সাজ্জাদ হোসেন, ঢাকা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তাপ লাগা জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ কমে ১০০ মার্কিন ডলারের নিচে নেমেছে। অয়েল প্রাইস ডট কমের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড চলতি মাসের ৭ তারিখে বিক্রি হয়েছিল ১০২.৫৭ ডলার প্রতি ব্যারেল। গতকাল ব্যারেলপ্রতি ১০.৯৭ মার্কিন ডলার কমে বিক্রি হচ্ছে ৯১.৬০ ডলারে।
বিশ্বব্যাপী জ্বালানি পণ্যের দাম পর্যবেক্ষণ ও পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান অয়েল প্রাইস ডট কমের তথ্য অনুসারে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে চীনে কঠোর বিধিনিষেধ আরোপের কারণে জ্বালানি তেলের চাহিদা কমে যায়। চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। এ সময় সরবরাহ ও চাহিদার ব্যাঘাত ঘটায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়ায় প্রতিব্যারেলে ১৩০ মার্কিন ডলার। জ্বালানি তেলের এই দাম ২০০৮ সালের পর থেকে এটাই সর্বোচ্চ।
জানা যায়, বাংলাদেশ ব্রেন্ট ক্রুড ও মার্বান ক্রুড তেল ব্যবহার করে। এ সব তেলের দামও কমেছে ব্যারেলপ্রতি ৫-৯ ডলার। যুক্তরাজ্যের ব্রেন্ট ক্রুড সপ্তাহের ব্যবধানে ৮.৯৮ ডলার দর হারিয়ে গতকাল বিক্রি হয়েছে ব্যারেলপ্রতি ৯৫.৪১ মার্কিন ডলারে।
মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল মার্বান ক্রুড ৭ জুলাই লেনদেন হয়েছে ব্যারেলপ্রতি ১০৫.৪২ ডলারে। গতকাল তা ৪.৭৭ ডলার দাম হারিয়ে বিক্রি হয়েছে ১০০.৬৫ ডলারে। ক্রুডের দাম কমার প্রভাব পড়তে পারে মোটরযানে ব্যবহৃত জ্বালানি তেলের ওপর। পেট্রল ও অকটেনের দাম কমতে যদিও সপ্তাহ খানেক সময় লাগবে। কারণ ক্রুড তেলকে বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করে মোটরযানে ব্যবহৃত তেলে রূপান্তরিত করা হয়। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এনার্জি জায়ান্ট শেভরনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ওইর্থ মনে করেন, জ্বালানি তেলের দামের এই নিম্নমুখী প্রবণতা খুবই ক্ষণস্থায়ী।
ডলার সংকটের প্রভাব বিপিসির ওপর
এদিকে ডলার সংকটের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেলের বিক্রেতাদের ঠিক সময়ে পাওনা পরিশোধ করতে পারছে না। তেলের দাম পরিশোধ এবং তেল আমদানির জন্য এলসি খুলতে গেলে ডলার সংকটের কারণে ব্যাংকগুলো গড়িমসি করছে বলে জানান বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ। তিনি বলেন, ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর টানাপোড়েনে তারা জ্বালানি তেলের মূল্য পরিশোধ নিয়ে সমস্যায় আছেন। এই বছরের এপ্রিল থেকে ডলার সংকটের কারণে এলসি খুলতে সমস্যা হচ্ছে।
বিপিসির চেয়ারম্যান বলেন, ‘ঠিকমতো টাকা পরিশোধ করতে না পারার কারণে আমাদের দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। জ্বালানি তেল সরবরাহকারীদের মধ্যে এমন একটা ধারণা যাচ্ছে যে, বাংলাদেশ টাকা পরিশোধ করতে পারছে না। আমরা ব্যাংকগুলোকে টাকা পরিশোধ করলেও তারা পাঠাচ্ছে ৫ দিন দেরি করে।’ ঠিকমতো টাকা পরিশোধে ব্যর্থ হলে জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যদি তেল সরবরাহ বন্ধ দেয় তাহলে দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের উত্তাপ লাগা জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ কমে ১০০ মার্কিন ডলারের নিচে নেমেছে। অয়েল প্রাইস ডট কমের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড চলতি মাসের ৭ তারিখে বিক্রি হয়েছিল ১০২.৫৭ ডলার প্রতি ব্যারেল। গতকাল ব্যারেলপ্রতি ১০.৯৭ মার্কিন ডলার কমে বিক্রি হচ্ছে ৯১.৬০ ডলারে।
বিশ্বব্যাপী জ্বালানি পণ্যের দাম পর্যবেক্ষণ ও পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান অয়েল প্রাইস ডট কমের তথ্য অনুসারে, করোনাভাইরাস নিয়ন্ত্রণে চীনে কঠোর বিধিনিষেধ আরোপের কারণে জ্বালানি তেলের চাহিদা কমে যায়। চীন হচ্ছে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ জ্বালানি তেল ব্যবহারকারী দেশ। এ সময় সরবরাহ ও চাহিদার ব্যাঘাত ঘটায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়ায় প্রতিব্যারেলে ১৩০ মার্কিন ডলার। জ্বালানি তেলের এই দাম ২০০৮ সালের পর থেকে এটাই সর্বোচ্চ।
জানা যায়, বাংলাদেশ ব্রেন্ট ক্রুড ও মার্বান ক্রুড তেল ব্যবহার করে। এ সব তেলের দামও কমেছে ব্যারেলপ্রতি ৫-৯ ডলার। যুক্তরাজ্যের ব্রেন্ট ক্রুড সপ্তাহের ব্যবধানে ৮.৯৮ ডলার দর হারিয়ে গতকাল বিক্রি হয়েছে ব্যারেলপ্রতি ৯৫.৪১ মার্কিন ডলারে।
মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল মার্বান ক্রুড ৭ জুলাই লেনদেন হয়েছে ব্যারেলপ্রতি ১০৫.৪২ ডলারে। গতকাল তা ৪.৭৭ ডলার দাম হারিয়ে বিক্রি হয়েছে ১০০.৬৫ ডলারে। ক্রুডের দাম কমার প্রভাব পড়তে পারে মোটরযানে ব্যবহৃত জ্বালানি তেলের ওপর। পেট্রল ও অকটেনের দাম কমতে যদিও সপ্তাহ খানেক সময় লাগবে। কারণ ক্রুড তেলকে বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করে মোটরযানে ব্যবহৃত তেলে রূপান্তরিত করা হয়। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এনার্জি জায়ান্ট শেভরনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ওইর্থ মনে করেন, জ্বালানি তেলের দামের এই নিম্নমুখী প্রবণতা খুবই ক্ষণস্থায়ী।
ডলার সংকটের প্রভাব বিপিসির ওপর
এদিকে ডলার সংকটের কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি তেলের বিক্রেতাদের ঠিক সময়ে পাওনা পরিশোধ করতে পারছে না। তেলের দাম পরিশোধ এবং তেল আমদানির জন্য এলসি খুলতে গেলে ডলার সংকটের কারণে ব্যাংকগুলো গড়িমসি করছে বলে জানান বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ। তিনি বলেন, ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর টানাপোড়েনে তারা জ্বালানি তেলের মূল্য পরিশোধ নিয়ে সমস্যায় আছেন। এই বছরের এপ্রিল থেকে ডলার সংকটের কারণে এলসি খুলতে সমস্যা হচ্ছে।
বিপিসির চেয়ারম্যান বলেন, ‘ঠিকমতো টাকা পরিশোধ করতে না পারার কারণে আমাদের দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। জ্বালানি তেল সরবরাহকারীদের মধ্যে এমন একটা ধারণা যাচ্ছে যে, বাংলাদেশ টাকা পরিশোধ করতে পারছে না। আমরা ব্যাংকগুলোকে টাকা পরিশোধ করলেও তারা পাঠাচ্ছে ৫ দিন দেরি করে।’ ঠিকমতো টাকা পরিশোধে ব্যর্থ হলে জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যদি তেল সরবরাহ বন্ধ দেয় তাহলে দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে