রিমন রহমান, রাজশাহী
খাবার নিয়ে অপেক্ষায় কয়েকজন তরুণ। ঠিক দেড়টা নাগাদ সারি সারি রিকশা এসে থামতে শুরু করল। বুফে থেকে যেভাবে খাবার নেওয়া হয়, সেভাবেই লাইন ধরে ওয়ান টাইম থালায় খাবার নিতে শুরু করলেন রিকশা-অটোরিকশার চালকেরা। মুরগির মাংস, সবজি আর ডাল দিয়ে ভরপেট খেয়ে প্রত্যকে দিলেন ১৫ টাকা করে।
রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি এলাকায় সার্কিট হাউস সড়কের পাশে গতকাল শনিবার দুপুরে এমন দৃশ্যই দেখা গেল। ‘ফুড ফর রাইডার্স’ নামের একটি নতুন সংগঠন এভাবে মাত্র ১৫ টাকায় ভরপেট খাওয়াচ্ছে নিম্ন আয়ের মানুষের। ২ ফেব্রুয়ারি থেকে চলছে এ কার্যক্রম। রোজ বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত একই স্থানে এভাবে খাওয়ানো হয়।
শনিবার ১৫ টাকায় পেটপুরে খেয়ে গোদাগাড়ীর কদমশহর গ্রামের রিকশাচালক নাসির উদ্দিন বললেন, ‘১৫ টাকায় খাওয়া আছে মামা? হোটেলে মাংসই ১৫ টাকা ল্যাই। সে জায়গায় এখানে তো ১৫ টাকায় মাংস, ডাইল, সবজি দিয়্যা ভাত। খাইতে বইস্যা ভাত যত খুশি তত। কোনো বাধা নাই। এই যুগে এ রকুম তো পাওয়া যায় না।’
পাশেই খাচ্ছিলেন পবার মুরারীপুর গ্রামের অটোরিকশাচালক জিয়ারুল ইসলাম বললেন, ‘খাবারের মান খুব ভালো। একেবারে বাড়ির মতো।’ একই কথা বললেন গোদাগাড়ীর খেতুর গ্রামের রিকশাচালক শফিকুল ইসলাম। বললেন, ‘গরিবের লাইগ্যা এখনো মানুষ আছে!’
কয়েকজন স্বেচ্ছাসেবককে নিয়ে ‘ফুড ফর রাইডার্স’ করেছেন ইমতিয়াজ দীপন। কো-ফাউন্ডার হিসেবে আছেন নাইমুল ইসলাম সাকিব। ইমতিয়াজ জানালেন, শহরে তাঁর একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর লাভের একটি অংশ তিনি রিকশা-অটোরিকশার চালক, খাবার ডেলিভারি রাইডার্স ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের জন্য রেখে তা দিয়ে খাওয়াচ্ছেন। একেবারে বিনা পয়সায় দিলে অনেকেই খেতে আসবেন না ভেবে ১৫ টাকা নেওয়া হচ্ছে। ফলে যাঁরা খাচ্ছেন, তাঁরা কিনেই খাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবেই এখানে আসছেন। তাঁদের সঙ্গে কেউ চাল, ডাল কিংবা খাবার দিয়ে এ কার্যক্রমে যোগ দিতে চাইলে সঙ্গে নেবেন। তবে নগদ টাকা নেবেন না।
ইমতিয়াজ জানান, প্রতিদিন ভাত, ডাল আর সবজি থাকেই। আর সপ্তাহে তিন দিন থাকে মুরগির মাংস। এ ছাড়া দুই দিন মাছ এবং এক দিন থাকে ডিম। তাঁর রেস্তোরাঁতেই এসব রান্না হয়। কার্যক্রম শুরুর প্রথম দিনই তাঁরা ৫০ জনকে খাওয়ান। তারপর থেকে ৭০ জন করে আসছেন। এসব খাবারের জন্য তাঁদের ব্যয় হয় ৫০ থেকে ৬০ টাকা। ওয়ান টাইম গ্লাস আর থালার জন্য খরচ আরও ২ টাকা। করোনা পরিস্থিতির উন্নতি হলে ওয়ান টাইম থালা-গ্লাস বাদ দেবেন। তখন খরচটা আরেকটু কমবে। তাঁরা এভাবেই নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে চান।
খাবার নিয়ে অপেক্ষায় কয়েকজন তরুণ। ঠিক দেড়টা নাগাদ সারি সারি রিকশা এসে থামতে শুরু করল। বুফে থেকে যেভাবে খাবার নেওয়া হয়, সেভাবেই লাইন ধরে ওয়ান টাইম থালায় খাবার নিতে শুরু করলেন রিকশা-অটোরিকশার চালকেরা। মুরগির মাংস, সবজি আর ডাল দিয়ে ভরপেট খেয়ে প্রত্যকে দিলেন ১৫ টাকা করে।
রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি এলাকায় সার্কিট হাউস সড়কের পাশে গতকাল শনিবার দুপুরে এমন দৃশ্যই দেখা গেল। ‘ফুড ফর রাইডার্স’ নামের একটি নতুন সংগঠন এভাবে মাত্র ১৫ টাকায় ভরপেট খাওয়াচ্ছে নিম্ন আয়ের মানুষের। ২ ফেব্রুয়ারি থেকে চলছে এ কার্যক্রম। রোজ বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত একই স্থানে এভাবে খাওয়ানো হয়।
শনিবার ১৫ টাকায় পেটপুরে খেয়ে গোদাগাড়ীর কদমশহর গ্রামের রিকশাচালক নাসির উদ্দিন বললেন, ‘১৫ টাকায় খাওয়া আছে মামা? হোটেলে মাংসই ১৫ টাকা ল্যাই। সে জায়গায় এখানে তো ১৫ টাকায় মাংস, ডাইল, সবজি দিয়্যা ভাত। খাইতে বইস্যা ভাত যত খুশি তত। কোনো বাধা নাই। এই যুগে এ রকুম তো পাওয়া যায় না।’
পাশেই খাচ্ছিলেন পবার মুরারীপুর গ্রামের অটোরিকশাচালক জিয়ারুল ইসলাম বললেন, ‘খাবারের মান খুব ভালো। একেবারে বাড়ির মতো।’ একই কথা বললেন গোদাগাড়ীর খেতুর গ্রামের রিকশাচালক শফিকুল ইসলাম। বললেন, ‘গরিবের লাইগ্যা এখনো মানুষ আছে!’
কয়েকজন স্বেচ্ছাসেবককে নিয়ে ‘ফুড ফর রাইডার্স’ করেছেন ইমতিয়াজ দীপন। কো-ফাউন্ডার হিসেবে আছেন নাইমুল ইসলাম সাকিব। ইমতিয়াজ জানালেন, শহরে তাঁর একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর লাভের একটি অংশ তিনি রিকশা-অটোরিকশার চালক, খাবার ডেলিভারি রাইডার্স ও সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের জন্য রেখে তা দিয়ে খাওয়াচ্ছেন। একেবারে বিনা পয়সায় দিলে অনেকেই খেতে আসবেন না ভেবে ১৫ টাকা নেওয়া হচ্ছে। ফলে যাঁরা খাচ্ছেন, তাঁরা কিনেই খাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবেই এখানে আসছেন। তাঁদের সঙ্গে কেউ চাল, ডাল কিংবা খাবার দিয়ে এ কার্যক্রমে যোগ দিতে চাইলে সঙ্গে নেবেন। তবে নগদ টাকা নেবেন না।
ইমতিয়াজ জানান, প্রতিদিন ভাত, ডাল আর সবজি থাকেই। আর সপ্তাহে তিন দিন থাকে মুরগির মাংস। এ ছাড়া দুই দিন মাছ এবং এক দিন থাকে ডিম। তাঁর রেস্তোরাঁতেই এসব রান্না হয়। কার্যক্রম শুরুর প্রথম দিনই তাঁরা ৫০ জনকে খাওয়ান। তারপর থেকে ৭০ জন করে আসছেন। এসব খাবারের জন্য তাঁদের ব্যয় হয় ৫০ থেকে ৬০ টাকা। ওয়ান টাইম গ্লাস আর থালার জন্য খরচ আরও ২ টাকা। করোনা পরিস্থিতির উন্নতি হলে ওয়ান টাইম থালা-গ্লাস বাদ দেবেন। তখন খরচটা আরেকটু কমবে। তাঁরা এভাবেই নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে চান।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে