ফারিয়া এজাজ
রান্না থেকে শুরু করে খাবার খাওয়া—সব জায়গাতেই নানা চামচের রয়েছে নানা ব্যবহার। ইতিহাসের আদিকাল থেকে চামচের ব্যবহার চলে আসছে। কিন্তু বর্তমান সময়ের মতো চামচগুলো প্লাস্টিক, স্টেইনলেস স্টিল বা কাচের মতো উপাদানে সীমাবদ্ধ ছিল না। প্রাচীন মিসর, চীন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় হাতির দাঁত, হাড়, ব্রোঞ্জ, রুপা, স্লেট পাথর ইত্যাদি দিয়ে চামচ বানানো হতো। সে সময় অবশ্য অনেক জায়গায় চামচটা এখনকার মতো দৈনন্দিনভাবে খাবার খাওয়া কিংবা রান্নার কাজে ব্যবহার হতো না। এটি ছিল বিলাসিতার বস্তু। তাই হয়তো ‘সোনার চামচ মুখে নিয়ে জন্মানো’র প্রবাদ প্রচলিত আছে।
বিভিন্ন চামচের আছে বিভিন্ন ব্যবহার।
ড্রিংক ও পিকলস স্পুন
আমরা যেকোনো চামচ দিয়ে শরবত গুলিয়ে ফেলি। কিন্তু এর জন্যও রয়েছে আলাদা ড্রিংক স্পুন। সরু, চিকন হাতা আর মাথার দিকটায় ছোট গোলাকার আকারের এই চামচগুলো গ্লাসের চেয়ে লম্বা হয়, যেন সহজেই চামচটি দিয়ে শরবত গুলিয়ে নেওয়া যায়। এই চামচগুলো আবার আচার তোলার জন্যও ব্যবহার করতে পারেন।
ফরসেপ বা চিমটা এবং টং
মিষ্টি, রোস্ট, পরোটা, লুচি এ-জাতীয় খাবারগুলো তোলার জন্য ফরসেপ বা চিমটা ব্যবহার করা হয়। এগুলো দিয়ে একটি একটি করে খুব সুন্দরভাবে খাবারগুলো তুলে ফেলা যায়। টং একধরনের চামচ, যা চিকেন রোস্ট পরিবেশনে ব্যবহৃত হয়।
কাঁটাচামচ
কাঁটার সংখ্যার ওপর নির্ভর করে যে কাঁটাচামচটি কোন কাজে ব্যবহার করা হবে। তিন বা চার কাঁটার চামচগুলোকে বলা হয় ডেজার্ট ফর্ক। মিষ্টি খাওয়ার সময় এ চামচটি ব্যবহার করতে পারেন। দুই বা তিন কাঁটার চামচগুলো সালাদ ও ফল খাওয়ার জন্য। মাঝারি আকারের কাঁটা চামচগুলো টেবিল স্পুনের পাশাপাশি মূল খাবার খাওয়ার সময় ব্যবহার করা হয়।
স্যুপ স্পুন
স্যুপ স্পুন সাধারণত স্টেইনলেস স্টিল ও পাইরেক্স—এই দুই ধরনের উপাদানে তৈরি হয়ে থাকে। পাইরেক্সের স্যুপ স্পুনগুলো একই ধাঁচের হয়ে থাকে। তবে স্টেইনলেস স্টিলের যে চামচগুলোর মাথা গোল, সেগুলো স্যুপের জন্য ব্যবহৃত হয়।
কারি ও রাইস স্পুন
টেবিল চামচের চেয়ে যে চামচটি আকারে একটু বড়, সেটি কারি চামচ। ভাত, খিচুড়ি, পোলাও, চায়নিজ রাইস এগুলো পরিবেশনের জন্য চওড়া ও ফ্ল্যাট চামচ ব্যবহার করা হয়।
চা-চামচ বা টি স্পুন
কাটলারি সেটের সবচেয়ে ছোট আকারের চামচটি হলো চা-চামচ। চা নাড়তে, চায়ে দুধ, চিনি নিতে এটি ব্যবহার হয়।
টেবিল স্পুন
মেইন কোর্স মেন্যু বা মূল খাবার খাওয়া হয় এই চামচ দিয়ে। এই চামচগুলো আকারে একটু বড় হয়ে থাকে।
ডেজার্ট স্পুন
ডেজার্ট স্পুন বা মিষ্টি খাওয়ার জন্য ব্যবহৃত চামচগুলো চা-চামচের চেয়ে আকারে একটু বড় হয়। তবে অনেকেই এই ডেজার্ট স্পুনকে চা-চামচ ভেবে ভুল করেন।
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:
রান্না থেকে শুরু করে খাবার খাওয়া—সব জায়গাতেই নানা চামচের রয়েছে নানা ব্যবহার। ইতিহাসের আদিকাল থেকে চামচের ব্যবহার চলে আসছে। কিন্তু বর্তমান সময়ের মতো চামচগুলো প্লাস্টিক, স্টেইনলেস স্টিল বা কাচের মতো উপাদানে সীমাবদ্ধ ছিল না। প্রাচীন মিসর, চীন এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় হাতির দাঁত, হাড়, ব্রোঞ্জ, রুপা, স্লেট পাথর ইত্যাদি দিয়ে চামচ বানানো হতো। সে সময় অবশ্য অনেক জায়গায় চামচটা এখনকার মতো দৈনন্দিনভাবে খাবার খাওয়া কিংবা রান্নার কাজে ব্যবহার হতো না। এটি ছিল বিলাসিতার বস্তু। তাই হয়তো ‘সোনার চামচ মুখে নিয়ে জন্মানো’র প্রবাদ প্রচলিত আছে।
বিভিন্ন চামচের আছে বিভিন্ন ব্যবহার।
ড্রিংক ও পিকলস স্পুন
আমরা যেকোনো চামচ দিয়ে শরবত গুলিয়ে ফেলি। কিন্তু এর জন্যও রয়েছে আলাদা ড্রিংক স্পুন। সরু, চিকন হাতা আর মাথার দিকটায় ছোট গোলাকার আকারের এই চামচগুলো গ্লাসের চেয়ে লম্বা হয়, যেন সহজেই চামচটি দিয়ে শরবত গুলিয়ে নেওয়া যায়। এই চামচগুলো আবার আচার তোলার জন্যও ব্যবহার করতে পারেন।
ফরসেপ বা চিমটা এবং টং
মিষ্টি, রোস্ট, পরোটা, লুচি এ-জাতীয় খাবারগুলো তোলার জন্য ফরসেপ বা চিমটা ব্যবহার করা হয়। এগুলো দিয়ে একটি একটি করে খুব সুন্দরভাবে খাবারগুলো তুলে ফেলা যায়। টং একধরনের চামচ, যা চিকেন রোস্ট পরিবেশনে ব্যবহৃত হয়।
কাঁটাচামচ
কাঁটার সংখ্যার ওপর নির্ভর করে যে কাঁটাচামচটি কোন কাজে ব্যবহার করা হবে। তিন বা চার কাঁটার চামচগুলোকে বলা হয় ডেজার্ট ফর্ক। মিষ্টি খাওয়ার সময় এ চামচটি ব্যবহার করতে পারেন। দুই বা তিন কাঁটার চামচগুলো সালাদ ও ফল খাওয়ার জন্য। মাঝারি আকারের কাঁটা চামচগুলো টেবিল স্পুনের পাশাপাশি মূল খাবার খাওয়ার সময় ব্যবহার করা হয়।
স্যুপ স্পুন
স্যুপ স্পুন সাধারণত স্টেইনলেস স্টিল ও পাইরেক্স—এই দুই ধরনের উপাদানে তৈরি হয়ে থাকে। পাইরেক্সের স্যুপ স্পুনগুলো একই ধাঁচের হয়ে থাকে। তবে স্টেইনলেস স্টিলের যে চামচগুলোর মাথা গোল, সেগুলো স্যুপের জন্য ব্যবহৃত হয়।
কারি ও রাইস স্পুন
টেবিল চামচের চেয়ে যে চামচটি আকারে একটু বড়, সেটি কারি চামচ। ভাত, খিচুড়ি, পোলাও, চায়নিজ রাইস এগুলো পরিবেশনের জন্য চওড়া ও ফ্ল্যাট চামচ ব্যবহার করা হয়।
চা-চামচ বা টি স্পুন
কাটলারি সেটের সবচেয়ে ছোট আকারের চামচটি হলো চা-চামচ। চা নাড়তে, চায়ে দুধ, চিনি নিতে এটি ব্যবহার হয়।
টেবিল স্পুন
মেইন কোর্স মেন্যু বা মূল খাবার খাওয়া হয় এই চামচ দিয়ে। এই চামচগুলো আকারে একটু বড় হয়ে থাকে।
ডেজার্ট স্পুন
ডেজার্ট স্পুন বা মিষ্টি খাওয়ার জন্য ব্যবহৃত চামচগুলো চা-চামচের চেয়ে আকারে একটু বড় হয়। তবে অনেকেই এই ডেজার্ট স্পুনকে চা-চামচ ভেবে ভুল করেন।
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে