সহায়িকা ডেস্ক
ফ্রান্স কেবল শিল্প-সাহিত্যের ঐতিহ্যের জন্য বিখ্যাত নয়, সংস্কৃতির পাশাপাশি শিক্ষাব্যবস্থাও অন্যান্য দেশের তুলনায় অনেক সমৃদ্ধ। ফলে বর্তমান সময়ে মানসম্মত উচ্চশিক্ষা লাভের জন্য অনেক বিদেশি শিক্ষার্থীই পশ্চিম ইউরোপের এ দেশটিতে পাড়ি জমাচ্ছেন। তা ছাড়া ফ্রান্সের শিক্ষার মান খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফ্রান্সের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে। পাশাপাশি রয়েছে স্কলারশিপের সুবিধাও। তেমনি বিদেশি শিক্ষার্থীদের জন্য দ্য এমিলি বাউটমি স্কলারশিপের ঘোষণা দিয়েছে ফ্রান্সের সরকারি বিশ্ববিদ্যালয় সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি।
১৮৭২ সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হওয়া এ বিশ্ববিদ্যালয়টি বিশ্ব র্যাঙ্কিংয়ের ১১২৫তম অবস্থানে অবস্থিত। যাঁদের একাডেমিক ফলাফল ভালো, যাঁরা এখানে পড়তে আসলেই আগ্রহী, সামাজিক কাজে ভূমিকা রাখেন এবং যাঁরা সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত, তাঁরাই ভর্তি হওয়ার সময় অগ্রাধিকার পান। স্নাতক পর্যায়ে ২০২৩ শিক্ষাবর্ষে এটি তিন বছর মেয়াদি একটি ফুল ফ্রি স্কলারশিপ। প্রতি তিনজন শিক্ষার্থীর একজনকে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয়।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
সুযোগ-সুবিধা
এই স্কলারশিপে টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়। আছে আবাসনব্যবস্থা এবং খেলাধুলার সুযোগ। স্নাতক পর্যায়ে চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের আর্থিক সুবিধা দেওয়া হয়। এগুলো হলো স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ১৪ লাখ ২৪ হাজার ৮৮৮ টাকা (১৩,১৯০ ইউরো); স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৯ লাখ ৫০ হাজার ৬৪৫ টাকা (৮,৮০০ ইউরো); স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৬ লাখ ৪৮ হাজার ১৬৭ টাকা (৬,০০০ ইউরো) ও স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৩ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা (৩,৬০০ ইউরো) আর্থিক সুবিধা দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের প্রক্রিয়া
আগ্রহীদের সায়েন্সেস পো ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। সেখানে দেওয়া একটি ভিডিও টিউটোরিয়ালে আবেদনের পদ্ধতি দেওয়া হবে। সেটা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের পর মোট চারটি ধাপে এখানের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। এই বিশ্ববিদ্যালয়ে তাঁরাই সুযোগ পান, যাঁদের উচ্চমাধ্যমিকে ফলাফল ভালো। একই সঙ্গে যাঁরা কথা বলার মাধ্যমে নিজেকে সবার সামনে তুলে ধরতে পারেন এবং লিখে তাঁদের উদ্দেশ্য বোঝাতে পারেন। সেই সঙ্গে জুরিবোর্ডকে বোঝাতে পারেন যে কেন তাঁকেই এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিতে হবে। একাডেমিক ফলাফলের ক্ষেত্রে কলেজের দুই বছরের ফলাফল এবং এইচএসসি বা ও লেভেলের ফলাফল লাগবে। সেই সঙ্গে প্রয়োজন শিক্ষকের রেকমেন্ডেশন লেটার। তিনটি আলাদা আলাদা রচনায় নিজের ব্যাকগ্রাউন্ড, আগ্রহ এবং মোটিভেশন সম্পর্কে লিখতে হবে। সবশেষে ভাইভা বোর্ডের মুখোমুখি হতে হবে।
ওয়েবসাইট: https://www.sciencespo.fr/en/
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি, ২০২৩।
অনুবাদ: মুসাররাত আবির
ফ্রান্স কেবল শিল্প-সাহিত্যের ঐতিহ্যের জন্য বিখ্যাত নয়, সংস্কৃতির পাশাপাশি শিক্ষাব্যবস্থাও অন্যান্য দেশের তুলনায় অনেক সমৃদ্ধ। ফলে বর্তমান সময়ে মানসম্মত উচ্চশিক্ষা লাভের জন্য অনেক বিদেশি শিক্ষার্থীই পশ্চিম ইউরোপের এ দেশটিতে পাড়ি জমাচ্ছেন। তা ছাড়া ফ্রান্সের শিক্ষার মান খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফ্রান্সের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে। পাশাপাশি রয়েছে স্কলারশিপের সুবিধাও। তেমনি বিদেশি শিক্ষার্থীদের জন্য দ্য এমিলি বাউটমি স্কলারশিপের ঘোষণা দিয়েছে ফ্রান্সের সরকারি বিশ্ববিদ্যালয় সায়েন্সেস পো (দ্য প্যারিস ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ) ইউনিভার্সিটি।
১৮৭২ সালে ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠিত হওয়া এ বিশ্ববিদ্যালয়টি বিশ্ব র্যাঙ্কিংয়ের ১১২৫তম অবস্থানে অবস্থিত। যাঁদের একাডেমিক ফলাফল ভালো, যাঁরা এখানে পড়তে আসলেই আগ্রহী, সামাজিক কাজে ভূমিকা রাখেন এবং যাঁরা সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত, তাঁরাই ভর্তি হওয়ার সময় অগ্রাধিকার পান। স্নাতক পর্যায়ে ২০২৩ শিক্ষাবর্ষে এটি তিন বছর মেয়াদি একটি ফুল ফ্রি স্কলারশিপ। প্রতি তিনজন শিক্ষার্থীর একজনকে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয়।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
সুযোগ-সুবিধা
এই স্কলারশিপে টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়। আছে আবাসনব্যবস্থা এবং খেলাধুলার সুযোগ। স্নাতক পর্যায়ে চার ক্যাটাগরিতে শিক্ষার্থীদের আর্থিক সুবিধা দেওয়া হয়। এগুলো হলো স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ১৪ লাখ ২৪ হাজার ৮৮৮ টাকা (১৩,১৯০ ইউরো); স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৯ লাখ ৫০ হাজার ৬৪৫ টাকা (৮,৮০০ ইউরো); স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৬ লাখ ৪৮ হাজার ১৬৭ টাকা (৬,০০০ ইউরো) ও স্নাতক পর্যায়ে (তিন বছর) প্রতিবছর প্রায় ৩ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা (৩,৬০০ ইউরো) আর্থিক সুবিধা দেওয়া হয়।
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের প্রক্রিয়া
আগ্রহীদের সায়েন্সেস পো ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। সেখানে দেওয়া একটি ভিডিও টিউটোরিয়ালে আবেদনের পদ্ধতি দেওয়া হবে। সেটা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের পর মোট চারটি ধাপে এখানের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। এই বিশ্ববিদ্যালয়ে তাঁরাই সুযোগ পান, যাঁদের উচ্চমাধ্যমিকে ফলাফল ভালো। একই সঙ্গে যাঁরা কথা বলার মাধ্যমে নিজেকে সবার সামনে তুলে ধরতে পারেন এবং লিখে তাঁদের উদ্দেশ্য বোঝাতে পারেন। সেই সঙ্গে জুরিবোর্ডকে বোঝাতে পারেন যে কেন তাঁকেই এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিতে হবে। একাডেমিক ফলাফলের ক্ষেত্রে কলেজের দুই বছরের ফলাফল এবং এইচএসসি বা ও লেভেলের ফলাফল লাগবে। সেই সঙ্গে প্রয়োজন শিক্ষকের রেকমেন্ডেশন লেটার। তিনটি আলাদা আলাদা রচনায় নিজের ব্যাকগ্রাউন্ড, আগ্রহ এবং মোটিভেশন সম্পর্কে লিখতে হবে। সবশেষে ভাইভা বোর্ডের মুখোমুখি হতে হবে।
ওয়েবসাইট: https://www.sciencespo.fr/en/
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি, ২০২৩।
অনুবাদ: মুসাররাত আবির
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে