নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শর্ত পূরণ না করায় বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, কমিটির আগের বৈঠকে সহজ ডটকম নিয়ে আলোচনা হয়েছিল। পরে সহজ ডটকমের কী পরিমাণ যন্ত্রাংশ স্থাপনের কথা ছিল এবং কী পরিমাণ স্থাপন করেছে, তা কমিটিকে জানাতে বলা হয়। একই সঙ্গে দুই মাসের মধ্যে যন্ত্র স্থাপনে ব্যর্থ হলে চুক্তি বাতিলের সুপারিশ করা হয়। গতকালের বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, সাতটি যন্ত্র ও সফটওয়্যার স্থাপনের কথা থাকলেও সহজ ডটকম দিয়েছে মাত্র দুটি। ১৫০টি স্টেশনে কম্পিউটারাইজড টিকিট ব্যবস্থা করার কথা থাকলেও করা হয়েছে ৩০টিতে। বাকি চারটি যন্ত্র-টিকিট ভেন্ডিং মেশিন, জায়ান্ট স্ক্রিন ডিসপ্লে, সার্ভিস কিয়স্ক এবং জিপিএস ট্রেন ট্র্যাকার এখনো সরবরাহ সম্পূর্ণ করেনি। তবে যন্ত্রগুলো সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শর্তে ডেমো ট্রেন আমদানি করা হয়েছিল, তার যথাযথ বাস্তবায়ন না হয়ে থাকলে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা এবং সহজ ডটকম রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক সব শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের মোট জমি, অবৈধ দখল হওয়া জমি, নিজেদের ব্যবহারে লাগা জমির পরিমাণের তথ্য চেয়েছিল সংসদীয় কমিটি। গতকালের বৈঠকে এ-সংক্রান্ত প্রতিবেদনে রেলওয়ে জানায়, রেলের মোট ভূমি আছে ৬১ হাজার ৮২১ একরের কিছু বেশি। এর মধ্যে ৩০ হাজার ২৮৬ একর রেলের কাজে ব্যবহৃত হচ্ছে। এখন পর্যন্ত ৮ হাজার ৪৬৮ একর জমি দখলমুক্ত করা হয়েছে। এখনো অবৈধ দখলে রয়েছে ৬ হাজার ৭২৭ দশমিক ৫০৮ একর।
শর্ত পূরণ না করায় বাংলাদেশ রেলওয়ের ই-টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকমকে আর্থিক জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, কমিটির আগের বৈঠকে সহজ ডটকম নিয়ে আলোচনা হয়েছিল। পরে সহজ ডটকমের কী পরিমাণ যন্ত্রাংশ স্থাপনের কথা ছিল এবং কী পরিমাণ স্থাপন করেছে, তা কমিটিকে জানাতে বলা হয়। একই সঙ্গে দুই মাসের মধ্যে যন্ত্র স্থাপনে ব্যর্থ হলে চুক্তি বাতিলের সুপারিশ করা হয়। গতকালের বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, সাতটি যন্ত্র ও সফটওয়্যার স্থাপনের কথা থাকলেও সহজ ডটকম দিয়েছে মাত্র দুটি। ১৫০টি স্টেশনে কম্পিউটারাইজড টিকিট ব্যবস্থা করার কথা থাকলেও করা হয়েছে ৩০টিতে। বাকি চারটি যন্ত্র-টিকিট ভেন্ডিং মেশিন, জায়ান্ট স্ক্রিন ডিসপ্লে, সার্ভিস কিয়স্ক এবং জিপিএস ট্রেন ট্র্যাকার এখনো সরবরাহ সম্পূর্ণ করেনি। তবে যন্ত্রগুলো সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শর্তে ডেমো ট্রেন আমদানি করা হয়েছিল, তার যথাযথ বাস্তবায়ন না হয়ে থাকলে সরবরাহকারী প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা এবং সহজ ডটকম রেলপথ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পাদিত চুক্তি মোতাবেক সব শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের মোট জমি, অবৈধ দখল হওয়া জমি, নিজেদের ব্যবহারে লাগা জমির পরিমাণের তথ্য চেয়েছিল সংসদীয় কমিটি। গতকালের বৈঠকে এ-সংক্রান্ত প্রতিবেদনে রেলওয়ে জানায়, রেলের মোট ভূমি আছে ৬১ হাজার ৮২১ একরের কিছু বেশি। এর মধ্যে ৩০ হাজার ২৮৬ একর রেলের কাজে ব্যবহৃত হচ্ছে। এখন পর্যন্ত ৮ হাজার ৪৬৮ একর জমি দখলমুক্ত করা হয়েছে। এখনো অবৈধ দখলে রয়েছে ৬ হাজার ৭২৭ দশমিক ৫০৮ একর।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে