পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য। জন্মদিন, আন্দোলনে রাজপথে সরব উপস্থিতি আর নতুন কাজ নিয়ে বাঁধনের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
বিনোদন ডেস্ক
গতকাল আপনার জন্মদিন ছিল। বিশেষ দিনটি কীভাবে কেটেছে?
বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। অন্য দিনের মতো কেটেছে। বাসাতেই ছিলাম। রাত ১২টা থেকে সবাই শুভেচ্ছাবার্তা ও ভালোবাসা জানিয়েছেন অনেকে। কেউ মেসেজের মাধ্যমে কেউ আবার ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। আমার প্রতি সবার এত সম্মান ও ভালোবাসা আপ্লুত করেছে আমাকে।
যাঁরা শোবিজে কাজ করেন, তাঁরা সাধারণত নিজের বয়সটা প্রকাশ করতে চান না। আপনাকে দেখলাম এ ক্ষেত্রে ব্যতিক্রম। নিজের বয়সটা জানিয়ে দেন। এর বিশেষ কোনো কারণ আছে?
এটা ইচ্ছাকৃতভাবেই করি। আমাদের সমাজে একটা ট্যাবু আছে, মেয়েদের বয়স বলতে হয় না বা লুকাতে হয়। মূলত সামাজিক চাপের কারণে এই ট্র্যাডিশন তৈরি হয়েছে। এই ট্যাবু থেকে যেন মেয়েরা বেরিয়ে আসতে পারে, সেটাই আমার চাওয়া। প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য আছে। আমি বিষয়টি উপভোগ করি। সেটা যেন সবাই উপভোগ করতে পারে। এ কারণেই জন্মদিনে বয়স জানিয়ে দিই।
গতকাল রাতে ফেসবুকে জানালেন, যখন আপনি চুপ থাকেন, তার মানে নতুন কিছু আসছে। সত্যিই কি নতুন কোনো চমক আসছে?
খেয়াল করলে বুঝতে পারবেন, আমি যখনই চুপ থাকি, তারপর দারুণ কিছু ঘটে। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার আগেও আমি চুপ ছিলাম। তখনো অনেকে বলছিল, কেন আমি কিছু বলছি না। এরপর যখন সিনেমাটি সবার সামনে এল, সবার অভিযোগ থেমে গেল। এবারও যেহেতু চুপ আছি, তার মানে কিছু একটা হচ্ছে। তবে কী হচ্ছে, সেটা এখন বলব না। জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে আপনার সরব উপস্থিতি ছিল। যাঁরা সরব ছিলেন, তাঁদের অনেকে অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আপনি কেন নেই?
প্রতিদানের আশায় কখনো কিছু করিনি। যা করেছি সেটা মনের টানে, ন্যায়বিচারের জন্য ও দেশের জন্য। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর তাঁরা আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। সম্মান দিয়েই তাঁরা আমাকে বিভিন্ন কমিটিতে ডেকেছেন। আমি বিনয়ের সঙ্গে অপারগতা জানিয়েছি। আমি কখনো কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম না। আগের সরকারের সময়েও না। এখনো কোনো কমিটি বা সংগঠনে যেতে চাই না। ভবিষ্যতেও যাওয়ার ইচ্ছা নেই। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের জীবনকে এভাবেই সাজাতে চাই। সব সময় স্বাধীনভাবে স্বাধীন দেশের সাধারণ নাগরিক হিসেবে থাকতে চাই।
অভিনয় শিল্পী সংঘের সংস্কারের দাবি জানিয়েছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠিত হয়েছে। আপনাদের দাবিগুলো কি বাস্তবায়িত হবে?
যৌক্তিক দাবির সঙ্গে একমত প্রকাশ করেছিলাম, এখনো আছি। সংস্কারের জন্য অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠন করা হয়েছে। তারা উত্থাপিত দাবি নিয়ে কাজ করছে। দেখা যাক কী হয়।
‘মেয়েদের গল্প’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন। তা কত দূর এগিয়েছে?
মেয়েদের গল্প সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার কথা ছিল। কিন্তু সিনেমাটির সঙ্গে থাকছি না। তাই সিনেমার আপডেট আমার কাছে নেই।
ভারতেও আপনার নতুন কাজের খবর এসেছিল। সেই কাজের কোনো আপডেট আছে?
ভারতে কয়েকটি প্রজেক্ট নিয়ে আমার কথা চলছিল। কিন্তু ভিসা জটিলতায় সেগুলো চূড়ান্ত করতে পারিনি। দেখা যাক, সামনে কী হয়। কোনো কাজ চূড়ান্ত হলে অবশ্যই সবাইকে জানাব।
গতকাল আপনার জন্মদিন ছিল। বিশেষ দিনটি কীভাবে কেটেছে?
বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। অন্য দিনের মতো কেটেছে। বাসাতেই ছিলাম। রাত ১২টা থেকে সবাই শুভেচ্ছাবার্তা ও ভালোবাসা জানিয়েছেন অনেকে। কেউ মেসেজের মাধ্যমে কেউ আবার ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। আমার প্রতি সবার এত সম্মান ও ভালোবাসা আপ্লুত করেছে আমাকে।
যাঁরা শোবিজে কাজ করেন, তাঁরা সাধারণত নিজের বয়সটা প্রকাশ করতে চান না। আপনাকে দেখলাম এ ক্ষেত্রে ব্যতিক্রম। নিজের বয়সটা জানিয়ে দেন। এর বিশেষ কোনো কারণ আছে?
এটা ইচ্ছাকৃতভাবেই করি। আমাদের সমাজে একটা ট্যাবু আছে, মেয়েদের বয়স বলতে হয় না বা লুকাতে হয়। মূলত সামাজিক চাপের কারণে এই ট্র্যাডিশন তৈরি হয়েছে। এই ট্যাবু থেকে যেন মেয়েরা বেরিয়ে আসতে পারে, সেটাই আমার চাওয়া। প্রতিটি বয়সের আলাদা সৌন্দর্য আছে। আমি বিষয়টি উপভোগ করি। সেটা যেন সবাই উপভোগ করতে পারে। এ কারণেই জন্মদিনে বয়স জানিয়ে দিই।
গতকাল রাতে ফেসবুকে জানালেন, যখন আপনি চুপ থাকেন, তার মানে নতুন কিছু আসছে। সত্যিই কি নতুন কোনো চমক আসছে?
খেয়াল করলে বুঝতে পারবেন, আমি যখনই চুপ থাকি, তারপর দারুণ কিছু ঘটে। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার আগেও আমি চুপ ছিলাম। তখনো অনেকে বলছিল, কেন আমি কিছু বলছি না। এরপর যখন সিনেমাটি সবার সামনে এল, সবার অভিযোগ থেমে গেল। এবারও যেহেতু চুপ আছি, তার মানে কিছু একটা হচ্ছে। তবে কী হচ্ছে, সেটা এখন বলব না। জানার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
বৈষম্যবিরোধী আন্দোলনে আপনার সরব উপস্থিতি ছিল। যাঁরা সরব ছিলেন, তাঁদের অনেকে অন্তর্বর্তী সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আপনি কেন নেই?
প্রতিদানের আশায় কখনো কিছু করিনি। যা করেছি সেটা মনের টানে, ন্যায়বিচারের জন্য ও দেশের জন্য। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর তাঁরা আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন। সম্মান দিয়েই তাঁরা আমাকে বিভিন্ন কমিটিতে ডেকেছেন। আমি বিনয়ের সঙ্গে অপারগতা জানিয়েছি। আমি কখনো কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম না। আগের সরকারের সময়েও না। এখনো কোনো কমিটি বা সংগঠনে যেতে চাই না। ভবিষ্যতেও যাওয়ার ইচ্ছা নেই। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। নিজের জীবনকে এভাবেই সাজাতে চাই। সব সময় স্বাধীনভাবে স্বাধীন দেশের সাধারণ নাগরিক হিসেবে থাকতে চাই।
অভিনয় শিল্পী সংঘের সংস্কারের দাবি জানিয়েছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠিত হয়েছে। আপনাদের দাবিগুলো কি বাস্তবায়িত হবে?
যৌক্তিক দাবির সঙ্গে একমত প্রকাশ করেছিলাম, এখনো আছি। সংস্কারের জন্য অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠন করা হয়েছে। তারা উত্থাপিত দাবি নিয়ে কাজ করছে। দেখা যাক কী হয়।
‘মেয়েদের গল্প’ সিনেমা দিয়ে প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন। তা কত দূর এগিয়েছে?
মেয়েদের গল্প সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার কথা ছিল। কিন্তু সিনেমাটির সঙ্গে থাকছি না। তাই সিনেমার আপডেট আমার কাছে নেই।
ভারতেও আপনার নতুন কাজের খবর এসেছিল। সেই কাজের কোনো আপডেট আছে?
ভারতে কয়েকটি প্রজেক্ট নিয়ে আমার কথা চলছিল। কিন্তু ভিসা জটিলতায় সেগুলো চূড়ান্ত করতে পারিনি। দেখা যাক, সামনে কী হয়। কোনো কাজ চূড়ান্ত হলে অবশ্যই সবাইকে জানাব।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১৯ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে