নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘আম পাতা জোড়া-জোড়া
মারবো চাবুক চড়বো ঘোড়া
ওরে বুবু সরে দাঁড়া...’
এ ছড়াটি তো নিশ্চয় পড়েছ। কিন্তু পাগলা ঘোড়ার বুকের ভেতরে জমে থাকা কষ্টের কথা কি কখনো শুনেছ? ওরা অসুস্থ হলে কিংবা বয়সের ভারে শরীর দুর্বল হয়ে গেলে কী হয়, তা কি জানো? তুমি অসুস্থ হলে যেমন কষ্ট পাও, তেমনি ঘোড়াও পায়। কিন্তু ঘোড়া মনের জমানো কথাগুলো কাউকে বলতে পারে না। কিন্তু জানো কি, একটি ঘোড়া লেখক হাসান আজিজুল হকের কাছে তার জীবনের গল্প বলেছিল! আর সেই গল্পটিই তিনি লিখেছেন তোমাদের জন্য। সে বইটির নাম ‘লাল ঘোড়া আমি’।
‘সে অনেক আগের কথা, তখন আমার বয়স চার বছর। আজ আমি বুড়ো হতে চলেছি, এক কুড়ি বছর বয়স হলো। মানুষদের এক কুড়ি বছর বয়স কিছুই না। কিন্তু আমাদের জাতের, মানে ঘোড়াদের এক কুড়ি অনেক বয়স। আর কবছর পরেই থুড়থুড়ে বুড়ো হয়ে যাব। এখনই তো ভালো চলতে-ফিরতে পারি না। চার পায়েই বাত হয়েছে। পেছনের দুই পায়ের হাঁটু ফুলে ওলকপির মতো হয়ে গেছে। অমাবস্যা আর পূর্ণিমায় চার হাঁটুতে এমন রস জমে যে দাঁড়াতে পর্যন্ত পারি না।’ এভাবেই ঘোড়াটি তার গল্প বলেছিল। গল্পটা পড়লে তোমার মনে হবে যেন বইয়ের লাল ঘোড়াটি লেখকের কাছে তার পুরো জীবনকাহিনি বলেছে।
গল্পটি পড়তে পড়তে তুমি যেন ছুটতে থাকবে এক টগবগে ঘোড়ার পেছনে। সে ঘোড়াটি মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে দূর-দূরান্তে ছুটে চলছে। আর সঙ্গে যাচ্ছ তুমি। ঘোড়া অবলীলায় তোমাকে শোনাবে তার শৈশব ও কৈশোরের সোনালি সময়ের কথা। শোনাবে তার দুঃখগাথা। এ বইটি পড়তে চাইলে আজই অর্ডার করতে পারো বই বাজার কিংবা রকমারিতে। দাম ২০০ টাকা।
‘আম পাতা জোড়া-জোড়া
মারবো চাবুক চড়বো ঘোড়া
ওরে বুবু সরে দাঁড়া...’
এ ছড়াটি তো নিশ্চয় পড়েছ। কিন্তু পাগলা ঘোড়ার বুকের ভেতরে জমে থাকা কষ্টের কথা কি কখনো শুনেছ? ওরা অসুস্থ হলে কিংবা বয়সের ভারে শরীর দুর্বল হয়ে গেলে কী হয়, তা কি জানো? তুমি অসুস্থ হলে যেমন কষ্ট পাও, তেমনি ঘোড়াও পায়। কিন্তু ঘোড়া মনের জমানো কথাগুলো কাউকে বলতে পারে না। কিন্তু জানো কি, একটি ঘোড়া লেখক হাসান আজিজুল হকের কাছে তার জীবনের গল্প বলেছিল! আর সেই গল্পটিই তিনি লিখেছেন তোমাদের জন্য। সে বইটির নাম ‘লাল ঘোড়া আমি’।
‘সে অনেক আগের কথা, তখন আমার বয়স চার বছর। আজ আমি বুড়ো হতে চলেছি, এক কুড়ি বছর বয়স হলো। মানুষদের এক কুড়ি বছর বয়স কিছুই না। কিন্তু আমাদের জাতের, মানে ঘোড়াদের এক কুড়ি অনেক বয়স। আর কবছর পরেই থুড়থুড়ে বুড়ো হয়ে যাব। এখনই তো ভালো চলতে-ফিরতে পারি না। চার পায়েই বাত হয়েছে। পেছনের দুই পায়ের হাঁটু ফুলে ওলকপির মতো হয়ে গেছে। অমাবস্যা আর পূর্ণিমায় চার হাঁটুতে এমন রস জমে যে দাঁড়াতে পর্যন্ত পারি না।’ এভাবেই ঘোড়াটি তার গল্প বলেছিল। গল্পটা পড়লে তোমার মনে হবে যেন বইয়ের লাল ঘোড়াটি লেখকের কাছে তার পুরো জীবনকাহিনি বলেছে।
গল্পটি পড়তে পড়তে তুমি যেন ছুটতে থাকবে এক টগবগে ঘোড়ার পেছনে। সে ঘোড়াটি মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে দূর-দূরান্তে ছুটে চলছে। আর সঙ্গে যাচ্ছ তুমি। ঘোড়া অবলীলায় তোমাকে শোনাবে তার শৈশব ও কৈশোরের সোনালি সময়ের কথা। শোনাবে তার দুঃখগাথা। এ বইটি পড়তে চাইলে আজই অর্ডার করতে পারো বই বাজার কিংবা রকমারিতে। দাম ২০০ টাকা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৯ ঘণ্টা আগে