বিনোদন ডেস্ক
ভারতের গত বছরের আলোচিত ছবি পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির ‘নাটু নাটু’ গান ইতিমধ্যে এবারের অস্কারে ‘সেরা মৌলিক গান’-এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কয়েক দিন আগেই জানা গিয়েছিল এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশিত হবে। এবার এই গানে কে পারফর্ম করবেন তা জানা গেল। গায়ক রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরবের পরিবেশনায় গানটিতে নাচবেন আমেরিকান অভিনেত্রী-নৃত্যশিল্পী লরেন গটলিব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বলিউডের সিনেমা ‘এনি বডি ক্যান ডান্স’ অভিনেত্রী লরেন গটলিব টুইটারে লেখেন, ‘বিশেষ খবর!!! আমি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছি!!!!!! আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। আমার সৌভাগ্য কামনা করুন।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআর জানিয়েছিলেন, তিনি বা রামচরণ এই গানে নাচবেন না। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন—এম এম কিরাবানি, রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব গানটি পরিবেশনা করবেন।
ব্যবসায়িক সফলতা থেকে সম্মাননা, সব পেয়েছে পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির গান ‘নাটু নাটু’ ভারতের প্রথম গান হিসেবে ৯৫তম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ‘সেরা মৌলিক গান’ বিভাগে। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের এবারের আসরের সমালোচকদের চোখে সেরা বিদেশি সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা ও সেরা স্টান্টস বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘আরআরআর’। সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছিল এই সিনেমার গান ‘নাটু নাটু’। ‘নাটু নাটু’ গানের জন্য সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল সিনেমাটি।
ভারতের গত বছরের আলোচিত ছবি পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির ‘নাটু নাটু’ গান ইতিমধ্যে এবারের অস্কারে ‘সেরা মৌলিক গান’-এর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। কয়েক দিন আগেই জানা গিয়েছিল এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশিত হবে। এবার এই গানে কে পারফর্ম করবেন তা জানা গেল। গায়ক রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরবের পরিবেশনায় গানটিতে নাচবেন আমেরিকান অভিনেত্রী-নৃত্যশিল্পী লরেন গটলিব। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
বলিউডের সিনেমা ‘এনি বডি ক্যান ডান্স’ অভিনেত্রী লরেন গটলিব টুইটারে লেখেন, ‘বিশেষ খবর!!! আমি অস্কারে নাটু নাটুতে পারফর্ম করছি!!!!!! আমি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত। আমার সৌভাগ্য কামনা করুন।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে জুনিয়র এনটিআর জানিয়েছিলেন, তিনি বা রামচরণ এই গানে নাচবেন না। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছিলেন—এম এম কিরাবানি, রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব গানটি পরিবেশনা করবেন।
ব্যবসায়িক সফলতা থেকে সম্মাননা, সব পেয়েছে পরিচালক এস এস রাজামৌলির ‘আরআরআর’। সিনেমাটির গান ‘নাটু নাটু’ ভারতের প্রথম গান হিসেবে ৯৫তম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ‘সেরা মৌলিক গান’ বিভাগে। এম এম কিরাবানির সংগীত পরিচালনায় গানটি গেয়েছিলেন রাহুল সিপলিগুঞ্জ ও কলা ভৈরব।
হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের এবারের আসরের সমালোচকদের চোখে সেরা বিদেশি সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা ও সেরা স্টান্টস বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘আরআরআর’। সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছিল এই সিনেমার গান ‘নাটু নাটু’। ‘নাটু নাটু’ গানের জন্য সম্প্রতি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল সিনেমাটি।
সিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
২ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
২ ঘণ্টা আগেবিদেশে তুমুল অভ্যর্থনা পেলেও নিজের দেশ ভারতেই কনসার্ট করতে গিয়ে বাধার মুখে পড়লেন দিলজিৎ। তেলেঙ্গানা সরকার নোটিশ পাঠিয়ে তাঁকে সতর্ক করেছে, মাদকদ্রব্যের প্রচার করা হয়, এমন কোনো গান তিনি যেন কনসার্টে না করেন।
৪ ঘণ্টা আগেচার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
৫ ঘণ্টা আগে