কনটেন্ট বানানো শিখলেন শিক্ষকেরা

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ০৬: ০২
আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২৩: ৫৯

মির্জাপুরে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গত বুধবার কর্মশালার শেষ দিনে প্রশিক্ষণার্থী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন ইউএনও মো. হাফিজুর রহমান। এতে ডিজিটাল কনটেন্ট তৈরি ও অনলাইন ক্লাস পরিচালনার বিভিন্ন খুঁটিনাটি বিষয় শেখেন শিক্ষকেরা।

এর আগে গত ৪ সেপ্টেম্বর কর্মশালাটি শুরু হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসের বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ল্যাবে আয়োজিত কর্মশালায় উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী জানান, জাইকার অর্থায়নে শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মশালায় ডিজিটাল কনটেন্ট তৈরি ও অনলাইন ক্লাস পরিচালনার ওপর দক্ষতা অর্জন করতে সক্ষমতা অর্জন করেন। প্রশিক্ষণ দেন উপজেলা ভাদগ্রাম কে আর এস ইনস্টিটিউশনের শিক্ষক মহিউদ্দিন দেওয়ান, রাজাবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক কলিম আল মামুন ও মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ পালুয়ান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত