আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
শরৎ এসে গেছে। স্বচ্ছ নীল আকাশ। তাতে উড়ে বেড়ায় সাদা সাদা মেঘ। আর নদীর জলে স্পষ্ট প্রতিবিম্ব দেখা যায়। দুই ধারে ফোটা সাদা কাশফুল হাওয়া-বাতাসে দোল খায়। নদীর বুকে পালতোলা নৌকা। গলা ছেড়ে গেয়ে ওঠেন মাঝি-মাল্লারা।
বিল-ঝিলে এ সময় শত শত শাপলা ফুল ফোটে। বাড়ির আঙিনায় ঝরে পড়ে শিউলি ফুল। বাংলার প্রকৃতি অপরূপ রূপে সাজে এই সময়। জানিয়ে দেয় শরৎকাল ঋতুর রানি। কবি, শিল্পী, সাহিত্যিকেরা এই রূপের মাধুরী ফুটিয়ে তোলেন কবিতা, রংতুলি আর কথামালায়।
ভাদ্র-আশ্বিন দুই মাস শরৎকাল। এখন চলছে ভাদ্রের দ্বিতীয় সপ্তাহ। আকাশে উড়ে বেড়ানো মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আবার পরক্ষণেই ঝিলিক দিয়ে ওঠে সোনা রোদ। নদীর ওপারে দিগন্তের কাছে ফুটে ওঠে রংধনু। আর তখন নীলাকাশে উড়ে বেড়ায় সাদা মেঘের ভেলা। মানিকগঞ্জে পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতী আর কালীগঙ্গা নদীর বিস্তীর্ণ জলরাশিতে স্পষ্ট হয় নীলাকাশের প্রতিচ্ছবি।
গতকাল শুক্রবার সকালে একপশলা বৃষ্টি হয়। এরপর আকাশ ধোয়ামোছা হয়ে যায়। পেখম মেলে শরৎ।
ঘিওর উপজেলার তরা এলাকা থেকে কালীগঙ্গা নদীর পাড় ধরে এগোতেই চোখে পড়ে আকাশ-জলে এক মোহনীয় দৃশ্য। নির্মল বাতাস বয়ে যায়। নদীর কলতান শোনা যায়। কয়েকটি পালতোলা ছোট নৌকা চোখে পড়ে। তীরে ফুটে আছে কাশফুল।
ঘিওর সদরের বুক চিরে বয়ে চলা ধলেশ্বরী নদীর পানি অন্য বছরের তুলনায় এবার একটু কম। স্থানীয় বাসিন্দারা জানালেন, আর কিছুদিনের মধ্যেই নদীর ধার ভরে উঠবে কাশফুলে। এরই মধ্যে অকস্মাৎ কানে ভেসে আসে গোখাদ্য সংগ্রহ করে ফেরার পথে কৃষকের দরাজ কণ্ঠে গান।
ঘিওর উত্তরপাড়া, বাটরাকান্দি, আশাপুর, নালী, বালিয়াখোড়া, পেঁচারকান্দা, রামকান্তপুর, তরা, মির্জাপুর, নকীববাড়ি এলাকায় গেলে চোখে পড়ে শরতের রূপ। অপেক্ষাকৃত নিচু জমির বিস্তীর্ণ মাঠে দেখা যায় কিশোর-কিশোরীদের ছোট ডিঙিতে করে শাপলা তোলার দৃশ্য।
যমুনা নদীর জাফরগঞ্জ এলাকায় নদীর ঢেউ, নৌকা আর নীল আকাশের এক মেলবন্ধনের সৌন্দর্য উপভোগ করছে মানুষজন। বিকেল হলেই বাড়ছে ভিড়। ইলা ও নুসরাত নামের দুজন গৃহবধূর সঙ্গে কথা হয়। তাঁরা মানিকগঞ্জ শহর থেকে সপরিবার এখানে এসেছেন বেড়াতে। দুজনই বলেন, শত ব্যস্ততার মধ্যেও সময়টা খুব উপভোগ করেন। শরতের মোহনীয় সৌন্দর্যে তাঁদের ছেলেমেয়েরা খুব আনন্দ পায়।
ঘিওরের সাবেক স্কুলশিক্ষক দোলা রায় বলেন, ‘শরৎ মানেই শিউলি ফোটার দিন। নদীর পাড়ে কাশফুল দোলার দিন। মাথার ওপর গাঢ় নীল আকাশ, আর জলে তার ছায়া পড়ে। শাপলা হাসে শত শত। বাংলার প্রকৃতি যেন সবটুকু রূপ মেলে ধরে এই শরৎ ঋতুতে। আমার খুব ভালো লাগে।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব গিনি আলম বলেন, এ সময় মানিকগঞ্জে গ্রামবাংলার আদি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচ উপলক্ষে মানুষের মিলনমেলা বসে। এ ছাড়া নাটক-সিনেমার শুটিং বেশি চলে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে। শরতের এই রূপ দেখতে শহরের অনেক মানুষ ছুটে আসে। তারা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটায়।
শরৎ এসে গেছে। স্বচ্ছ নীল আকাশ। তাতে উড়ে বেড়ায় সাদা সাদা মেঘ। আর নদীর জলে স্পষ্ট প্রতিবিম্ব দেখা যায়। দুই ধারে ফোটা সাদা কাশফুল হাওয়া-বাতাসে দোল খায়। নদীর বুকে পালতোলা নৌকা। গলা ছেড়ে গেয়ে ওঠেন মাঝি-মাল্লারা।
বিল-ঝিলে এ সময় শত শত শাপলা ফুল ফোটে। বাড়ির আঙিনায় ঝরে পড়ে শিউলি ফুল। বাংলার প্রকৃতি অপরূপ রূপে সাজে এই সময়। জানিয়ে দেয় শরৎকাল ঋতুর রানি। কবি, শিল্পী, সাহিত্যিকেরা এই রূপের মাধুরী ফুটিয়ে তোলেন কবিতা, রংতুলি আর কথামালায়।
ভাদ্র-আশ্বিন দুই মাস শরৎকাল। এখন চলছে ভাদ্রের দ্বিতীয় সপ্তাহ। আকাশে উড়ে বেড়ানো মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আবার পরক্ষণেই ঝিলিক দিয়ে ওঠে সোনা রোদ। নদীর ওপারে দিগন্তের কাছে ফুটে ওঠে রংধনু। আর তখন নীলাকাশে উড়ে বেড়ায় সাদা মেঘের ভেলা। মানিকগঞ্জে পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতী আর কালীগঙ্গা নদীর বিস্তীর্ণ জলরাশিতে স্পষ্ট হয় নীলাকাশের প্রতিচ্ছবি।
গতকাল শুক্রবার সকালে একপশলা বৃষ্টি হয়। এরপর আকাশ ধোয়ামোছা হয়ে যায়। পেখম মেলে শরৎ।
ঘিওর উপজেলার তরা এলাকা থেকে কালীগঙ্গা নদীর পাড় ধরে এগোতেই চোখে পড়ে আকাশ-জলে এক মোহনীয় দৃশ্য। নির্মল বাতাস বয়ে যায়। নদীর কলতান শোনা যায়। কয়েকটি পালতোলা ছোট নৌকা চোখে পড়ে। তীরে ফুটে আছে কাশফুল।
ঘিওর সদরের বুক চিরে বয়ে চলা ধলেশ্বরী নদীর পানি অন্য বছরের তুলনায় এবার একটু কম। স্থানীয় বাসিন্দারা জানালেন, আর কিছুদিনের মধ্যেই নদীর ধার ভরে উঠবে কাশফুলে। এরই মধ্যে অকস্মাৎ কানে ভেসে আসে গোখাদ্য সংগ্রহ করে ফেরার পথে কৃষকের দরাজ কণ্ঠে গান।
ঘিওর উত্তরপাড়া, বাটরাকান্দি, আশাপুর, নালী, বালিয়াখোড়া, পেঁচারকান্দা, রামকান্তপুর, তরা, মির্জাপুর, নকীববাড়ি এলাকায় গেলে চোখে পড়ে শরতের রূপ। অপেক্ষাকৃত নিচু জমির বিস্তীর্ণ মাঠে দেখা যায় কিশোর-কিশোরীদের ছোট ডিঙিতে করে শাপলা তোলার দৃশ্য।
যমুনা নদীর জাফরগঞ্জ এলাকায় নদীর ঢেউ, নৌকা আর নীল আকাশের এক মেলবন্ধনের সৌন্দর্য উপভোগ করছে মানুষজন। বিকেল হলেই বাড়ছে ভিড়। ইলা ও নুসরাত নামের দুজন গৃহবধূর সঙ্গে কথা হয়। তাঁরা মানিকগঞ্জ শহর থেকে সপরিবার এখানে এসেছেন বেড়াতে। দুজনই বলেন, শত ব্যস্ততার মধ্যেও সময়টা খুব উপভোগ করেন। শরতের মোহনীয় সৌন্দর্যে তাঁদের ছেলেমেয়েরা খুব আনন্দ পায়।
ঘিওরের সাবেক স্কুলশিক্ষক দোলা রায় বলেন, ‘শরৎ মানেই শিউলি ফোটার দিন। নদীর পাড়ে কাশফুল দোলার দিন। মাথার ওপর গাঢ় নীল আকাশ, আর জলে তার ছায়া পড়ে। শাপলা হাসে শত শত। বাংলার প্রকৃতি যেন সবটুকু রূপ মেলে ধরে এই শরৎ ঋতুতে। আমার খুব ভালো লাগে।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব গিনি আলম বলেন, এ সময় মানিকগঞ্জে গ্রামবাংলার আদি সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচের আয়োজন করা হয়। নৌকাবাইচ উপলক্ষে মানুষের মিলনমেলা বসে। এ ছাড়া নাটক-সিনেমার শুটিং বেশি চলে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে। শরতের এই রূপ দেখতে শহরের অনেক মানুষ ছুটে আসে। তারা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটায়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে