নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উৎসব ও আয়োজনে হেঁশেলে নানান পদের খাবার ও পানীয় তৈরি হয়। তবে সুস্বাদু খাবার রান্না করাই এখন আর শেষ কথা নয়। সুদৃশ্য থালাবাটিতে সেসব খাবার পরিবেশন করাটাও এখন গুরুত্বপূর্ণ বিষয়। এতে যেমন রুচি ও পছন্দের পরিচয় মেলে, তেমনি খাবারের সময় দারুণ এক মুগ্ধতা ছড়িয়ে খাবার হয়ে ওঠে আরও তৃপ্তিকর। কোন খাবারটি কোন পাত্রে পরিবেশন করতে হবে, সেটা আগে জানতে হবে।
পিতল ও কাঁসায়
বন্ধুবান্ধবে গমগম করছে বাড়ি। রাতের ভোজে রেখেছেন খিচুড়ি, মাংস, বেগুন ভাজা ও আচার। সঙ্গে ডিম ভুনা হলে আরও জমে যায় অবশ্য! পাটি বিছিয়ে বসার ঘরের মেঝেতেই হবে খাওয়াদাওয়া। সে ক্ষেত্রে বাটিতে বাটিতে খাবার পরিবেশন না করে কাঁসা বা পিতলের থালায় খিচুড়ির সঙ্গে অন্য খাবারগুলো বেড়ে নিন। খাওয়ার পর মিষ্টিমুখের পর্বে পায়েস তুলে দিতে পারেন কাঁসা ও পিতলের বাটিতে।
সিরামিকের ডিনার সেটেই সারা
বাড়িতে সব মিলে যদি ছয়জন অতিথি হয়, তবে একেবারেই না ভেবে ডিনার সেটেই সাজিয়ে ফেলুন খাবার। পুরো টেবিলে সাজানো একই নকশার পাত্রে শোভা পাক মুখরোচক সব খাবার। ডিনার সেট সাদা বা গাঢ় রঙের হওয়া ভালো।
চায়ের আড্ডায় বাঁশের ট্রে
শীতের মিষ্টি বিকেলে চা-পর্বটা ছাদে হলে মন্দ হয় না। ঘরে তৈরি সমুচা, পায়েস, কেক আর গরমাগরম চায়ের কাপ বাঁশের ট্রেতে তুলে ছাদে বসে বিকেলের নাশতা সেরে ফেলুন। বাঁশ ও বেতের ট্রে পরিবেশবান্ধব এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। পাশাপাশি নান্দনিকও বটে!
স্বচ্ছ কাচের প্লেট
আকারে একটু বড় স্বচ্ছ কাচের প্লেটগুলো সালাদ, মাছ ও মুরগি ভাজা, মিষ্টি, সন্দেশ, জর্দা, ফল ইত্যাদি খাবার পরিবেশনের জন্য জুতসই। এতে খাবারের রং খুব ভালোভাবে বোঝা যায়। দেখতেও ভালো লাগে। খাবার টেবিলে অনেক অতিথি থাকলে এ ধরনের প্লেটে ভাজাভুজি পরিবেশন করলে ভালো হয়। এতে একবারেই অনেক খাবার পরিবেশন করা যায়।
কাচের গ্লাস ও জার
ফালুদা, ফলের রস ও বিভিন্ন ধরনের শেক কাচের গ্লাস ও জারে পরিবেশন করতে পারেন। এতে খাবার ও পানীয়ের রং খুব ভালো দেখায়।বাড়ে খাবার টেবিলের সৌন্দর্যও।
সিরামিকের ওভালশেপ পাত্র
এ ধরনের পাত্রে পোলাও-বিরিয়ানি পরিবেশন করলে ভালো হয়। একসঙ্গে অনেকখানি খাবার পরিবেশন করা যায়। সিরামিকের রঙিন পাত্র এমনিতেই টেবিলের শোভা বাড়িয়ে তোলে।
খেয়াল রাখুন
খাবার পরিবেশনের সময় খাবারের আকার-আয়তন এবং থালাবাটির আকার-আয়তনের দিকে খেয়াল রাখুন। খাবারের উপকরণ যেন পরিবেশন পাত্রের বাইরে না যায়, সেভাবে বেছে নিন পরিবেশন পাত্র।
উৎসব ও আয়োজনে হেঁশেলে নানান পদের খাবার ও পানীয় তৈরি হয়। তবে সুস্বাদু খাবার রান্না করাই এখন আর শেষ কথা নয়। সুদৃশ্য থালাবাটিতে সেসব খাবার পরিবেশন করাটাও এখন গুরুত্বপূর্ণ বিষয়। এতে যেমন রুচি ও পছন্দের পরিচয় মেলে, তেমনি খাবারের সময় দারুণ এক মুগ্ধতা ছড়িয়ে খাবার হয়ে ওঠে আরও তৃপ্তিকর। কোন খাবারটি কোন পাত্রে পরিবেশন করতে হবে, সেটা আগে জানতে হবে।
পিতল ও কাঁসায়
বন্ধুবান্ধবে গমগম করছে বাড়ি। রাতের ভোজে রেখেছেন খিচুড়ি, মাংস, বেগুন ভাজা ও আচার। সঙ্গে ডিম ভুনা হলে আরও জমে যায় অবশ্য! পাটি বিছিয়ে বসার ঘরের মেঝেতেই হবে খাওয়াদাওয়া। সে ক্ষেত্রে বাটিতে বাটিতে খাবার পরিবেশন না করে কাঁসা বা পিতলের থালায় খিচুড়ির সঙ্গে অন্য খাবারগুলো বেড়ে নিন। খাওয়ার পর মিষ্টিমুখের পর্বে পায়েস তুলে দিতে পারেন কাঁসা ও পিতলের বাটিতে।
সিরামিকের ডিনার সেটেই সারা
বাড়িতে সব মিলে যদি ছয়জন অতিথি হয়, তবে একেবারেই না ভেবে ডিনার সেটেই সাজিয়ে ফেলুন খাবার। পুরো টেবিলে সাজানো একই নকশার পাত্রে শোভা পাক মুখরোচক সব খাবার। ডিনার সেট সাদা বা গাঢ় রঙের হওয়া ভালো।
চায়ের আড্ডায় বাঁশের ট্রে
শীতের মিষ্টি বিকেলে চা-পর্বটা ছাদে হলে মন্দ হয় না। ঘরে তৈরি সমুচা, পায়েস, কেক আর গরমাগরম চায়ের কাপ বাঁশের ট্রেতে তুলে ছাদে বসে বিকেলের নাশতা সেরে ফেলুন। বাঁশ ও বেতের ট্রে পরিবেশবান্ধব এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। পাশাপাশি নান্দনিকও বটে!
স্বচ্ছ কাচের প্লেট
আকারে একটু বড় স্বচ্ছ কাচের প্লেটগুলো সালাদ, মাছ ও মুরগি ভাজা, মিষ্টি, সন্দেশ, জর্দা, ফল ইত্যাদি খাবার পরিবেশনের জন্য জুতসই। এতে খাবারের রং খুব ভালোভাবে বোঝা যায়। দেখতেও ভালো লাগে। খাবার টেবিলে অনেক অতিথি থাকলে এ ধরনের প্লেটে ভাজাভুজি পরিবেশন করলে ভালো হয়। এতে একবারেই অনেক খাবার পরিবেশন করা যায়।
কাচের গ্লাস ও জার
ফালুদা, ফলের রস ও বিভিন্ন ধরনের শেক কাচের গ্লাস ও জারে পরিবেশন করতে পারেন। এতে খাবার ও পানীয়ের রং খুব ভালো দেখায়।বাড়ে খাবার টেবিলের সৌন্দর্যও।
সিরামিকের ওভালশেপ পাত্র
এ ধরনের পাত্রে পোলাও-বিরিয়ানি পরিবেশন করলে ভালো হয়। একসঙ্গে অনেকখানি খাবার পরিবেশন করা যায়। সিরামিকের রঙিন পাত্র এমনিতেই টেবিলের শোভা বাড়িয়ে তোলে।
খেয়াল রাখুন
খাবার পরিবেশনের সময় খাবারের আকার-আয়তন এবং থালাবাটির আকার-আয়তনের দিকে খেয়াল রাখুন। খাবারের উপকরণ যেন পরিবেশন পাত্রের বাইরে না যায়, সেভাবে বেছে নিন পরিবেশন পাত্র।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে