নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে মসজিদের জায়গা দখল করে নার্সারি ব্যবসা করার অভিযোগ উঠেছে।
মসজিদ কর্তৃপক্ষের দাবি, ১৯৯৫ সালে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্সের ভেতরে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা ইজারা নিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন কৃষক লীগ নেতা শফিকুলের বড় ভাই মো. মাহবুবুর রহমান। ২০১৮ সালের ৩১ অক্টোবর চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর আর ইজারা নবায়ন করা হয়নি। এ সময়ের মধ্যে মসজিদের জায়গার ভাড়া ৫ লাখ ২৫ হাজার টাকা বকেয়া হয়। তা পরিশোধ করতে তাগাদা দেওয়া হয়।
২০১৯ সালে ১০ ফেব্রুয়ারি মাহবুবুর রহমান ইমেইলে আর ব্যবসা করবেন না বলে মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানিয়ে দেন। কর্তৃপক্ষ গত বছরের ৭ ফেব্রুয়ারি দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ পত্রিকায় ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি আগের ইজারাদারের ছোট ভাই শফিকুল মসজিদের পশ্চিম ও উত্তর পাশে নার্সারি করতে ৫ বছর জন্য চুক্তিপত্র নবায়নের দরখাস্ত দেন। তা ছাড়া ১৮ জুন শফিকুল বকেয়া ভাড়া একই বছরের আগস্ট/সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধের আশ্বাস দেন।
এদিকে বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক দিনের মধ্যে চট্টগ্রামের এক প্রভাবশালী ব্যক্তির টেলিফোনে দরপত্রের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। বিষয়টি জানিয়ে মসজিদ কমপ্লেক্সের তৎকালীন প্রকল্প পরিচালক মোহাম্মদ ইদ্রিস ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালককে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। চলতি বছরের ৪ মার্চ মহা পরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইজারাদারের কাছে ৮ লাখ ৫ হাজার টাকা বকেয়া রয়েছে। বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতি সচিব আলতাফ হোসেন চৌধুরী ও চট্টগ্রাম জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
জানতে চাইলে মসজিদ কমপ্লেক্সের বর্তমান প্রকল্প পরিচালক মো. তৌহিদুল আনোয়ার বলেন, বর্তমানে জায়গাটি কোনো চুক্তি ছাড়াই আগের ইজারাদার মাহবুবুর রহমানের ছোট ভাই শফিকুল ইসলামের নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর কাছে প্রায় ৭ লাখ টাকা পাওনা রয়েছে।
নার্সারির মালিক মাবুবুর রহমান বলেন, ‘বয়সের কারণে আমি নার্সারিটি আর চালাতে পারি না। আমার ছোট ভাই শফিকুল এটি পরিচালনা করে। মসজিদের টাকা বকেয়া থাকার বিষটি আমার জানা নাই।’
জানতে চাইলে শফিকুল ইসলাম জানান, ‘এটা আমার ব্যক্তিগত ব্যবসা। এটা নিয়ে আপনাকে খোঁজ নিতে কে বলেছে?’
সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নাম ভাঙিয়ে কাউকেই মসজিদের জায়গা দখল করতে বলেননি।’
চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলামের বিরুদ্ধে মসজিদের জায়গা দখল করে নার্সারি ব্যবসা করার অভিযোগ উঠেছে।
মসজিদ কর্তৃপক্ষের দাবি, ১৯৯৫ সালে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্সের ভেতরে প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা ইজারা নিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন কৃষক লীগ নেতা শফিকুলের বড় ভাই মো. মাহবুবুর রহমান। ২০১৮ সালের ৩১ অক্টোবর চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর আর ইজারা নবায়ন করা হয়নি। এ সময়ের মধ্যে মসজিদের জায়গার ভাড়া ৫ লাখ ২৫ হাজার টাকা বকেয়া হয়। তা পরিশোধ করতে তাগাদা দেওয়া হয়।
২০১৯ সালে ১০ ফেব্রুয়ারি মাহবুবুর রহমান ইমেইলে আর ব্যবসা করবেন না বলে মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষকে জানিয়ে দেন। কর্তৃপক্ষ গত বছরের ৭ ফেব্রুয়ারি দৈনিক আজাদী ও দৈনিক পূর্বকোণ পত্রিকায় ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি আগের ইজারাদারের ছোট ভাই শফিকুল মসজিদের পশ্চিম ও উত্তর পাশে নার্সারি করতে ৫ বছর জন্য চুক্তিপত্র নবায়নের দরখাস্ত দেন। তা ছাড়া ১৮ জুন শফিকুল বকেয়া ভাড়া একই বছরের আগস্ট/সেপ্টেম্বর মাসের মধ্যে পরিশোধের আশ্বাস দেন।
এদিকে বিজ্ঞপ্তি প্রকাশের কয়েক দিনের মধ্যে চট্টগ্রামের এক প্রভাবশালী ব্যক্তির টেলিফোনে দরপত্রের প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। বিষয়টি জানিয়ে মসজিদ কমপ্লেক্সের তৎকালীন প্রকল্প পরিচালক মোহাম্মদ ইদ্রিস ইসলামিক ফাউন্ডেশনের মহা পরিচালককে লিখিতভাবে বিষয়টি অবহিত করেন। চলতি বছরের ৪ মার্চ মহা পরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইজারাদারের কাছে ৮ লাখ ৫ হাজার টাকা বকেয়া রয়েছে। বিষয়টি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতি সচিব আলতাফ হোসেন চৌধুরী ও চট্টগ্রাম জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
জানতে চাইলে মসজিদ কমপ্লেক্সের বর্তমান প্রকল্প পরিচালক মো. তৌহিদুল আনোয়ার বলেন, বর্তমানে জায়গাটি কোনো চুক্তি ছাড়াই আগের ইজারাদার মাহবুবুর রহমানের ছোট ভাই শফিকুল ইসলামের নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর কাছে প্রায় ৭ লাখ টাকা পাওনা রয়েছে।
নার্সারির মালিক মাবুবুর রহমান বলেন, ‘বয়সের কারণে আমি নার্সারিটি আর চালাতে পারি না। আমার ছোট ভাই শফিকুল এটি পরিচালনা করে। মসজিদের টাকা বকেয়া থাকার বিষটি আমার জানা নাই।’
জানতে চাইলে শফিকুল ইসলাম জানান, ‘এটা আমার ব্যক্তিগত ব্যবসা। এটা নিয়ে আপনাকে খোঁজ নিতে কে বলেছে?’
সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নাম ভাঙিয়ে কাউকেই মসজিদের জায়গা দখল করতে বলেননি।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৮ ঘণ্টা আগে