও নিয়মিত তদারকি চলছে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান।
আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, `এবার জেলায় ৭৫ হাজার গরু ও ছাগল চাহিদার স্থলে রয়েছে ৮১ হাজার। আর কোরবানি হাট রয়েছে ১২৯টি।’
ফেনীতে কোরবানি ঈদকে সামনে রেখে প্রস্তুত বিশাল কালো রঙের গরু ‘বস’ ও ‘বাদশা’। ষাঁড় দুটি দেখতে ও কেনার ইচ্ছা নিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক লোকজন। কিন্তু উপযুক্ত দাম না পাওয়ায় এখনো বিক্রি হচ্ছে না গরু দুটি।
সোনাগাজীর বগাদানা ইউনিয়নের কুঠিরহাট এলাকার তরুণ উদ্যোক্তা রুহি দাস! কোন প্রকার ক্ষতিকর ট্যাবলেট বা ইনজেকশন ছাড়াই দেশীয় পদ্ধতিতে গরু দুটি লালন পালন করছেন। প্রায় আট ফুট লম্বা ও ৩৪ মণ ওজনের ষাঁড় গরু দুটির নাম ‘বস’ ও ‘বাদশা’।
খামারি রুহি দাস বলেন, ২০১৮ সালের শেষ দিকে গরু দুটি লালন পালন শুরু করেন। ফ্রিজিয়ান জাতের ষাঁড়গুলো এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে বসের দাম ৯ লাখ টাকা এবং বাদশার দাম চাচ্ছেন ৮ লাখ টাকা।
সম্প্রতি বস ও বাদশার নাম ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এ নিয়ে ব্যাপক আগ্রহ বেড়ে যায় দর্শনার্থীদের মধ্যে। এরই মধ্যে দূরদূরান্তের মানুষ ভিড় করছে গরু দুটিকে এক নজর দেখতে।
নুরনবী নামে এক প্রবাসী খবর পেয়ে সোনাগাজী উপজেলা থেকে গরু কিনতে এসেছেন। তিনি ষাঁড় বাদশার দাম ৫ লাখ টাকা মূল্যে কিনতে চাইলেও খামারি দাম চাচ্ছে ৮ লাখ টাকা। তাই শখ থাকলেও কিনতে পারছেন না বলে জানান।
আরাফাত হোসেন নামে স্থানীয় একজন বলেন, তাঁরা ৭ শরিকে বস গরু কিনতে এসেছেন। দরদাম নিয়ে কথা চলছে। আর মূল্য নির্ধারণ হলে গরু কিনবেন।
এদিকে এ বছর গরুর দাম ভালো। তাই খামারিরা লাভবান হবেন। জেলার খামারিরা ভ্যাকসিন দেয়াসহ প্রাকৃতিকভাবে খড় ভুসি ঘাস খাইয়ে গরু মোটাতাজা করছেন। কেউ অসাধু উপায় নিচ্ছে কিনা সেটিও নিয়মিত তদারকি চলছে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান।
আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, `এবার জেলায় ৭৫ হাজার গরু ও ছাগল চাহিদার স্থলে রয়েছে ৮১ হাজার। আর কোরবানি হাট রয়েছে ১২৯টি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে