চাঁদপুরে আরও ৫৩ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ১৫: ১৮
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৪

চাঁদপুরে আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৮৮টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ১৯ শতাংশ।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে গতকাল শনিবার এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত শুক্রবার এ সব নমুনা সংগ্রহ করা হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩ জন, হাজীগঞ্জের ১১ জন, ফরিদগঞ্জের ৪ জন, মতলব দক্ষিণের ১ জন, শাহরাস্তির ১২ জন, কচুয়ার ১০ জন ও হাইমচরের ১২ জন রয়েছেন।

একই দিনে ১৯৯ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬৩ জন, ফরিদগঞ্জের ৮ জন, হাজীগঞ্জের ২৩ জন, মতলব দক্ষিণের ২০ জন, কচুয়ার ১২ জন, হাইমচরের ২১ জন, মতলব উত্তরের ৩২ জন, শাহরাস্তির ২০ জন।

নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৯৬৫ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৩ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১১ হাজার ৯০২ জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ হাজার ৮৪০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৭৪ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

এর আগের দিন শুক্রবার চাঁদপুর জেলায় আরও ১০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৪৭৪টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ২১ দশমকি ৯ শতাংশ। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বৃহস্পতিবার এসব নমুনা সংগ্রহ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত