তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের তাড়াইলে চল্লিশ দিনের কর্মসূচির (ইজিপিপি) আওতায় চলমান প্রকল্পে শ্রমিকের বদলে খননযন্ত্র দিয়ে মাটি ভরাটের কাজ করা হচ্ছে। উপজেলার দিগদাইড় ইউপির ৮ নম্বর ওয়ার্ডে এই কাজ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, অতি দরিদ্রদের জন্য চল্লিশ দিনের কর্মসূচিতে (ইজিপিপি) শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা থাকলেও খননযন্ত্র দিয়ে নামমাত্র খরচে মাটি কাটার কাজ করে প্রকল্পের টাকা আত্মসাতের পাঁয়তারা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বলছে, আইনে আছে শ্রমিক দিয়ে মাটি কাটাতে হবে। তবে খনন যন্ত্র দিয়ে মাটি কাটলে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ জানা গেছে,২০২১-২২ অর্থ বছরের কাজের কাজের বিনিময়ে টাকা প্রকল্পের ২য় পর্যায়ের উন্নয়নমূলক কাজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে। দিগদাইড় ইউনিয়ন ইজিপিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজে শ্রমিকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে খনন যন্ত্র।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া শহীদ মিয়ার বাড়ি থেকে হারুন মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গায় খনন যন্ত্র দিয়ে মাটি ভরাট করা হচ্ছে। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে এই কাজের জন্য ৪১ জন শ্রমিকের জন্য চল্লিশ দিনের কাজ বাবদ ৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু প্রকল্প এলাকার হত দরিদ্রদের কাজ না দিয়ে প্রকল্প সভাপতি ইউপি সদস্য এরশাদ উদ্দিন খনন যন্ত্র দিয়ে মাটি কাটার কাজ করাচ্ছেন।
এ ব্যাপারে প্রকল্প সভাপতি এরশাদ উদ্দিনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদের নির্দেশে শ্রমিকের বদলে খনন যন্ত্র দিয়ে কাজ করা হচ্ছে। চেয়ারম্যানের।
এ ব্যাপারে ওই ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপজেলা বিআরডিবির অফিসার লিটন মোহন দে বলেন, ‘আমি শুনেছি ওই প্রকল্পের ট্যাগ অফিসারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তবে ওইখানে কাজ হচ্ছে কী না বা কবে থেকে কাজ শুরু হয়েছে তার কিছুই আমি জানি না। কাজ শুরু হয়ে থাকলে আমাকে জানানো হয়নি। সুতরাং এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না।’
এ নিয়ে জানতে দিগদাইড় ইউপির চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ ফোন করা হয়। সামনাসামনি কথা বলবেন জানিয়ে তিনি ফোন কেটে দেওয়ায় তাঁর মন্তব্য জানা যায়নি।
এ নিয়ে জানতে চাইলে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব বলেন, ‘আইনে আছে শ্রমিক দিয়ে মাটি কাটাতে হবে। তবে ভেকু দিয়ে মাটি কাটলে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
কিশোরগঞ্জের তাড়াইলে চল্লিশ দিনের কর্মসূচির (ইজিপিপি) আওতায় চলমান প্রকল্পে শ্রমিকের বদলে খননযন্ত্র দিয়ে মাটি ভরাটের কাজ করা হচ্ছে। উপজেলার দিগদাইড় ইউপির ৮ নম্বর ওয়ার্ডে এই কাজ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, অতি দরিদ্রদের জন্য চল্লিশ দিনের কর্মসূচিতে (ইজিপিপি) শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা থাকলেও খননযন্ত্র দিয়ে নামমাত্র খরচে মাটি কাটার কাজ করে প্রকল্পের টাকা আত্মসাতের পাঁয়তারা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস বলছে, আইনে আছে শ্রমিক দিয়ে মাটি কাটাতে হবে। তবে খনন যন্ত্র দিয়ে মাটি কাটলে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ জানা গেছে,২০২১-২২ অর্থ বছরের কাজের কাজের বিনিময়ে টাকা প্রকল্পের ২য় পর্যায়ের উন্নয়নমূলক কাজ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে। দিগদাইড় ইউনিয়ন ইজিপিপির মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজে শ্রমিকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে খনন যন্ত্র।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া শহীদ মিয়ার বাড়ি থেকে হারুন মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বিভিন্ন জায়গায় খনন যন্ত্র দিয়ে মাটি ভরাট করা হচ্ছে। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে এই কাজের জন্য ৪১ জন শ্রমিকের জন্য চল্লিশ দিনের কাজ বাবদ ৬ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু প্রকল্প এলাকার হত দরিদ্রদের কাজ না দিয়ে প্রকল্প সভাপতি ইউপি সদস্য এরশাদ উদ্দিন খনন যন্ত্র দিয়ে মাটি কাটার কাজ করাচ্ছেন।
এ ব্যাপারে প্রকল্প সভাপতি এরশাদ উদ্দিনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদের নির্দেশে শ্রমিকের বদলে খনন যন্ত্র দিয়ে কাজ করা হচ্ছে। চেয়ারম্যানের।
এ ব্যাপারে ওই ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপজেলা বিআরডিবির অফিসার লিটন মোহন দে বলেন, ‘আমি শুনেছি ওই প্রকল্পের ট্যাগ অফিসারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তবে ওইখানে কাজ হচ্ছে কী না বা কবে থেকে কাজ শুরু হয়েছে তার কিছুই আমি জানি না। কাজ শুরু হয়ে থাকলে আমাকে জানানো হয়নি। সুতরাং এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না।’
এ নিয়ে জানতে দিগদাইড় ইউপির চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভূঁইয়া আসাদ ফোন করা হয়। সামনাসামনি কথা বলবেন জানিয়ে তিনি ফোন কেটে দেওয়ায় তাঁর মন্তব্য জানা যায়নি।
এ নিয়ে জানতে চাইলে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব বলেন, ‘আইনে আছে শ্রমিক দিয়ে মাটি কাটাতে হবে। তবে ভেকু দিয়ে মাটি কাটলে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে