নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সালমা শবনম ও মজুমদার বিপ্লব বসলেন বেদিতে। তাঁদের পেছনে একদল শিল্পী। পেছনে লালরঙা ব্যাকড্রপে পতাকা হাতে মানুষের গ্রাফিতি। লেখা, ‘জনসমুদ্রে জাগিল জোয়ার’। দুজনের পাঠে আর শিল্পীদের সুরে উঠে এল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাঙালির ধারাবাহিক সাংস্কৃতিক সংগ্রামের কথা।
নারী দিবসে গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে বসেছিল এই আসর। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ আয়োজন করে এটি। দেড় ঘণ্টার আয়োজনে হালিমুজ্জামান খানের প্রাঞ্জল গ্রন্থনায় গাওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুর, অতুলপ্রসাদ সেন, সলিল চৌধুরী, কাজী নজরুল ইসলাম, ডি এল রায়, সৌম্যেন্দ্রনাথ ঠাকুর, গৌরীপ্রসন্ন মজুমদার, সুধীন দাশগুপ্ত, সিকান্দার আবু জাফর, গোবিন্দ হালদার, নজরুল ইসলাম বাবু প্রমুখের কালজয়ী গান। সঙ্গে ছিল নির্মলেন্দু গুণ, অ্যালেন গিন্সবার্গের কবিতা।
গাইলেন জাকির হোসেন তপন, তানভীরা আশরাফ শ্যামা, মাসুদা খান, এণা রায়, শান্তন সাহা রায়, শেফতা আলম অদিতি, মনজুর রশীদ, হুমায়ূন আজম রেওয়াজ, রামিসা চৌধুরী, আলপনা বন্দ্যোপাধ্যায়, আল মুনীর, মহুয়া সমাদ্দার, রনজিত রায়, স্বপ্না নন্দী, শঙ্কর সরকার, ফয়সাল তানভীর। পাঠে ছিলেন সালমা শবনম ও মজুমদার বিপ্লব।
অনুষ্ঠানের শুরুতে ছিল ছোট আলোচনা। তাতে অংশগ্রহণ করেন তিন শহীদ বুদ্ধিজীবীর সন্তান জাহীদ রেজা নূর, শাওন মাহমুদ ও আসিফ মুনীর। জাহীদ রেজা নূর বাংলা-বাঙালির সংস্কৃতির কথা বলতে গিয়ে রাশিয়াতে তাঁর অভিজ্ঞতার কথা শোনানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। পড়ালেখা করতে ১৯৮৬ সালে সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘ভাষাতত্ত্ব ও বিশ্বসাহিত্য নিয়ে কুবান স্টেট ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলাম। সেখানে একদিন ক্লাসে শিক্ষক বললেন, পৃথিবীতে একটি দেশ, যারা ভাষার প্রশ্নে আন্দোলন করে একটি দেশ বানিয়ে ফেলেছে, সেই দেশটির নাম বাংলাদেশ। শিক্ষক আমাকে বললেন, তুমি তোমার দেশ নিয়ে কিছু কথা বলো। সে সময় আমি দাঁড়ালাম, অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম, পারিনি। ঝর ঝর করে কেঁদেছি।’
জাহীদ রেজা নূর আরও বলেন, ‘আমি ১৯৮৬ সালের কথা বলছি, তখন বাংলাদেশ ঝড়-বন্যা, খুনোখুনি, জাতির পিতাকে হত্যা করা হয়েছে। তখন বাংলাদেশ শব্দটা যে এ রকম গর্বের সঙ্গে উচ্চারণ করা যায়, আমার ধারণার মধ্যে ছিল না।’
আসিফ মুনীর বলেন, ‘সাংস্কৃতিক আন্দোলনের একটা বড় ভূমিকা আছে বাঙালি জাতির গড়ে ওঠার পেছনে। আপনারা আমাদের যে সম্মান জানিয়েছেন, আমরা এগুলো আমাদের প্রয়াত মা-বাবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।’
শাওন মাহমুদ বলেন, ‘আমি গণসংগীত ছাড়া একটা দিনও পার করি না। যখনই কোনো গান গুনগুন করে গাইছি, দেখি সেটি গণসংগীতেরই কোনো লাইন। আমি লুতফর রহমান স্যারের কাছে শিখেছি। অদ্ভুত সব গান জানা আছে আমার। আমাকে যদি সুযোগ দেওয়া হয়। আমি এই প্রজন্মকে এগুলো তুলে দেব। কারণ, অনেক গানই এখন অনেকের জানা নেই।’
জলতরঙ্গের সভাপতি মাসুদা খান ইতির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন।
সালমা শবনম ও মজুমদার বিপ্লব বসলেন বেদিতে। তাঁদের পেছনে একদল শিল্পী। পেছনে লালরঙা ব্যাকড্রপে পতাকা হাতে মানুষের গ্রাফিতি। লেখা, ‘জনসমুদ্রে জাগিল জোয়ার’। দুজনের পাঠে আর শিল্পীদের সুরে উঠে এল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাঙালির ধারাবাহিক সাংস্কৃতিক সংগ্রামের কথা।
নারী দিবসে গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে বসেছিল এই আসর। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ আয়োজন করে এটি। দেড় ঘণ্টার আয়োজনে হালিমুজ্জামান খানের প্রাঞ্জল গ্রন্থনায় গাওয়া হলো রবীন্দ্রনাথ ঠাকুর, অতুলপ্রসাদ সেন, সলিল চৌধুরী, কাজী নজরুল ইসলাম, ডি এল রায়, সৌম্যেন্দ্রনাথ ঠাকুর, গৌরীপ্রসন্ন মজুমদার, সুধীন দাশগুপ্ত, সিকান্দার আবু জাফর, গোবিন্দ হালদার, নজরুল ইসলাম বাবু প্রমুখের কালজয়ী গান। সঙ্গে ছিল নির্মলেন্দু গুণ, অ্যালেন গিন্সবার্গের কবিতা।
গাইলেন জাকির হোসেন তপন, তানভীরা আশরাফ শ্যামা, মাসুদা খান, এণা রায়, শান্তন সাহা রায়, শেফতা আলম অদিতি, মনজুর রশীদ, হুমায়ূন আজম রেওয়াজ, রামিসা চৌধুরী, আলপনা বন্দ্যোপাধ্যায়, আল মুনীর, মহুয়া সমাদ্দার, রনজিত রায়, স্বপ্না নন্দী, শঙ্কর সরকার, ফয়সাল তানভীর। পাঠে ছিলেন সালমা শবনম ও মজুমদার বিপ্লব।
অনুষ্ঠানের শুরুতে ছিল ছোট আলোচনা। তাতে অংশগ্রহণ করেন তিন শহীদ বুদ্ধিজীবীর সন্তান জাহীদ রেজা নূর, শাওন মাহমুদ ও আসিফ মুনীর। জাহীদ রেজা নূর বাংলা-বাঙালির সংস্কৃতির কথা বলতে গিয়ে রাশিয়াতে তাঁর অভিজ্ঞতার কথা শোনানোর সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। পড়ালেখা করতে ১৯৮৬ সালে সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, ‘ভাষাতত্ত্ব ও বিশ্বসাহিত্য নিয়ে কুবান স্টেট ইউনিভার্সিটিতে পড়তে গিয়েছিলাম। সেখানে একদিন ক্লাসে শিক্ষক বললেন, পৃথিবীতে একটি দেশ, যারা ভাষার প্রশ্নে আন্দোলন করে একটি দেশ বানিয়ে ফেলেছে, সেই দেশটির নাম বাংলাদেশ। শিক্ষক আমাকে বললেন, তুমি তোমার দেশ নিয়ে কিছু কথা বলো। সে সময় আমি দাঁড়ালাম, অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম, পারিনি। ঝর ঝর করে কেঁদেছি।’
জাহীদ রেজা নূর আরও বলেন, ‘আমি ১৯৮৬ সালের কথা বলছি, তখন বাংলাদেশ ঝড়-বন্যা, খুনোখুনি, জাতির পিতাকে হত্যা করা হয়েছে। তখন বাংলাদেশ শব্দটা যে এ রকম গর্বের সঙ্গে উচ্চারণ করা যায়, আমার ধারণার মধ্যে ছিল না।’
আসিফ মুনীর বলেন, ‘সাংস্কৃতিক আন্দোলনের একটা বড় ভূমিকা আছে বাঙালি জাতির গড়ে ওঠার পেছনে। আপনারা আমাদের যে সম্মান জানিয়েছেন, আমরা এগুলো আমাদের প্রয়াত মা-বাবার সঙ্গে ভাগ করে নিচ্ছি।’
শাওন মাহমুদ বলেন, ‘আমি গণসংগীত ছাড়া একটা দিনও পার করি না। যখনই কোনো গান গুনগুন করে গাইছি, দেখি সেটি গণসংগীতেরই কোনো লাইন। আমি লুতফর রহমান স্যারের কাছে শিখেছি। অদ্ভুত সব গান জানা আছে আমার। আমাকে যদি সুযোগ দেওয়া হয়। আমি এই প্রজন্মকে এগুলো তুলে দেব। কারণ, অনেক গানই এখন অনেকের জানা নেই।’
জলতরঙ্গের সভাপতি মাসুদা খান ইতির সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে