জসীমউদ্দীন
জোড়া সাঁকোর ঠাকুরবাড়িতে একদিন বুড়ো বয়সে অবনীন্দ্রনাথ বললেন, ‘আয়, একটা রান্নার ক্লাস খোলা যাক। তোরা সব শিখবি। তারপর দেখিস, এক একজনের হাত থেকে এক এক রকমের রান্না বেরোচ্ছে, সব নিজের মতো।’
বাচ্চারা তাতে খুব আনন্দ পেল। একতলার দক্ষিণের বারান্দায় দোলনার বাগানের পাশে শুরু হলো ক্লাস। অবনীন্দ্রনাথ স্টোভ জ্বেলে রান্নার প্রথম পাঠ দিলেন। সেটা ছিল শুধুই আলুভাজা। যার যেমন ইচ্ছে আলু কেটে ফেলুক–এই হুকুম হলো। কেউ চাকা চাকা করে, কেউ সরু সরু, কেউ গোল গোল, যে যার মতো আলু কাটল। তারপর এই আলু দিয়েই হলো দেশি আলুভাজা, ফরাসি আলুর ‘সোতে’, ইংলিশ চিপস, কারওটা হলদে, কারওটা সাদাটে। সে এক কাণ্ড বটে!
সে সময় ঠাকুরবাড়ির শিশুরা একটা ক্লাব করতে চাইছিল। সে ক্লাবে একজন সভাপতি থাকবেন। জসীমউদ্দীন সেই ক্লাবের সভাপতি প্রার্থী। শর্ত ছিল, ভালো করে না খাওয়ালে জসীমউদ্দীনকে তারা ভোট দেবে না। জসীমউদ্দীন বললেন, ‘আমি তো গেঁয়ো মানুষ, রাজভোগ দিতে পারব না। তবে দেখি, কী করে পরিতুষ্ট করা যায়।’
বাচ্চাদের নিয়ে বাজারে গিয়ে ঘি, তেল, চিনি, ময়দা, সুজি, আলু, কিশমিশ, বাদাম সব কিনলেন তিনি। তারপর রান্না করলেন। রান্না হলো তোফা, কিন্তু তাতে মন ভরেনি বাচ্চাদের। কারণ, বাচ্চাদের মতে, ক্লাবের সভাপতি হওয়ার মতো খাওয়ানো হয়নি।
অবনীন্দ্রনাথ তা দেখলেন। বললেন, ‘আনাজপাতি কিছু বেঁচেছে?’
হ্যাঁ, বেঁচেছিল। ঘোষণা করলেন, ‘কাল আবার হবে ভোজ। বাড়তি যা আছে, তা দিয়েই আমি রাঁধব জোসী কাবাব।’
সুজি, বাদাম আর যা যা ছিল তাই দিয়ে প্রত্যেকের জন্য তৈরি হলো জোসী কাবাব। বাচ্চারা গরম-গরম জোসী কাবাব খেয়ে তারিফ করতে লাগল। এবারে আর জসীমউদ্দীনকে সভাপতি পদে ভোট দিতে কেউ আপত্তি করল না।
সূত্র: মোহনলাল গঙ্গোপাধ্যায়, দক্ষিণের বারান্দা, পৃষ্ঠা ১১৮-১২০
জোড়া সাঁকোর ঠাকুরবাড়িতে একদিন বুড়ো বয়সে অবনীন্দ্রনাথ বললেন, ‘আয়, একটা রান্নার ক্লাস খোলা যাক। তোরা সব শিখবি। তারপর দেখিস, এক একজনের হাত থেকে এক এক রকমের রান্না বেরোচ্ছে, সব নিজের মতো।’
বাচ্চারা তাতে খুব আনন্দ পেল। একতলার দক্ষিণের বারান্দায় দোলনার বাগানের পাশে শুরু হলো ক্লাস। অবনীন্দ্রনাথ স্টোভ জ্বেলে রান্নার প্রথম পাঠ দিলেন। সেটা ছিল শুধুই আলুভাজা। যার যেমন ইচ্ছে আলু কেটে ফেলুক–এই হুকুম হলো। কেউ চাকা চাকা করে, কেউ সরু সরু, কেউ গোল গোল, যে যার মতো আলু কাটল। তারপর এই আলু দিয়েই হলো দেশি আলুভাজা, ফরাসি আলুর ‘সোতে’, ইংলিশ চিপস, কারওটা হলদে, কারওটা সাদাটে। সে এক কাণ্ড বটে!
সে সময় ঠাকুরবাড়ির শিশুরা একটা ক্লাব করতে চাইছিল। সে ক্লাবে একজন সভাপতি থাকবেন। জসীমউদ্দীন সেই ক্লাবের সভাপতি প্রার্থী। শর্ত ছিল, ভালো করে না খাওয়ালে জসীমউদ্দীনকে তারা ভোট দেবে না। জসীমউদ্দীন বললেন, ‘আমি তো গেঁয়ো মানুষ, রাজভোগ দিতে পারব না। তবে দেখি, কী করে পরিতুষ্ট করা যায়।’
বাচ্চাদের নিয়ে বাজারে গিয়ে ঘি, তেল, চিনি, ময়দা, সুজি, আলু, কিশমিশ, বাদাম সব কিনলেন তিনি। তারপর রান্না করলেন। রান্না হলো তোফা, কিন্তু তাতে মন ভরেনি বাচ্চাদের। কারণ, বাচ্চাদের মতে, ক্লাবের সভাপতি হওয়ার মতো খাওয়ানো হয়নি।
অবনীন্দ্রনাথ তা দেখলেন। বললেন, ‘আনাজপাতি কিছু বেঁচেছে?’
হ্যাঁ, বেঁচেছিল। ঘোষণা করলেন, ‘কাল আবার হবে ভোজ। বাড়তি যা আছে, তা দিয়েই আমি রাঁধব জোসী কাবাব।’
সুজি, বাদাম আর যা যা ছিল তাই দিয়ে প্রত্যেকের জন্য তৈরি হলো জোসী কাবাব। বাচ্চারা গরম-গরম জোসী কাবাব খেয়ে তারিফ করতে লাগল। এবারে আর জসীমউদ্দীনকে সভাপতি পদে ভোট দিতে কেউ আপত্তি করল না।
সূত্র: মোহনলাল গঙ্গোপাধ্যায়, দক্ষিণের বারান্দা, পৃষ্ঠা ১১৮-১২০
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১১ ঘণ্টা আগে