ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর রাতের অপেক্ষা ফুরাতে চলেছে ফুটবল অনুরাগীদের। মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। সপ্তাহখানেক আগে গ্রুপ পর্বের ড্রয়ের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিমের প্রতিযোগিতা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে কেন্দ্র করে এই মিমগুলো তৈরি করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। এবার গ্রুপ ‘সি’তে অন্তত একটি সাবেক চ্যাম্পিয়নের দৌড় শেষ হবে নকআউটের আগেই। অন্য গ্রুপগুলোতেও আছে রোমাঞ্চের রসদ। টুর্নামেন্টের গতিপথও বদলে দিতে পারে সেসব দ্বৈরথ। সেই ম্যাচগুলো নিয়েই এ আয়োজন।
লিভারপুল-নাপোলি
গ্রুপ ‘এ’
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে লিভারপুল-নাপোলির দ্বৈরথ পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমেও দেখা হয়েছিল এই দুই দলের। ইউরোপে লিভারপুল দাপট দেখালেও, নাপোলির বিপক্ষে অবশ্য সংগ্রাম করতে হয়েছে ‘অল রেড’দের। চার ম্যাচের দুটিতে জয় ও এক ম্যাচে ড্র করেছে ইতালিয়ান ক্লাবটি। এবার সিরি ‘আ’তে দুই ম্যাচের দুটিতে জিতে দারুণ শুরু করেছে নাপোলি। আর লিভারপুল এখনো জয়ের দেখা পায়নি। পাশাপাশি গ্রুপে আয়াক্সের উপস্থিতি বাড়িয়ে দিতে পারে রোমাঞ্চ। তাই নাপোলি-লিভারপুলের দুই লেগের ওপর এই গ্রুপের ভাগ্যের অনেকটাই নির্ভর করছে।
চেলসি-এসি মিলান
গ্রুপ ‘ই’
গ্রুপের দুই প্রতিপক্ষ সহজ হলেও, এসি মিলানের সঙ্গে লড়াইটা সহজ হবে না চেলসির। বড় কোনো অঘটন না ঘটলে চেলসি-মিলান হয়তো গ্রুপসেরা হওয়ার জন্যই লড়বে। চেলসির মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি। মালিকানা বদলের পর দল গুছাতেও হিমশিম খেতে হয়েছে ব্লুজদের। আর এসি মিলানের শুরুটাও হয়েছে অম্ল-মধুর। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সেরাটা দিয়েই এগিয়ে যেতে চাইবে দুই দল। যেখানে সান সিরো ও স্ট্যামফোর্ড ব্রিজের দুই ম্যাচে জেতার জন্য উন্মুখ থাকবে দুই দল, যা কি না লড়াইয়ের উত্তাপকে আরও বাড়িয়ে দিতে পারে।
ম্যানসিটি-ডর্টমুন্ড
গ্রুপ ‘জি’
ড্রয়ের পর থেকে আলোচনায় ‘জি’ গ্রুপের ম্যানচেস্টার সিটি ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ। বিশেষ করে আর্লিং হালান্ডের কারণেই এই ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে বেশি। ডর্টমুন্ড ছেড়ে আসার পর এ মৌসুমেই সাবেক ক্লাবের দেখা পেয়ে যাচ্ছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে জার্মান বুন্দেসলিগায় ডর্টমুন্ড দারুণ ছন্দে থাকায় চ্যাম্পিয়নস লিগে সিটির জন্য লড়াইটা খুব সহজ হবে না। আর হালান্ডের জন্য সিগনাল ইদুনা পার্কে ফেরার চাপও আছে। সব মিলিয়ে লড়াইয়ের আগেই উত্তাপ ছড়াচ্ছে হালান্ডের সাবেক ও বর্তমান ক্লাবের এই দুই ম্যাচ।
পিএসজি-জুভেন্টাস
গ্রুপ ‘এইচ’
হালান্ডের মতো একই আবেগ দ্বারা তাড়িত হতে পারেন দি মারিয়াও। তিনিও গ্রুপ পর্বে পেয়ে যাচ্ছেন সাবেক ক্লাব পিএসজিকে। যেখানে এত দিন মেসি-নেইমার-এমবাপ্পের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়েছেন, সেখানে এবার তাঁর লড়াইটা হবে সাবেক সতীর্থদের পেছনে ফেলার। তারকাসমৃদ্ধ দল হলেও চ্যাম্পিয়নস লিগে বরাবরই অস্বস্তিতে থাকে পিএসজি। সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রুপ ‘এইচ’ থেকে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে যেতে চাইবে ‘তুরিনের বুড়ি’রা। তবে এমন ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয় তা জানা আছে মেসি-নেইমারদের। সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের দেখা মিলতে পারে এই দুই ম্যাচে।
বার্সেলোনা-বায়ার্ন
গ্রুপ ‘সি’
সম্ভবত গ্রুপ পর্বে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি অপেক্ষা করছে গ্রুপ ‘সি’তে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ম্যাচটি নিয়ে ইতিমধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এদিকে লেভানডফস্কির পুরোনো ক্লাবের সঙ্গে দেখা হওয়া এবং অন্যদিকে বায়ার্নের বিপক্ষে বার্সার ৮-২ গোলের পুরোনো হারের স্মৃতি; সব মিলিয়ে লড়াইয়ের আগেই যেন অনেক লড়াইয়ের সাক্ষী হচ্ছে এই দুই ম্যাচ। বার্সা যেখানে চাইবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে, সেখানে বায়ার্নের চ্যালেঞ্জ লেভাকে ছাড়াই শ্রেষ্ঠত্ব প্রমাণের। সঙ্গে ইন্টার মিলানের উপস্থিতি এই গ্রুপের উত্তেজনাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। যেখানে একটি দলের বিদায় নিশ্চিত হবে নকআউটের আগেই।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর রাতের অপেক্ষা ফুরাতে চলেছে ফুটবল অনুরাগীদের। মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। সপ্তাহখানেক আগে গ্রুপ পর্বের ড্রয়ের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিমের প্রতিযোগিতা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোকে কেন্দ্র করে এই মিমগুলো তৈরি করছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। এবার গ্রুপ ‘সি’তে অন্তত একটি সাবেক চ্যাম্পিয়নের দৌড় শেষ হবে নকআউটের আগেই। অন্য গ্রুপগুলোতেও আছে রোমাঞ্চের রসদ। টুর্নামেন্টের গতিপথও বদলে দিতে পারে সেসব দ্বৈরথ। সেই ম্যাচগুলো নিয়েই এ আয়োজন।
লিভারপুল-নাপোলি
গ্রুপ ‘এ’
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে লিভারপুল-নাপোলির দ্বৈরথ পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। এর আগে ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমেও দেখা হয়েছিল এই দুই দলের। ইউরোপে লিভারপুল দাপট দেখালেও, নাপোলির বিপক্ষে অবশ্য সংগ্রাম করতে হয়েছে ‘অল রেড’দের। চার ম্যাচের দুটিতে জয় ও এক ম্যাচে ড্র করেছে ইতালিয়ান ক্লাবটি। এবার সিরি ‘আ’তে দুই ম্যাচের দুটিতে জিতে দারুণ শুরু করেছে নাপোলি। আর লিভারপুল এখনো জয়ের দেখা পায়নি। পাশাপাশি গ্রুপে আয়াক্সের উপস্থিতি বাড়িয়ে দিতে পারে রোমাঞ্চ। তাই নাপোলি-লিভারপুলের দুই লেগের ওপর এই গ্রুপের ভাগ্যের অনেকটাই নির্ভর করছে।
চেলসি-এসি মিলান
গ্রুপ ‘ই’
গ্রুপের দুই প্রতিপক্ষ সহজ হলেও, এসি মিলানের সঙ্গে লড়াইটা সহজ হবে না চেলসির। বড় কোনো অঘটন না ঘটলে চেলসি-মিলান হয়তো গ্রুপসেরা হওয়ার জন্যই লড়বে। চেলসির মৌসুমের শুরুটা একেবারেই ভালো হয়নি। মালিকানা বদলের পর দল গুছাতেও হিমশিম খেতে হয়েছে ব্লুজদের। আর এসি মিলানের শুরুটাও হয়েছে অম্ল-মধুর। সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের সেরাটা দিয়েই এগিয়ে যেতে চাইবে দুই দল। যেখানে সান সিরো ও স্ট্যামফোর্ড ব্রিজের দুই ম্যাচে জেতার জন্য উন্মুখ থাকবে দুই দল, যা কি না লড়াইয়ের উত্তাপকে আরও বাড়িয়ে দিতে পারে।
ম্যানসিটি-ডর্টমুন্ড
গ্রুপ ‘জি’
ড্রয়ের পর থেকে আলোচনায় ‘জি’ গ্রুপের ম্যানচেস্টার সিটি ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ। বিশেষ করে আর্লিং হালান্ডের কারণেই এই ম্যাচ নিয়ে আলোচনা হচ্ছে বেশি। ডর্টমুন্ড ছেড়ে আসার পর এ মৌসুমেই সাবেক ক্লাবের দেখা পেয়ে যাচ্ছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে জার্মান বুন্দেসলিগায় ডর্টমুন্ড দারুণ ছন্দে থাকায় চ্যাম্পিয়নস লিগে সিটির জন্য লড়াইটা খুব সহজ হবে না। আর হালান্ডের জন্য সিগনাল ইদুনা পার্কে ফেরার চাপও আছে। সব মিলিয়ে লড়াইয়ের আগেই উত্তাপ ছড়াচ্ছে হালান্ডের সাবেক ও বর্তমান ক্লাবের এই দুই ম্যাচ।
পিএসজি-জুভেন্টাস
গ্রুপ ‘এইচ’
হালান্ডের মতো একই আবেগ দ্বারা তাড়িত হতে পারেন দি মারিয়াও। তিনিও গ্রুপ পর্বে পেয়ে যাচ্ছেন সাবেক ক্লাব পিএসজিকে। যেখানে এত দিন মেসি-নেইমার-এমবাপ্পের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়েছেন, সেখানে এবার তাঁর লড়াইটা হবে সাবেক সতীর্থদের পেছনে ফেলার। তারকাসমৃদ্ধ দল হলেও চ্যাম্পিয়নস লিগে বরাবরই অস্বস্তিতে থাকে পিএসজি। সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রুপ ‘এইচ’ থেকে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে যেতে চাইবে ‘তুরিনের বুড়ি’রা। তবে এমন ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয় তা জানা আছে মেসি-নেইমারদের। সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের দেখা মিলতে পারে এই দুই ম্যাচে।
বার্সেলোনা-বায়ার্ন
গ্রুপ ‘সি’
সম্ভবত গ্রুপ পর্বে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি অপেক্ষা করছে গ্রুপ ‘সি’তে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ম্যাচটি নিয়ে ইতিমধ্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এদিকে লেভানডফস্কির পুরোনো ক্লাবের সঙ্গে দেখা হওয়া এবং অন্যদিকে বায়ার্নের বিপক্ষে বার্সার ৮-২ গোলের পুরোনো হারের স্মৃতি; সব মিলিয়ে লড়াইয়ের আগেই যেন অনেক লড়াইয়ের সাক্ষী হচ্ছে এই দুই ম্যাচ। বার্সা যেখানে চাইবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে, সেখানে বায়ার্নের চ্যালেঞ্জ লেভাকে ছাড়াই শ্রেষ্ঠত্ব প্রমাণের। সঙ্গে ইন্টার মিলানের উপস্থিতি এই গ্রুপের উত্তেজনাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। যেখানে একটি দলের বিদায় নিশ্চিত হবে নকআউটের আগেই।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে