আজকের পত্রিকা ডেস্ক
জাপানে শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ শীর্ষ সম্মেলনের প্রথম দিন গত শুক্রবার বিশ্বনেতাদের আলোচনার বড় অংশজুড়ে ছিল ইউক্রেনের পরিস্থিতি ও রাশিয়াকে মোকাবিলার প্রসঙ্গ। এর মধ্যেই গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি৭ নেতাদের সঙ্গে আলোচনা করতে জাপানে গেছেন। রুশ বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা হামলা চালানোর জন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে আরও অস্ত্র সহায়তা চাইবেন তিনি।
গার্ডিয়ান বলছে, জাপানের স্থানীয় সময় গতকাল বিকেলে ফ্রান্স সরকারের একটি বিমানে করে হিরোশিমা শহরে পৌঁছান জেলেনস্কি। এ সময় বিমানবন্দরের ভেতরে ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। জাপানে পৌঁছানোর পরই একটি টুইট করেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ‘জাপান, জি৭, ইউক্রেনের বন্ধু ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে
আমাদের বিজয়ের জন্য নিরাপত্তা, আরও বেশি সহযোগিতা নিশ্চিত হবে, শান্তি আরও আমাদের নিকটবর্তী হবে।’ এদিকে জেলেনস্কি জাপানে আসার এক দিন আগেই জি৭ নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন আবার নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে নেতারা বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের মৌলিক নিয়ম ও নীতি লঙ্ঘনের জন্য সমগ্র বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করেছে।
আমরা ইউক্রেনের প্রতি আমাদের অটল সমর্থন পুনরায় নিশ্চিত করছি, যত দিন স্থায়ী শান্তি না আসে।’ এ ছাড়া জেলেনস্কির জাপান সফরের এক দিন আগে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ইউক্রেনকে এফ১৬-এর মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সম্মতি দেওয়ায় এখন যেকোনো মিত্র দেশ চাইলেই ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে পারবে।
এতে তারা কোনো ধরনের বাধাপ্রাপ্ত হবে না। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জি৭-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেন-জেলেনস্কির মধ্যকার বৈঠকটি কবে এবং কখন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন, যুদ্ধবিমান কীভাবে পাওয়া যাবে, এ ব্যাপারে জি৭ জোটের নেতাদের সঙ্গে কথা বলবেন।
হিরোশিমায় পৌঁছানোর পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একে অপরকে আলিঙ্গন করে অভিবাদন করার পরে ঋষি সুনাক জেলেনস্কিকে বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগছে।’ জেলেনস্কির পিঠ চাপড়ে সুনাক বলেন, ‘আপনি পেরেছেন।’
এদিকে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ইঙ্গিতের কড়া হুঁশিয়ারি জানিয়েছে মস্কো।
জাপানে শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭ শীর্ষ সম্মেলনের প্রথম দিন গত শুক্রবার বিশ্বনেতাদের আলোচনার বড় অংশজুড়ে ছিল ইউক্রেনের পরিস্থিতি ও রাশিয়াকে মোকাবিলার প্রসঙ্গ। এর মধ্যেই গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি৭ নেতাদের সঙ্গে আলোচনা করতে জাপানে গেছেন। রুশ বাহিনীর বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা হামলা চালানোর জন্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে আরও অস্ত্র সহায়তা চাইবেন তিনি।
গার্ডিয়ান বলছে, জাপানের স্থানীয় সময় গতকাল বিকেলে ফ্রান্স সরকারের একটি বিমানে করে হিরোশিমা শহরে পৌঁছান জেলেনস্কি। এ সময় বিমানবন্দরের ভেতরে ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। জাপানে পৌঁছানোর পরই একটি টুইট করেন জেলেনস্কি। এতে তিনি লিখেছেন, ‘জাপান, জি৭, ইউক্রেনের বন্ধু ও মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে
আমাদের বিজয়ের জন্য নিরাপত্তা, আরও বেশি সহযোগিতা নিশ্চিত হবে, শান্তি আরও আমাদের নিকটবর্তী হবে।’ এদিকে জেলেনস্কি জাপানে আসার এক দিন আগেই জি৭ নেতারা ইউক্রেনের প্রতি তাদের সমর্থন আবার নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে নেতারা বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের মৌলিক নিয়ম ও নীতি লঙ্ঘনের জন্য সমগ্র বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করেছে।
আমরা ইউক্রেনের প্রতি আমাদের অটল সমর্থন পুনরায় নিশ্চিত করছি, যত দিন স্থায়ী শান্তি না আসে।’ এ ছাড়া জেলেনস্কির জাপান সফরের এক দিন আগে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ইউক্রেনকে এফ১৬-এর মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন সম্মতি দেওয়ায় এখন যেকোনো মিত্র দেশ চাইলেই ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে পারবে।
এতে তারা কোনো ধরনের বাধাপ্রাপ্ত হবে না। এ ছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জি৭-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেন-জেলেনস্কির মধ্যকার বৈঠকটি কবে এবং কখন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানিয়েছেন, যুদ্ধবিমান কীভাবে পাওয়া যাবে, এ ব্যাপারে জি৭ জোটের নেতাদের সঙ্গে কথা বলবেন।
হিরোশিমায় পৌঁছানোর পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একে অপরকে আলিঙ্গন করে অভিবাদন করার পরে ঋষি সুনাক জেলেনস্কিকে বলেন, ‘আপনাকে দেখে ভালো লাগছে।’ জেলেনস্কির পিঠ চাপড়ে সুনাক বলেন, ‘আপনি পেরেছেন।’
এদিকে ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়ার ইঙ্গিতের কড়া হুঁশিয়ারি জানিয়েছে মস্কো।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে