নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীত আসতে আরও দুই মাস বাকি। তবে এর মধ্যেই বাজারে আসতে শুরু করেছে নানা ধরনের শীতের সবজি। রাজধানীর প্রতিটি বাজারেই চোখে পড়ছে ডালা ভরে রাখা মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি ও গাজর। এসব আগাম শীতকালীন সবজি বিক্রি হচ্ছে চড়া দামে।
ক্রেতারা বাড়তি দাম নেওয়ার অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় শীতের সবজি একটু বেশি দামে বিক্রি হচ্ছে, তবে দু-এক সপ্তাহের মধ্যে এই দাম কমে যাবে।
এদিকে বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে মাছ ও ডিমের দাম। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার, বঙ্গবাজার এবং রামপুরা কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
কারওয়ান বাজারে সবজি বিক্রেতা শামসুল ইসলামের দোকানে শিম, শালগম ও নতুন আলু প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং মাঝারি আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে গতকাল। তাঁর দোকানে বেগুন, গাজর, মুলা ও বরবটির কেজি চাওয়া হয় মানভেদে ৮০ থেকে ১০০ টাকা। কাঁকরোল, চিচিঙ্গা, শসা, ঝিঙে, ঢ্যাঁড়স ও পটোলের দামও কম নয়। এসব সবজি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আড়াই শ গ্রাম কাঁচা মরিচের দাম নেওয়া হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা।
বেশি দাম প্রসঙ্গে শামসুল ইসলাম বলেন, শীত যত বাড়বে, শীতের সবজির সরবরাহ তত বাড়তে থাকবে। তখন দাম কমবে।
এদিকে কয়েক দিনের ব্যবধানে বাজারে আবার বেড়েছে ডিমের দাম। রাজধানীর বঙ্গবাজারে প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়। এ বাজারের ডিম ব্যবসায়ী কাউসার বলেন, কিছুদিন আগে ডিমের ডজন ১৬০ টাকা হয়েছিল। দাম বেশি হওয়ার কারণে সে সময় ডিমের চাহিদা কমে যায়। এ কারণে ডিমের দাম ডজন ১২০ টাকায় নেমে আসে। তবে এখন আবার ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে।
হঠাৎ বেড়েছে মাছের দামও। গতকাল রামপুরা কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে চাপিলা মাছ। এর কেজিও দেড় শ টাকার নিচে নয়। ছোট আকারের রুই মাছের কেজি ৩২০ টাকা, যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ২৮০ থেকে ২৯০ টাকায়। পাবদা মাছের দাম সর্বনিম্ন ৪৫০ থেকে শুরু করে আকারভেদে ৬০০ টাকা কেজি। বেলে মাছ ৭৫০ টাকা কেজি। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। এ ছাড়া চিংড়ি ৪০০ থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেলাপিয়া, পাঙাশের কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। কই মাছ ২০০ থেকে ২৫০ টাকা।
মাছবিক্রেতা সাইফুল ইসলাম বলেন, মাছের একেক সময় একেক দাম, সরবরাহ বেশি থাকলে দাম কমের দিকে থাকে। এ ছাড়া এখন ইলিশ ধরা কিংবা বিক্রি করা নিষিদ্ধ থাকায় অন্য মাছের দাম কিছুটা বেড়েছে।
বাজারে সবজিসহ মাছ ও ডিমের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। কারওয়ান বাজারে আসা ক্রেতা নুরুন নাহার খানম বলেন, দিন দিন বাজারে সবকিছুর দাম বেড়েই চলছে। এমন চলতে থাকলে কয়েক দিন পর না খেয়ে থাকতে হবে। এ সময় তিনি সরকারের কাছে বাজার তদারকি বাড়ানোর দাবি জানান।
বাজারে সবজিসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে পণ্য পরিবহন ও সংরক্ষণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, আমাদের কৃষকেরা যে কাঁচা পণ্য উৎপাদন করেন, সেগুলোর সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা উচিত। কিন্তু সেটা আমাদের পরিবহনের ক্ষেত্রেও হয়নি, বাজারজাতকরণের ক্ষেত্রেও হয়নি। কারণ, আমাদের নিত্যপণ্যগুলোর হাতবদল বেশি হয়, লাভের বেশি অংশই নিয়ে নেন মধ্যস্বত্বভোগীরা।
শীত আসতে আরও দুই মাস বাকি। তবে এর মধ্যেই বাজারে আসতে শুরু করেছে নানা ধরনের শীতের সবজি। রাজধানীর প্রতিটি বাজারেই চোখে পড়ছে ডালা ভরে রাখা মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি ও গাজর। এসব আগাম শীতকালীন সবজি বিক্রি হচ্ছে চড়া দামে।
ক্রেতারা বাড়তি দাম নেওয়ার অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় শীতের সবজি একটু বেশি দামে বিক্রি হচ্ছে, তবে দু-এক সপ্তাহের মধ্যে এই দাম কমে যাবে।
এদিকে বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে মাছ ও ডিমের দাম। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার, বঙ্গবাজার এবং রামপুরা কাঁচাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
কারওয়ান বাজারে সবজি বিক্রেতা শামসুল ইসলামের দোকানে শিম, শালগম ও নতুন আলু প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা এবং মাঝারি আকারের প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে গতকাল। তাঁর দোকানে বেগুন, গাজর, মুলা ও বরবটির কেজি চাওয়া হয় মানভেদে ৮০ থেকে ১০০ টাকা। কাঁকরোল, চিচিঙ্গা, শসা, ঝিঙে, ঢ্যাঁড়স ও পটোলের দামও কম নয়। এসব সবজি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আড়াই শ গ্রাম কাঁচা মরিচের দাম নেওয়া হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা।
বেশি দাম প্রসঙ্গে শামসুল ইসলাম বলেন, শীত যত বাড়বে, শীতের সবজির সরবরাহ তত বাড়তে থাকবে। তখন দাম কমবে।
এদিকে কয়েক দিনের ব্যবধানে বাজারে আবার বেড়েছে ডিমের দাম। রাজধানীর বঙ্গবাজারে প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়। এ বাজারের ডিম ব্যবসায়ী কাউসার বলেন, কিছুদিন আগে ডিমের ডজন ১৬০ টাকা হয়েছিল। দাম বেশি হওয়ার কারণে সে সময় ডিমের চাহিদা কমে যায়। এ কারণে ডিমের দাম ডজন ১২০ টাকায় নেমে আসে। তবে এখন আবার ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে।
হঠাৎ বেড়েছে মাছের দামও। গতকাল রামপুরা কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে চাপিলা মাছ। এর কেজিও দেড় শ টাকার নিচে নয়। ছোট আকারের রুই মাছের কেজি ৩২০ টাকা, যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ২৮০ থেকে ২৯০ টাকায়। পাবদা মাছের দাম সর্বনিম্ন ৪৫০ থেকে শুরু করে আকারভেদে ৬০০ টাকা কেজি। বেলে মাছ ৭৫০ টাকা কেজি। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি দরে। এ ছাড়া চিংড়ি ৪০০ থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তেলাপিয়া, পাঙাশের কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা। কই মাছ ২০০ থেকে ২৫০ টাকা।
মাছবিক্রেতা সাইফুল ইসলাম বলেন, মাছের একেক সময় একেক দাম, সরবরাহ বেশি থাকলে দাম কমের দিকে থাকে। এ ছাড়া এখন ইলিশ ধরা কিংবা বিক্রি করা নিষিদ্ধ থাকায় অন্য মাছের দাম কিছুটা বেড়েছে।
বাজারে সবজিসহ মাছ ও ডিমের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। কারওয়ান বাজারে আসা ক্রেতা নুরুন নাহার খানম বলেন, দিন দিন বাজারে সবকিছুর দাম বেড়েই চলছে। এমন চলতে থাকলে কয়েক দিন পর না খেয়ে থাকতে হবে। এ সময় তিনি সরকারের কাছে বাজার তদারকি বাড়ানোর দাবি জানান।
বাজারে সবজিসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে পণ্য পরিবহন ও সংরক্ষণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, আমাদের কৃষকেরা যে কাঁচা পণ্য উৎপাদন করেন, সেগুলোর সংরক্ষণের ব্যবস্থা গড়ে তোলা উচিত। কিন্তু সেটা আমাদের পরিবহনের ক্ষেত্রেও হয়নি, বাজারজাতকরণের ক্ষেত্রেও হয়নি। কারণ, আমাদের নিত্যপণ্যগুলোর হাতবদল বেশি হয়, লাভের বেশি অংশই নিয়ে নেন মধ্যস্বত্বভোগীরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে