অনন্যা দাস
কোনো একটা উপলক্ষে শুধু খাবারের আয়োজনটাই শেষ কথা নয়। পরিবেশ, টেবিলের সজ্জা সবকিছুই খাবারের আয়োজনকে অনেকখানি প্রভাবিত করে। বিভিন্ন ধরনের উপলক্ষ বা উৎসবে টেবিল সাজানো যেতে পারে ভিন্ন ভিন্ন ভাবে। তবে অবশ্যই রং ব্যবহারের বিষয়ে আমন্ত্রিত অতিথিদের কথা বিবেচনায় রাখতে হবে।
প্রকৃতি-অনুপ্রাণিত সজ্জা
উৎসবের দিনটাতে ঘরে প্রাকৃতিক একটা আবহ তৈরি করতে চাইলে আপনার টেবিল সজ্জার থিমই হতে পারে প্রকৃতি। অনেকভাবে এটি করা যায়। এর মধ্যে একটি হলো সবুজ রঙের ব্যবহার। টেবিল ম্যাট, রানার থেকে শুরু করে থালাবাটি এবং খাবারে সবুজ রং প্রাধান্য দিন। পাশাপাশি টেবিলে কিছু ইনডোর প্ল্যান্ট বা সাবজেক্টে রঙের ফুল রেখে দিলে তো সোনায় সোহাগা।
প্রিটি ইন পিংক
এমন ধাঁচের টেবিল সজ্জা শিশুদের জন্মদিন, বেবি শাওয়ার বা এ ধরনের উপলক্ষে করা যেতে পারে। টেবিলে কিছু পুতুল রাখলে এমন ধারার সাজের সঙ্গে তা বেশ মানিয়ে যাবে। টেবিল বরাবর গোলাপি কিছু কাগজ বা লণ্ঠন ঝুলিয়ে দিলে বেশ লাগবে দেখতে। টেবিলে সাজানো খাবারেও থাকতে পারে গোলাপি রঙের প্রাধান্য, যেমন পিংক আইসিং যুক্ত কাপকেক।
কালো-সাদায় ক্ল্যাসিক
টেবিল সজ্জায় সাদা-কালো রঙের প্রাধান্য কিছুটা বিরল। তবে এটি বেশ ক্লাসি একটা লুক দেবে আপনার টেবিলকে। টেবিল ম্যাট হতে পারে ডোরাকাটা ধাঁচের। সঙ্গে ন্যাপকিন, মোমবাতি, বাসন ইত্যাদিতেও সাদা রঙের প্রাধান্য থাকতে পারে। টেবিলে সেন্টার পিস হিসেবে ধাতব কোনো শো পিস ব্যবহার করতে পারেন। শরতে সাদা রঙে সেজে উঠতে পারে আপনার টেবিল।
রংধনুর সাত রং
উদ্যাপনমূলক যেকোনো অনুষ্ঠানে এমন রংচঙে থিমের জুড়ি নেই। টেবিল সাজাতে তো রঙিন জিনিসপত্র ব্যবহার করবেনই। এ ছাড়াও টেবিলকে একটু বেশিই রঙিন করে তুলতে চাইলে টেবিলের পাশ দিয়ে কয়েকটি মিশ্র রঙের ঝালর ঝোলাতে পারেন।
ফুলেল
একটু সাধাসিধে এবং স্নিগ্ধ ধরনের লুক পেতে চাইলে টেবিল সাজানোর মূল উপাদান হয়ে উঠতে পারে ফুল। টেবিলে বিভিন্ন আকারের ফুলদানিতে মৌসুমি ফুল সাজিয়ে রাখুন। টেবিল ম্যাট বাছাই করুন ফুলের সঙ্গে মিলিয়ে কোনো রঙের। থালাবাটি হতে পারে সাদা বা নিউট্রাল কোনো রঙের।
টেবিল সজ্জায় বেলুন
সহজেই টেবিলে পার্টির একটা লুক আনতে চাইলে টেবিলের চারপাশ ঘিরে ঝুলিয়ে দিতে পারেন বেলুন। বেলুনের রং এবং আকৃতি বাছাই করুন উপলক্ষ হিসেবে। যেমন ধরুন, অফিসের এনিভারসেরির জন্য সাজানো টেবিলের বেলুন হতে পারে সোনালি।
কোনো একটা উপলক্ষে শুধু খাবারের আয়োজনটাই শেষ কথা নয়। পরিবেশ, টেবিলের সজ্জা সবকিছুই খাবারের আয়োজনকে অনেকখানি প্রভাবিত করে। বিভিন্ন ধরনের উপলক্ষ বা উৎসবে টেবিল সাজানো যেতে পারে ভিন্ন ভিন্ন ভাবে। তবে অবশ্যই রং ব্যবহারের বিষয়ে আমন্ত্রিত অতিথিদের কথা বিবেচনায় রাখতে হবে।
প্রকৃতি-অনুপ্রাণিত সজ্জা
উৎসবের দিনটাতে ঘরে প্রাকৃতিক একটা আবহ তৈরি করতে চাইলে আপনার টেবিল সজ্জার থিমই হতে পারে প্রকৃতি। অনেকভাবে এটি করা যায়। এর মধ্যে একটি হলো সবুজ রঙের ব্যবহার। টেবিল ম্যাট, রানার থেকে শুরু করে থালাবাটি এবং খাবারে সবুজ রং প্রাধান্য দিন। পাশাপাশি টেবিলে কিছু ইনডোর প্ল্যান্ট বা সাবজেক্টে রঙের ফুল রেখে দিলে তো সোনায় সোহাগা।
প্রিটি ইন পিংক
এমন ধাঁচের টেবিল সজ্জা শিশুদের জন্মদিন, বেবি শাওয়ার বা এ ধরনের উপলক্ষে করা যেতে পারে। টেবিলে কিছু পুতুল রাখলে এমন ধারার সাজের সঙ্গে তা বেশ মানিয়ে যাবে। টেবিল বরাবর গোলাপি কিছু কাগজ বা লণ্ঠন ঝুলিয়ে দিলে বেশ লাগবে দেখতে। টেবিলে সাজানো খাবারেও থাকতে পারে গোলাপি রঙের প্রাধান্য, যেমন পিংক আইসিং যুক্ত কাপকেক।
কালো-সাদায় ক্ল্যাসিক
টেবিল সজ্জায় সাদা-কালো রঙের প্রাধান্য কিছুটা বিরল। তবে এটি বেশ ক্লাসি একটা লুক দেবে আপনার টেবিলকে। টেবিল ম্যাট হতে পারে ডোরাকাটা ধাঁচের। সঙ্গে ন্যাপকিন, মোমবাতি, বাসন ইত্যাদিতেও সাদা রঙের প্রাধান্য থাকতে পারে। টেবিলে সেন্টার পিস হিসেবে ধাতব কোনো শো পিস ব্যবহার করতে পারেন। শরতে সাদা রঙে সেজে উঠতে পারে আপনার টেবিল।
রংধনুর সাত রং
উদ্যাপনমূলক যেকোনো অনুষ্ঠানে এমন রংচঙে থিমের জুড়ি নেই। টেবিল সাজাতে তো রঙিন জিনিসপত্র ব্যবহার করবেনই। এ ছাড়াও টেবিলকে একটু বেশিই রঙিন করে তুলতে চাইলে টেবিলের পাশ দিয়ে কয়েকটি মিশ্র রঙের ঝালর ঝোলাতে পারেন।
ফুলেল
একটু সাধাসিধে এবং স্নিগ্ধ ধরনের লুক পেতে চাইলে টেবিল সাজানোর মূল উপাদান হয়ে উঠতে পারে ফুল। টেবিলে বিভিন্ন আকারের ফুলদানিতে মৌসুমি ফুল সাজিয়ে রাখুন। টেবিল ম্যাট বাছাই করুন ফুলের সঙ্গে মিলিয়ে কোনো রঙের। থালাবাটি হতে পারে সাদা বা নিউট্রাল কোনো রঙের।
টেবিল সজ্জায় বেলুন
সহজেই টেবিলে পার্টির একটা লুক আনতে চাইলে টেবিলের চারপাশ ঘিরে ঝুলিয়ে দিতে পারেন বেলুন। বেলুনের রং এবং আকৃতি বাছাই করুন উপলক্ষ হিসেবে। যেমন ধরুন, অফিসের এনিভারসেরির জন্য সাজানো টেবিলের বেলুন হতে পারে সোনালি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে