নেত্রকোনায় সেচের ৯৬ ট্রান্সফরমার চুরি, বোরো চাষে শঙ্কা

সাইফুল আরিফ জুয়েল, নেত্রকোনা
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ৩২

নেত্রকোনার ১০ উপজেলায় গত সাত মাসে সেচ-সংযোগে ব্যবহৃত ৯৬টি ট্রান্সফরমার চুরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাত জেগে ট্রান্সফরমার পাহারা দিচ্ছেন এলাকাবাসী। কিন্তু এতেও চুরি ঠেকানো যাচ্ছে না। ফলে বোরোখেতে সেচ দিতে গিয়ে বিপাকে পড়েছেন কৃষক।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাসুম আহমেদ জানিয়েছেন, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে এসব ট্রান্সফরমার চুরি হয়েছে। চুরি যাওয়া ট্রান্সফরমারের দাম ৫৯ লাখ ২৯ হাজার ৬৪১ টাকা।

পল্লী বিদ্যুৎ সমিতির দাবি, প্রতিটি চুরির ঘটনায় থানায় মামলা করা হয়েছে। কিন্তু একটি ট্রান্সফরমারও উদ্ধার হয়নি, এমনকি গ্রেপ্তার হয়নি একজন চোরও।

তবে পুলিশের দাবি, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। সংশ্লিষ্টরা শুধু থানায় মৌখিকভাবে অবহিত করেন।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, জেলায় ৬ লাখ ৩২ হাজার গ্রাহক রয়েছেন। আবাসিক, শিল্প, বাণিজ্যিক ও সেচ মিলিয়ে মাঠপর্যায়ে স্থাপন করা হয়েছে ২৯ হাজার ট্রান্সফরমার। এর মধ্যে কৃষক অর্থাৎ সেচের জন্যই রয়েছেন ১৬ হাজার গ্রাহক। এদিকে গত জানুয়ারি পর্যন্ত সাত মাসে সদর উপজেলা থেকে ১৩, মদনে ১০, মোহনগঞ্জে ১, দুর্গাপুরে ১৩, কেন্দুয়ার ১৭, কলমাকান্দায় ৫, বারহাট্টার ২, পূর্বধলায় ২৫ ও শ্যামগঞ্জ জোনাল অফিস থেকে ১০টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

ভুক্তভোগী কৃষক ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, পুলিশ আন্তরিক হলেই চুরি যেমন ঠেকানো সম্ভব; তেমনি চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধারও হবে।

প্রকৌশলী মাসুম আহমেদ বলেন, এই সেচ মৌসুমে জেলায় ট্রান্সফরমার চুরি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে বোরোখেতে সেচ দিতে বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। পাশাপাশি কৃষকেরা অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।  

ট্রান্সফরমার চুরির বিষয়ে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান বলেন, এতগুলো ট্রান্সফরমার চুরির বিষয়টি জানা ছিল না। এসব ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় কোনো মামলা করা হয়নি। সংশ্লিষ্টরা শুধু চুরির বিষয়টি থানায় মৌখিকভাবে অবহিত করেন। কিন্তু মামলা করতে চান না। এখন থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানায় মামলা নেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত