অনলাইন ডেস্ক
অ্যান্টার্কটিকায় বার্ড ফ্লু মহামারি দেখা দিয়েছে। এর মধ্যে বিস্তীর্ণ এলাকাজুড়ে শত শত হস্তিসিলের মৃতদেহ ছড়িয়ে থাকার খবর এল। তবে এরা বার্ড ফ্লুর সংক্রমণেই মারা পড়ছে কি না নিশ্চিত নয়। উচ্চ সংক্রমণ ক্ষমতা বিশিষ্ট এ ভাইরাস যদি পেঙ্গুইনের মধ্যে ছড়িয়ে পড়ে তবে এটি আধুনিক যুগের সবচেয়ে বড় পরিবেশগত বিপর্যয়ে রূপ নিতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, এ ভাইরাসটি প্রথমে সাউথ জর্জিয়ার বার্ড আইল্যান্ডের ব্রাউন স্কুয়া পাখির মধ্যে দেখা গিয়েছিল। তখন থেকেই গবেষকেরা ব্যাপক হারে হস্তিসিলের মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এ ছাড়া অন্যান্য জায়গায় লোমশ সিল, কেল্প গাল ও ব্রাউন স্কুয়ার মৃত্যুর হারও বেড়ে গিয়েছে। দক্ষিণ জর্জিয়া থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পশ্চিমে ফকল্যান্ড দ্বীপের সাউদার্ন ফালমার পাখির মধ্যেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যান্টার্কটিক ওয়াইল্ডলাইফ হেলথ নেটওয়ার্কের চেয়ার ড. মিগান দেওয়ার দ্য গার্ডিয়ানকে বলেন, দক্ষিণাঞ্চলের হস্তিসিলের মধ্যে এ সংক্রমণ বেশ উদ্বেগজনক। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় আমরা শত শত মৃত হস্তিসিল পড়ে থাকতে দেখেছি। এটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হতে পারে।’
দক্ষিণ মেরু বা কুমেরুজুড়ে আটটি স্থানে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সিলের মৃত্যুর ঘটনা উঠে এসেছে। এ ছাড়া আরও ২০টি স্থানে এ রোগের প্রাদুর্ভাবে সিলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গবেষকেরা বলছেন, বেশ কয়েকটি হস্তিসিলের মধ্যে এভিয়ান ফ্লুর লক্ষণ দেখা গেছে। যেমন—শ্বাস–প্রশ্বাসে কষ্ট, কাশি, নাকের আশপাশে শ্লেষ্মা জমা হওয়া। পাখিদের মধ্যে ঝিম ধরা, খিঁচুনি ও উড়তে না পারার মতো উপসর্গ দেখা যায়।
বেশ কয়েকটি সামুদ্রিক পাখির মধ্যে বার্ড ফ্লু সংক্রমণের কথা নিশ্চিত হওয়া গেলেও হস্তিসিলের মৃত্যুর পেছনে এ রোগই দায়ী কি না তা এখনো নিশ্চিত নয়। ল্যাব পরীক্ষার ফলাফলের পর তা নিশ্চিত হওয়া যাবে।
অ্যান্টার্কটিকায় বার্ড ফ্লু মহামারি দেখা দিয়েছে। এর মধ্যে বিস্তীর্ণ এলাকাজুড়ে শত শত হস্তিসিলের মৃতদেহ ছড়িয়ে থাকার খবর এল। তবে এরা বার্ড ফ্লুর সংক্রমণেই মারা পড়ছে কি না নিশ্চিত নয়। উচ্চ সংক্রমণ ক্ষমতা বিশিষ্ট এ ভাইরাস যদি পেঙ্গুইনের মধ্যে ছড়িয়ে পড়ে তবে এটি আধুনিক যুগের সবচেয়ে বড় পরিবেশগত বিপর্যয়ে রূপ নিতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, এ ভাইরাসটি প্রথমে সাউথ জর্জিয়ার বার্ড আইল্যান্ডের ব্রাউন স্কুয়া পাখির মধ্যে দেখা গিয়েছিল। তখন থেকেই গবেষকেরা ব্যাপক হারে হস্তিসিলের মৃত্যুর কথা উল্লেখ করেছেন। এ ছাড়া অন্যান্য জায়গায় লোমশ সিল, কেল্প গাল ও ব্রাউন স্কুয়ার মৃত্যুর হারও বেড়ে গিয়েছে। দক্ষিণ জর্জিয়া থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পশ্চিমে ফকল্যান্ড দ্বীপের সাউদার্ন ফালমার পাখির মধ্যেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যান্টার্কটিক ওয়াইল্ডলাইফ হেলথ নেটওয়ার্কের চেয়ার ড. মিগান দেওয়ার দ্য গার্ডিয়ানকে বলেন, দক্ষিণাঞ্চলের হস্তিসিলের মধ্যে এ সংক্রমণ বেশ উদ্বেগজনক। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় আমরা শত শত মৃত হস্তিসিল পড়ে থাকতে দেখেছি। এটি এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হতে পারে।’
দক্ষিণ মেরু বা কুমেরুজুড়ে আটটি স্থানে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে সিলের মৃত্যুর ঘটনা উঠে এসেছে। এ ছাড়া আরও ২০টি স্থানে এ রোগের প্রাদুর্ভাবে সিলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গবেষকেরা বলছেন, বেশ কয়েকটি হস্তিসিলের মধ্যে এভিয়ান ফ্লুর লক্ষণ দেখা গেছে। যেমন—শ্বাস–প্রশ্বাসে কষ্ট, কাশি, নাকের আশপাশে শ্লেষ্মা জমা হওয়া। পাখিদের মধ্যে ঝিম ধরা, খিঁচুনি ও উড়তে না পারার মতো উপসর্গ দেখা যায়।
বেশ কয়েকটি সামুদ্রিক পাখির মধ্যে বার্ড ফ্লু সংক্রমণের কথা নিশ্চিত হওয়া গেলেও হস্তিসিলের মৃত্যুর পেছনে এ রোগই দায়ী কি না তা এখনো নিশ্চিত নয়। ল্যাব পরীক্ষার ফলাফলের পর তা নিশ্চিত হওয়া যাবে।
ঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
২৬ মিনিট আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
১৩ ঘণ্টা আগেসেন্টমার্টিনের প্রবাল রক্ষায় সেখানে ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপকে কেন্দ্র করে গত কিছুদিন ধরেই আলোচনায় দ্বীপটি । এরই মধ্যে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় প্রবাল আবিষ্কৃত হলো প্রশান্ত মহাসাগরে। অসংখ্য ক্ষুদ্র প্রাণী একসঙ্গে যুক্ত হয়ে একটি প্রাচীরের পরিবর্তে একটি বিশালাকায় প্রবাল গঠন করেছে সেখা
২০ ঘণ্টা আগেঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় ঢাকার অবস্থান ওপরে উঠে দাঁড়িয়েছে পাঁচ এ। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ১২৩। অন্যদিকে একদিনের ব্যবধানে আবারও বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের
১ দিন আগে