নৌকা পোড়ানো মামলার ৩৪ আসামির জামিন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০৭: ৪৪
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৪: ০৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা পোড়ানো মামলার গ্রেপ্তার ১ আসামি ছাড়া ৩৪ আসামিকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার লালমনিরহাটের অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে উপস্থিত হয়ে আসামিরা জামিন আবেদন করলে তা মঞ্জুর হয়।

আসামি পক্ষের আইনজীবী কে এম হুমায়ুন রেজা স্বপন জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমসহ ৩৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে নৌকা পোড়ানোর বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র রায়। মামলায় পুলিশ ১৩ নম্বর আসামি মো. দোলন মিয়াকে (৪০) গ্রেপ্তার করে। গতকাল এজাহার উল্লেখিত ৩৪ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণার অংশ হিসেবে ইউনিয়নের নওদাবাস মাদ্রাসার সামনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবর রহমানের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ের সামনে কাঠ ও কাগজের তৈরি নৌকা প্রদর্শন করা ছিল। গত বৃহস্পতিবার মধ্যরাতে কে বা কারা সেই নৌকা আগুনে পুড়িয়ে দেন এবং নির্বাচনী কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। শুক্রবার রাতে এ বিষয়ে থানায় একটি মামলা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত