কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরের অধিকাংশ গবাদিপশু লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হচ্ছে। খামারিদের দাবি, উপজেলায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও প্রাণিসম্পদ অফিসের নেই কোনো তৎপরতা। এতে গ্রাম্য চিকিৎসকেরা আক্রান্ত পশুদের চিকিৎসা দিচ্ছেন নিষিদ্ধ ওষুধে।
কোটচাঁদপুর প্রাণিসম্পদ অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান বলেন, এলএসডি ভাইরাসজনিত চর্মরোগ। এ রোগে শুধু গরু ও মহিষ আক্রান্ত হয়, যা ৩ বছর আগে এ দেশে দেখা দিয়েছিল। গত ২ বছর দেখা না গেলেও এ বছরের জুলাই থেকে এর প্রাদুর্ভাব শুরু হয়। এর মধ্যে সেপ্টেম্বর মাসে বেশি গরু আক্রান্ত হয়েছে।
আতাউর রহমান আরও বলেন, ‘এই উপজেলায় ৩৯ হাজার ৭৮২টি গরু-মহিষ আছে। এগুলোর মধ্যে আমাদের রেকর্ড অনুযায়ী ৬৫৫টি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে হাতে গোনা কয়েকটি। তবে এর বাইরে আরও পশু আক্রান্ত ও মৃত্যু হতে পারে। তবে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। এ অফিসে যাঁরা বিভিন্ন প্রকল্পে কাজ করেন, তাঁরাও মানুষকে সচেতন করছেন।’
তবে এ কথা মানতে নারাজ উপজেলা তালসার গ্রামের আকিমুল ইসলাম সাজু। তিনি বলেন, ‘এ গ্রামের অনেক পশু আক্রান্ত হয়েছে। মারাও গেছে বেশ কয়েকটি। এ ছাড়া এখনো বাড়িতে ভুগছে অনেক পশু। এ পশুগুলোর চিকিৎসা দিচ্ছেন সার্টিফিকেটবিহীন স্থানীয় পশুচিকিৎসকেরা।’
সাজু আরও বলেন, এ রোগের প্রাদুর্ভাব বাড়ার পর থেকে প্রাণিসম্পদ অফিসের কাউকে দেখা যায়নি তালসারে। এ ছাড়া সচেতনতামূলক কোনো সভাও চোখে পড়েনি।
এ রোগের চিকিৎসা নিয়ে অফিসের এলডিডিপি প্রকল্পের বকুল আহম্মেদ বলেন, ‘এই ইউনিয়নে শতকরা ৭০-৮০টি গরুর এ রোগ ধরা পড়েছে। এতে মূলত ইরাসেফ ২ গ্রাম, পিপাভেট, কিটোফেন, ডেক্সামেট দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ চিকিৎসায় ভালো হতে কোনো গরুর তিন দিন, কোনো সাত দিন, আবার কোনো গরুর বেশি দিন সময় লাগছে।’
চিকিৎসা ব্যয় প্রসঙ্গে বকুল আহম্মেদ বলেন, ‘সব মিলিয়ে দিন ৪০০ থেকে ৪৫০ টাকা লাগছে। কিটোপ্রোফেন, অ্যান্টিবায়োটিক আর ডেক্সামেট ব্যবহার করছি। এ রোগে এসব ওষুধ ব্যবহার নিষিদ্ধ হলেও কেন ব্যবহার করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব না দিলে গরুর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই ব্যবহার করা।’
উপজেলা প্রাণিসম্পদ অফিসের ইআইপি প্রকল্পের রানা আহম্মেদও বলেছেন একই কথা। তিনিও নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন এ রোগের গরুগুলোকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত) ডা. রেজাউল করিম বলেন, ‘এ রোগে আক্রান্তের সংখ্যা বেশি। তবে মৃত্যুহার কম। এ রোগে ছোট বাছুরের মৃত্যুঝুঁকি বেশি থাকে।’
রেজাউল করিম আরও বলেন, এ রোগের তেমন কোনো চিকিৎসা নেই। সাপোর্টিং চিকিৎসা দিয়ে পশুকে সুস্থ করতে হবে। আর স্থানীয় চিকিৎসকদের নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে।’
ঝিনাইদহের কোটচাঁদপুরের অধিকাংশ গবাদিপশু লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হচ্ছে। খামারিদের দাবি, উপজেলায় এ রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও প্রাণিসম্পদ অফিসের নেই কোনো তৎপরতা। এতে গ্রাম্য চিকিৎসকেরা আক্রান্ত পশুদের চিকিৎসা দিচ্ছেন নিষিদ্ধ ওষুধে।
কোটচাঁদপুর প্রাণিসম্পদ অফিসের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান বলেন, এলএসডি ভাইরাসজনিত চর্মরোগ। এ রোগে শুধু গরু ও মহিষ আক্রান্ত হয়, যা ৩ বছর আগে এ দেশে দেখা দিয়েছিল। গত ২ বছর দেখা না গেলেও এ বছরের জুলাই থেকে এর প্রাদুর্ভাব শুরু হয়। এর মধ্যে সেপ্টেম্বর মাসে বেশি গরু আক্রান্ত হয়েছে।
আতাউর রহমান আরও বলেন, ‘এই উপজেলায় ৩৯ হাজার ৭৮২টি গরু-মহিষ আছে। এগুলোর মধ্যে আমাদের রেকর্ড অনুযায়ী ৬৫৫টি গরু এ রোগে আক্রান্ত হয়েছে। মারা গেছে হাতে গোনা কয়েকটি। তবে এর বাইরে আরও পশু আক্রান্ত ও মৃত্যু হতে পারে। তবে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছি। এ অফিসে যাঁরা বিভিন্ন প্রকল্পে কাজ করেন, তাঁরাও মানুষকে সচেতন করছেন।’
তবে এ কথা মানতে নারাজ উপজেলা তালসার গ্রামের আকিমুল ইসলাম সাজু। তিনি বলেন, ‘এ গ্রামের অনেক পশু আক্রান্ত হয়েছে। মারাও গেছে বেশ কয়েকটি। এ ছাড়া এখনো বাড়িতে ভুগছে অনেক পশু। এ পশুগুলোর চিকিৎসা দিচ্ছেন সার্টিফিকেটবিহীন স্থানীয় পশুচিকিৎসকেরা।’
সাজু আরও বলেন, এ রোগের প্রাদুর্ভাব বাড়ার পর থেকে প্রাণিসম্পদ অফিসের কাউকে দেখা যায়নি তালসারে। এ ছাড়া সচেতনতামূলক কোনো সভাও চোখে পড়েনি।
এ রোগের চিকিৎসা নিয়ে অফিসের এলডিডিপি প্রকল্পের বকুল আহম্মেদ বলেন, ‘এই ইউনিয়নে শতকরা ৭০-৮০টি গরুর এ রোগ ধরা পড়েছে। এতে মূলত ইরাসেফ ২ গ্রাম, পিপাভেট, কিটোফেন, ডেক্সামেট দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ চিকিৎসায় ভালো হতে কোনো গরুর তিন দিন, কোনো সাত দিন, আবার কোনো গরুর বেশি দিন সময় লাগছে।’
চিকিৎসা ব্যয় প্রসঙ্গে বকুল আহম্মেদ বলেন, ‘সব মিলিয়ে দিন ৪০০ থেকে ৪৫০ টাকা লাগছে। কিটোপ্রোফেন, অ্যান্টিবায়োটিক আর ডেক্সামেট ব্যবহার করছি। এ রোগে এসব ওষুধ ব্যবহার নিষিদ্ধ হলেও কেন ব্যবহার করছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব না দিলে গরুর চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই ব্যবহার করা।’
উপজেলা প্রাণিসম্পদ অফিসের ইআইপি প্রকল্পের রানা আহম্মেদও বলেছেন একই কথা। তিনিও নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে চিকিৎসা দিচ্ছেন এ রোগের গরুগুলোকে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত) ডা. রেজাউল করিম বলেন, ‘এ রোগে আক্রান্তের সংখ্যা বেশি। তবে মৃত্যুহার কম। এ রোগে ছোট বাছুরের মৃত্যুঝুঁকি বেশি থাকে।’
রেজাউল করিম আরও বলেন, এ রোগের তেমন কোনো চিকিৎসা নেই। সাপোর্টিং চিকিৎসা দিয়ে পশুকে সুস্থ করতে হবে। আর স্থানীয় চিকিৎসকদের নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে