বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ে টানা বৃষ্টিপাতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজে বের হতে না পেরে অলস সময় কাটাচ্ছেন তাঁরা। এ ছাড়া অনেক এলাকায় ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এতে আমন আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। এমন বৃষ্টিপাত আরও কয়েক দিন স্থায়ী থাকলে খাবার সংকটে পড়বে নিম্ন আয়ের মানুষ।
পঞ্চগড় পৌর শহরের রাজমিস্ত্রি মনসুর আলম বলেন, ‘তিন স্থানে কাজ চলছে। প্রতিদিন ২৮ জন শ্রমিক কাজ করেন। টানা বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখতে হচ্ছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকলে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। এমনিতেই তিন দিন ধরে বসে আছে শ্রমিকেরা।’
জেলা সদরের মাগুড়া ইউনিয়নের রিকশাচালক আশ্রাব জানান, ‘সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ২০ টাকা ভাড়া মারি। অথচ খোলাবাজারে এক কেজি চাল কিনতে হলেও ৩৫ টাকা দরকার।’
পঞ্চগড় পৌরসভার ব্যারিস্টার বাজারের ভ্যানচালক এরশাদ হোসেন জানান, পানির কারণে তিনি গতকাল সকাল থেকে এখন দুপুর ১২টা পর্যন্ত কোনো টাকা আয় করতে পারেননি।
আটোয়ারী উপজেলায় বলরামপুর এলাকার কৃষক দেলোয়ার হোসেন জানান, কয়েক দিনের বৃষ্টিতে নিচু জমির খেত তলিয়ে গেছে। পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে আমনখেত।
তেঁতুলিয়া আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত পর্যবেক্ষণ কর্মকর্তা রাসেল শাহ জানান, কয়েক দিনে আড়াই শ মিলিমিটার বৃষ্টি হয়। আরও কয়েক দিন এই বৃষ্টি অব্যাহত থাকবে। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা না-ও মিলতে পারে।
পঞ্চগড়ে টানা বৃষ্টিপাতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কাজে বের হতে না পেরে অলস সময় কাটাচ্ছেন তাঁরা। এ ছাড়া অনেক এলাকায় ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এতে আমন আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। এমন বৃষ্টিপাত আরও কয়েক দিন স্থায়ী থাকলে খাবার সংকটে পড়বে নিম্ন আয়ের মানুষ।
পঞ্চগড় পৌর শহরের রাজমিস্ত্রি মনসুর আলম বলেন, ‘তিন স্থানে কাজ চলছে। প্রতিদিন ২৮ জন শ্রমিক কাজ করেন। টানা বৃষ্টির কারণে কাজ বন্ধ রাখতে হচ্ছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকলে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। এমনিতেই তিন দিন ধরে বসে আছে শ্রমিকেরা।’
জেলা সদরের মাগুড়া ইউনিয়নের রিকশাচালক আশ্রাব জানান, ‘সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ২০ টাকা ভাড়া মারি। অথচ খোলাবাজারে এক কেজি চাল কিনতে হলেও ৩৫ টাকা দরকার।’
পঞ্চগড় পৌরসভার ব্যারিস্টার বাজারের ভ্যানচালক এরশাদ হোসেন জানান, পানির কারণে তিনি গতকাল সকাল থেকে এখন দুপুর ১২টা পর্যন্ত কোনো টাকা আয় করতে পারেননি।
আটোয়ারী উপজেলায় বলরামপুর এলাকার কৃষক দেলোয়ার হোসেন জানান, কয়েক দিনের বৃষ্টিতে নিচু জমির খেত তলিয়ে গেছে। পানিতে তলিয়ে থাকায় নষ্ট হচ্ছে আমনখেত।
তেঁতুলিয়া আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত পর্যবেক্ষণ কর্মকর্তা রাসেল শাহ জানান, কয়েক দিনে আড়াই শ মিলিমিটার বৃষ্টি হয়। আরও কয়েক দিন এই বৃষ্টি অব্যাহত থাকবে। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা না-ও মিলতে পারে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে