ফেনীতে পৃথক আদালত

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৮: ৩৫
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩১

ফেনীতে পরিবেশ ও বন বিভাগের বিচারপ্রক্রিয়া সহজীকরণ ও দ্রুত নিষ্পত্তি করতে পৃথকভাবে পরিবেশ ও বন আদালতের কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশ ও বন আদালত পৃথক করার ফলে জেলায় এ সংক্রান্ত মামলায় গতি সঞ্চার হবে। মামলাগুলো কম সময়ে নিষ্পত্তি করা যাবে।

এর আগে ফেনী ও আশপাশের জেলার মানুষকে এ সংক্রান্ত বিষয়ে আইনি সুবিধা নিতে চট্টগ্রামে যেতে হতো।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পৃথকভাবে পরিবেশ আদালতের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ঢাকায় একটি পরিবেশ আপিল আদালত রয়েছে। দ্রুত অগ্রসরমাণ বাংলাদেশে ব্যাপক উন্নয়নের ফলে পরিবেশ ও বন বিভাগে এর বিরূপ প্রভাব পড়ে।

এ সংক্রান্ত পৃথক আদালত না থাকায় নিয়মিত আদালতে বছরের পর বছর মামলা নিষ্পত্তি না হয়ে এর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এতে সরকার প্রতিটি জেলায় পরিবেশ ও বন আদালত পৃথক্‌করণের উদ্যোগ নেয়। ফলে পরিবেশ ও বন বিভাগের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য গত ১৬ সেপ্টেম্বর ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক এ সংক্রান্ত আদালত পরিচালনার জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনকে দায়িত্ব দিয়ে চিঠি দেন।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ফেনী জেলা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন জানান, একসময় দেশ ছিল কৃষিনির্ভর। এখন তা দ্রুত শিল্পায়নের দিকে যাচ্ছে। শিল্পায়ন যত বেশি হবে, পরিবেশের ক্ষতিও তত বেশি হবে। তাই পরিবেশ রক্ষার জন্য পৃথক আদালত চালুর খবর পরিবেশবাদীদের অবশ্যই স্বস্তি দেবে। শাহাদাৎ হোসেন আরও জানান, নিঃসন্দেহে এটা সরকারের একটি ভালো উদ্যোগ।

পরিবেশ অধিদপ্তর ফেনীর পরিদর্শক মো. ফায়জুল কবির জানান, পরিবেশ আইন ২০১০ মোতাবেক যারা দূষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করতে পারবেন। এ সংক্রান্ত মামলা করতে ফেনীর মানুষকে আগে চট্টগ্রামে যেতে হতো।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত