স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০৭: ৩৮
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ১০

নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে মারধর ও জোর করে মুখে কলা ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের বিরুদ্ধে। উপজেলার জামনগর বাজারে গত বৃহস্পতিবার দুপুরের এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ইউপি নির্বাচন। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনসহ কয়েকজন নেতা-কর্মী গত বৃহস্পতিবার সকালে জামনগর ইউপির নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুসের প্রচারে বাগাতিপাড়া যান। এ সময় জামনগর বাজারে স্বতন্ত্র প্রার্থী (আনারস) শাহ আলমের প্রচার শেষে বাড়ি ফিরছিলেন তাঁর দুই কর্মী মাহাবুর রহমান ও আহম্মদ আলী। একপর্যায়ে নৌকার সমর্থকেরা মাহাবুরকে মোটরসাইকেল থেকে নামিয়ে চড়-থাপ্পড় দিয়ে ধরে আনেন। পরে মাহাবুরের মুখে কলা ঠেলে দেন এবং নৌকা প্রতীকের প্রচারপত্র বিতরণ করতে বাধ্য করেন।

বাজারের একটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হয়। ৩৪ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেল থেকে মাহাবুরকে জোর করে নামিয়ে মারতে মারতে রাস্তার মাঝখানে আনা হয়। এ সময় বিপরীত দিক থেকে কয়েকজন কর্মী নিয়ে কলা হাতে মাহাবুরের সামনে আসেন আবুল হোসেন। তিনি কলা খেতে বলে মাহাবুরকে চড় মারতে উদ্যত হন। এ সময় মাহাবুর পেছন দিকে সরে গেলে তাঁকে টেনে আনা নৌকার ওই কর্মীও চড় মারতে উদ্যত হন। পরে সভাপতির হাতে থাকা কলার দিকে ইশারা করে সেটি খেতে বলেন। এ সময় হাতে থাকা কলাটি ছিলে জোর করে মাহাবুরের মুখে ঢুকিয়ে দেন আবুল হোসেন।

জানতে চাইলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ আলম বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন প্রকাশ্য রাস্তায় তাঁর কর্মীদের হয়রানি করেছেন।

তবে আবুল হোসেন বলেন, ‘আমার সঙ্গে থাকা কর্মীদের নিয়ে ওই বাজারে প্রচার শেষে কলা খেতে খেতে হাঁটছিলাম। সিসিটিভি ক্যামেরা যেখানে ছিল, তার অনেক আগে থেকেই কলা হাতে আমি স্বতন্ত্র প্রার্থীর ওই কর্মীকে ডাকছিলাম কলা খাওয়ার জন্য। সেদিকে ক্যামেরা না থাকায় ডাকার দৃশ্যটা ওঠেনি। কাছে যেতেই যখন কলা খেতে বললাম, তখন সে আমার সঙ্গে অশোভন আচরণ করে। তাই ঠাট্টার ছলে চড় মারতে উদ্যত হই, কিন্তু মারিনি। তবে একটা কলা ছিলে ওর মুখে ঢুকিয়ে দিয়েছি। এর বেশি কিছু না।’

এ বিষয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, স্বতন্ত্র প্রার্থীর কোনো কর্মীকে নির্যাতনের ঘটনার কথা তিনি জানতেন না। বিষয়টি শুনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাইব্যুনালে কাঁদলেন ওসি মাজহার, নির্দোষ দাবি এনটিএমসির জিয়াউলের

বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন ট্রাম্প: ভারতীয় সংবাদমাধ্যমকে মার্কিন নেতা

জুলাই–আগস্ট গণহত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবেদন দিতে সময় এক মাস

বগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা শিশুর লাশ মিলল পুকুরে

মার্কিন উপকূলে আবারও ‘কেয়ামতের মাছ’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত