নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আরেক দফায় ব্যয় বাড়িয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বাড়াইপাড়া খাল খনন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)
গতকাল মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এটি অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি বাস্তবায়নে এবার ব্যয় বাড়ানো হলো ১০৬ কোটি ৬২ লাখ টাকা।
সভায় উপস্থিত সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। কোনো ধরনের ম্যাচিং ফান্ড ছাড়াই পুরো প্রকল্প সরকারি ফান্ডে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
এই প্রকল্পের আওতায় ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ খাল খনন, খালের উভয় পাশে ২০ ফুট করে সড়ক ও ৬ ফুট করে ফুটপাত থাকবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৬২ কোটি ৬২ লাখ টাকা। চার বছর মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ড্রেনেজ মাস্টারপ্ল্যানে নগরের জলাবদ্ধতা নিরসনে বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত দুই দশমিক নয় কিলোমিটার দৈর্ঘ্যের খাল খননের সুপারিশ করার পর ২০১৪ সালের জুন মাসে খাল খনন প্রকল্পটি প্রথম একনেক সভায় অনুমোদন পায়। তখন ৩২৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা বলা হয়। কিন্তু সরকারি অর্থ বরাদ্দ না পাওয়ায় এবং জমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় প্রথম মেয়াদে প্রকল্পের কোনো কাজই করতে পারেনি সিটি করপোরেশন। এরপর ২০১৭ সালের নভেম্বর একনেকে প্রকল্পটি পুনর্বিবেচনা করে আবারও অনুমোদন দেয়। ওই সময় ২০২০ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়। ওই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৫৬ কোটি টাকা। এরপর সর্বশেষ আজ একনেক সভায় প্রকল্পটি (দ্বিতীয় দফায় সংশোধিত) অনুমোদন দেয়া হয়। এবার ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়েছে।
আরেক দফায় ব্যয় বাড়িয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বাড়াইপাড়া খাল খনন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)
গতকাল মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এটি অনুমোদন দেওয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি বাস্তবায়নে এবার ব্যয় বাড়ানো হলো ১০৬ কোটি ৬২ লাখ টাকা।
সভায় উপস্থিত সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। কোনো ধরনের ম্যাচিং ফান্ড ছাড়াই পুরো প্রকল্প সরকারি ফান্ডে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
এই প্রকল্পের আওতায় ২ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ খাল খনন, খালের উভয় পাশে ২০ ফুট করে সড়ক ও ৬ ফুট করে ফুটপাত থাকবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৬২ কোটি ৬২ লাখ টাকা। চার বছর মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ড্রেনেজ মাস্টারপ্ল্যানে নগরের জলাবদ্ধতা নিরসনে বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত দুই দশমিক নয় কিলোমিটার দৈর্ঘ্যের খাল খননের সুপারিশ করার পর ২০১৪ সালের জুন মাসে খাল খনন প্রকল্পটি প্রথম একনেক সভায় অনুমোদন পায়। তখন ৩২৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে তিন বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা বলা হয়। কিন্তু সরকারি অর্থ বরাদ্দ না পাওয়ায় এবং জমি অধিগ্রহণ নিয়ে জটিলতায় প্রথম মেয়াদে প্রকল্পের কোনো কাজই করতে পারেনি সিটি করপোরেশন। এরপর ২০১৭ সালের নভেম্বর একনেকে প্রকল্পটি পুনর্বিবেচনা করে আবারও অনুমোদন দেয়। ওই সময় ২০২০ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়। ওই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২৫৬ কোটি টাকা। এরপর সর্বশেষ আজ একনেক সভায় প্রকল্পটি (দ্বিতীয় দফায় সংশোধিত) অনুমোদন দেয়া হয়। এবার ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে