জসিম উদ্দিন, নীলফামারী
নীলফামারীর ডোমারে বিএডিসির ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের ২৪০ একর জমিতে আউশ ধানের ভিত্তি বীজ উৎপাদন করা হয়েছে। ভালো ফলন হওয়ায় সেখানে ৩৫০ মেট্রিক টন ভিত্তি আউশ ধানবীজ উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।
এতে বীজ বাদেও অবীজ ধান পাওয়া যাবে প্রায় ৭০ মেট্রিক টন। সব মিলিয়ে এর বাজারমূল্য দুই কোটি টাকার ওপরে। এ পরিমাণ বীজ দিয়ে আউশ ধান চাষ করা যাবে ৩৫ হাজার একর জমিতে।
সংশ্লিষ্টরা বলছেন, ভিত্তি বীজ আলু উৎপাদনের জন্য ৬৫০ একর জমিতে বিএডিসির বিশেষায়িত খামার এটি। প্রতিবছর আলু চাষের পর সীমিত আকারে গম এবং কিছু জমিতে ধঞ্চে চাষ হলেও বেশির ভাগ জমি পড়ে থাকত। ‘এক ইঞ্চি জমি পতিত থাকবে না’—প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় এবার খামারের ২৪০ একর জমিতে আউশের ভিত্তি বীজ উৎপাদনের লক্ষ্যে বিনা-২১, ব্রি-৪৮ এবং ব্রি-৯৮ ধান চাষ করা হয়। এ ছাড়া আমন চাষ করা হয়েছে ৫৩ একর জমিতে। এতে একদিকে খরাসহিষ্ণু আউশ ধান বীজের সংকট কাটবে, অন্যদিকে বোরো–আমন মৌসুমের মধ্যবর্তী সময়ে কর্মহীন থাকা কৃষিশ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তা ছাড়া খামারে অসময়ে একটি ফসল উৎপাদনে বাড়তি আয় আসবে। কর্মকর্তারা ধারণা করছেন, এতে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, আগাছা কম হবে, বীজ আলু আবাদে চাষ কম লাগবে এবং রোগবালাই কমবে।
গত শনিবার দুপুরে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে অবস্থিত ডোমার ভিত্তি বীজ আলু খামারে গিয়ে দেখা যায়, সেখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে সোনালি পাকা ধানের মাঠ। কোথাও ধান কেটে জমিতে চাষ দেওয়া হয়েছে।
কথা হয় খামারের সহকারী পরিচালক সুব্রত মজুমদারের সঙ্গে। তিনি বলেন, ‘আগে খামারে জমিতে বছরে দুটি ফসল হতো। একটি ভিত্তি বীজ আলু, অন্যটি গম। এখন আউশ বীজধান আবাদ শুরু হওয়ায় বছরে তিনটি ফসল উৎপাদিত হচ্ছে।’
সুব্রত মজুমদার জানান, এখানে পাওয়া প্রতি টন বীজ ধানের দাম ৫০ হাজার টাকা হিসাবে প্রায় দুই কোটি টাকা আয় করা সম্ভব হবে। তিনি আরও জানান, অসময়ে ধান আবাদে দুই থেকে তিন শ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
খামারের কৃষিশ্রমিক সোনারায় ইউনিয়নের খামাতপাড়া গ্রামের আজিজুল হক বলেন, ‘আমরা ২৫০ থেকে ৩০০ শ্রমিক ৫০০ টাকা দিনমজুরিতে খামারে কাজ করি। কাজ থাকলে মজুরি পাই, না থাকলে পাই না। প্রতিবছর এ সময়টাতে খামারে কোনো কাজ থাকে না। ফলে অভাব-অনটনের মধ্যে দিন কাটত আমাদের। এবারে খামারে আউশ ধানের আবাদ হওয়ায় কাজ করতে পারছি, অভাব-অনটনও কেটে গেছে।’
খামারের উপপরিচালক মো. আবু তালেব মিঞা বলেন, ‘আউশ চাষের পর এই জমিগুলোতে আলু চাষ করলে ব্যাকটেরিয়া–জাতীয় রোগবালাই কমবে; পাশাপাশি মানসম্মত আউশ বীজের সংকট কাটবে।’
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কৃষকেরা সব সময় লাভ খোঁজেন। তাঁরা ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষ করছেন। কিন্তু আউশ আবাদে অনেক উর্বর জমির প্রয়োজন হয় না। সেচ খুবই কম লাগে। সে কারণে উৎপাদন খরচও কম। আউশ তুলে ওই জমিতে আগাম আলুসহ শীতকালীন সবজি চাষ করলে কৃষকেরা বেশি লাভবান হবেন। আউশ ধানের আবাদ বাড়ানোর ব্যাপারে আমরা কৃষকদের উৎসাহিত করছি।’
নীলফামারীর ডোমারে বিএডিসির ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের ২৪০ একর জমিতে আউশ ধানের ভিত্তি বীজ উৎপাদন করা হয়েছে। ভালো ফলন হওয়ায় সেখানে ৩৫০ মেট্রিক টন ভিত্তি আউশ ধানবীজ উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা।
এতে বীজ বাদেও অবীজ ধান পাওয়া যাবে প্রায় ৭০ মেট্রিক টন। সব মিলিয়ে এর বাজারমূল্য দুই কোটি টাকার ওপরে। এ পরিমাণ বীজ দিয়ে আউশ ধান চাষ করা যাবে ৩৫ হাজার একর জমিতে।
সংশ্লিষ্টরা বলছেন, ভিত্তি বীজ আলু উৎপাদনের জন্য ৬৫০ একর জমিতে বিএডিসির বিশেষায়িত খামার এটি। প্রতিবছর আলু চাষের পর সীমিত আকারে গম এবং কিছু জমিতে ধঞ্চে চাষ হলেও বেশির ভাগ জমি পড়ে থাকত। ‘এক ইঞ্চি জমি পতিত থাকবে না’—প্রধানমন্ত্রীর এমন নির্দেশনায় এবার খামারের ২৪০ একর জমিতে আউশের ভিত্তি বীজ উৎপাদনের লক্ষ্যে বিনা-২১, ব্রি-৪৮ এবং ব্রি-৯৮ ধান চাষ করা হয়। এ ছাড়া আমন চাষ করা হয়েছে ৫৩ একর জমিতে। এতে একদিকে খরাসহিষ্ণু আউশ ধান বীজের সংকট কাটবে, অন্যদিকে বোরো–আমন মৌসুমের মধ্যবর্তী সময়ে কর্মহীন থাকা কৃষিশ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তা ছাড়া খামারে অসময়ে একটি ফসল উৎপাদনে বাড়তি আয় আসবে। কর্মকর্তারা ধারণা করছেন, এতে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে, আগাছা কম হবে, বীজ আলু আবাদে চাষ কম লাগবে এবং রোগবালাই কমবে।
গত শনিবার দুপুরে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে অবস্থিত ডোমার ভিত্তি বীজ আলু খামারে গিয়ে দেখা যায়, সেখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে সোনালি পাকা ধানের মাঠ। কোথাও ধান কেটে জমিতে চাষ দেওয়া হয়েছে।
কথা হয় খামারের সহকারী পরিচালক সুব্রত মজুমদারের সঙ্গে। তিনি বলেন, ‘আগে খামারে জমিতে বছরে দুটি ফসল হতো। একটি ভিত্তি বীজ আলু, অন্যটি গম। এখন আউশ বীজধান আবাদ শুরু হওয়ায় বছরে তিনটি ফসল উৎপাদিত হচ্ছে।’
সুব্রত মজুমদার জানান, এখানে পাওয়া প্রতি টন বীজ ধানের দাম ৫০ হাজার টাকা হিসাবে প্রায় দুই কোটি টাকা আয় করা সম্ভব হবে। তিনি আরও জানান, অসময়ে ধান আবাদে দুই থেকে তিন শ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
খামারের কৃষিশ্রমিক সোনারায় ইউনিয়নের খামাতপাড়া গ্রামের আজিজুল হক বলেন, ‘আমরা ২৫০ থেকে ৩০০ শ্রমিক ৫০০ টাকা দিনমজুরিতে খামারে কাজ করি। কাজ থাকলে মজুরি পাই, না থাকলে পাই না। প্রতিবছর এ সময়টাতে খামারে কোনো কাজ থাকে না। ফলে অভাব-অনটনের মধ্যে দিন কাটত আমাদের। এবারে খামারে আউশ ধানের আবাদ হওয়ায় কাজ করতে পারছি, অভাব-অনটনও কেটে গেছে।’
খামারের উপপরিচালক মো. আবু তালেব মিঞা বলেন, ‘আউশ চাষের পর এই জমিগুলোতে আলু চাষ করলে ব্যাকটেরিয়া–জাতীয় রোগবালাই কমবে; পাশাপাশি মানসম্মত আউশ বীজের সংকট কাটবে।’
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘কৃষকেরা সব সময় লাভ খোঁজেন। তাঁরা ধানের চেয়ে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষ করছেন। কিন্তু আউশ আবাদে অনেক উর্বর জমির প্রয়োজন হয় না। সেচ খুবই কম লাগে। সে কারণে উৎপাদন খরচও কম। আউশ তুলে ওই জমিতে আগাম আলুসহ শীতকালীন সবজি চাষ করলে কৃষকেরা বেশি লাভবান হবেন। আউশ ধানের আবাদ বাড়ানোর ব্যাপারে আমরা কৃষকদের উৎসাহিত করছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে