বিনোদন ডেস্ক
‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে রাজকীয় অভিষেক হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বানসালির। প্রায় ২০০ কোটি রুপি বাজেটের সিরিজটি ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত ১ মে। সিরিজটিতে বহুদিন পর প্রধান চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী মনীষা কৈরালা। এ ছাড়া রয়েছেন—সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন শেহগাল, ফারদিন খান প্রমুখ।
কিন্তু প্রথমে সিরিজ নয় ‘হীরামান্ডি’ সিনেমা বানাতে চেয়েছিলেন বানসালি। আর সেখানে তাঁর প্রথম পছন্দ ছিলেন—রেখা, রানি মুখার্জি এবং কারিনা কাপুর! সম্প্রতি নিউইয়র্কে সিরিজটির প্রিমিয়ারে এসব নিয়ে কথা বলেছেন নির্মাতা।
‘হীরামান্ডি’ বানানোর চিন্তা বানসালির মাথায় আসে প্রায় ১৮ বছর আগে। তখন সিরিজ নয় সিনেমা বানাতে চেয়েছিলেন তিনি। আর সেই সময় রেখা, রানি ও কারিনা কাপুরকে ভেবেই বানাতে চেয়েছিলেন এই ছবি। কিন্তু সে কাজ আর বাস্তবায়িত হয়নি। ১৮ বছর আগে ওই মাপের কাস্ট সহ ছবির সেট থেকে শুটিং সবকিছু করার জন্য বিপুল ব্যয়ভার হতো। তখন ভারতীয় সিনেমায় এমন প্রযোজক পাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। তাই বড়পর্দার জন্য আর তৈরি করতে পারেননি ‘হীরামান্ডি’।
তবে শুধু এই তারকা বাছাইয়ে থেমে থাকেনি বানসালির স্বপ্নের প্রোজেক্ট। বারবার তা পরিবর্তন হয়ে শেষমেশ এটি সিরিজে রিলিজ হল। পরিচালক বলেন, ‘আমার মনে একাধিক অভিনেতার নাম ছিল। আমি প্রথমে রেখাজি, কারিনা কাপুর, রানি মুখার্জির কথা ভেবেছিলাম। যদিও তখন সিরিজ হবে ভাবিনি। ছবি তৈরি করব ভেবেছিলাম। এরপরে পাকিস্তানি নায়িকা মাহিরা খান, নায়ক ইমরান আব্বাস ও ফাওয়াদ খানের কথা মাথায় আসে। যেহেতু গল্পের প্লটে রয়েছে স্বাধীনতা পূর্বযুগের লাহোর।’
বর্তমান কাস্টে দীর্ঘদিন পর চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গিয়েছে মনীষা কৈরালাকে। তাঁর অভিনয়ে ধরা পড়েছে কঠোর পরিশ্রম। সিরিজে মনীষা ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শারমিন শেহগাল, অদিতি রাও এবং সানজিদা শেখ। এই সিরিজের হাত ধরেই বলিউডে ফিরলেন অভিনেতা ফারদিন খান।
এদিকে সিরিজটি দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সিরিজটির কাস্টিং দর্শকের সেভাবে পছন্দ হয়নি। মনীষা, সোনাক্ষী এরা কেউই সেরকম দাগ কাটতে পারেননি বলে সোশ্যাল মিডিয়াতে লিখছেন নেটিজেনরা। দর্শক মনীষার জায়গায় বারবার মাধুরী দীক্ষিতের নাম ভেবেছে এই ধরনের চরিত্রে। আবার অনেকেই মনে করছেন, নাচের দিক থেকেও মাধুরী বা রেখার মতো অভিনেত্রী পর্দায় এলে তা ইতিহাস সৃষ্টি করত। রেখার বিকল্প মনীষা হতে পারেন না বলেও মন্তব্য অনেকের।
উল্লেখ্য, হীরামান্ডির পর, বানসালির পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। সেখানে দেখা যাবে—আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে।
‘হীরামান্ডি’র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে রাজকীয় অভিষেক হয়েছে পরিচালক সঞ্জয় লীলা বানসালির। প্রায় ২০০ কোটি রুপি বাজেটের সিরিজটি ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে গত ১ মে। সিরিজটিতে বহুদিন পর প্রধান চরিত্রে অভিনয় করলেন অভিনেত্রী মনীষা কৈরালা। এ ছাড়া রয়েছেন—সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, শারমিন শেহগাল, ফারদিন খান প্রমুখ।
কিন্তু প্রথমে সিরিজ নয় ‘হীরামান্ডি’ সিনেমা বানাতে চেয়েছিলেন বানসালি। আর সেখানে তাঁর প্রথম পছন্দ ছিলেন—রেখা, রানি মুখার্জি এবং কারিনা কাপুর! সম্প্রতি নিউইয়র্কে সিরিজটির প্রিমিয়ারে এসব নিয়ে কথা বলেছেন নির্মাতা।
‘হীরামান্ডি’ বানানোর চিন্তা বানসালির মাথায় আসে প্রায় ১৮ বছর আগে। তখন সিরিজ নয় সিনেমা বানাতে চেয়েছিলেন তিনি। আর সেই সময় রেখা, রানি ও কারিনা কাপুরকে ভেবেই বানাতে চেয়েছিলেন এই ছবি। কিন্তু সে কাজ আর বাস্তবায়িত হয়নি। ১৮ বছর আগে ওই মাপের কাস্ট সহ ছবির সেট থেকে শুটিং সবকিছু করার জন্য বিপুল ব্যয়ভার হতো। তখন ভারতীয় সিনেমায় এমন প্রযোজক পাওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। তাই বড়পর্দার জন্য আর তৈরি করতে পারেননি ‘হীরামান্ডি’।
তবে শুধু এই তারকা বাছাইয়ে থেমে থাকেনি বানসালির স্বপ্নের প্রোজেক্ট। বারবার তা পরিবর্তন হয়ে শেষমেশ এটি সিরিজে রিলিজ হল। পরিচালক বলেন, ‘আমার মনে একাধিক অভিনেতার নাম ছিল। আমি প্রথমে রেখাজি, কারিনা কাপুর, রানি মুখার্জির কথা ভেবেছিলাম। যদিও তখন সিরিজ হবে ভাবিনি। ছবি তৈরি করব ভেবেছিলাম। এরপরে পাকিস্তানি নায়িকা মাহিরা খান, নায়ক ইমরান আব্বাস ও ফাওয়াদ খানের কথা মাথায় আসে। যেহেতু গল্পের প্লটে রয়েছে স্বাধীনতা পূর্বযুগের লাহোর।’
বর্তমান কাস্টে দীর্ঘদিন পর চ্যালেঞ্জিং চরিত্রে দেখা গিয়েছে মনীষা কৈরালাকে। তাঁর অভিনয়ে ধরা পড়েছে কঠোর পরিশ্রম। সিরিজে মনীষা ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শারমিন শেহগাল, অদিতি রাও এবং সানজিদা শেখ। এই সিরিজের হাত ধরেই বলিউডে ফিরলেন অভিনেতা ফারদিন খান।
এদিকে সিরিজটি দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সিরিজটির কাস্টিং দর্শকের সেভাবে পছন্দ হয়নি। মনীষা, সোনাক্ষী এরা কেউই সেরকম দাগ কাটতে পারেননি বলে সোশ্যাল মিডিয়াতে লিখছেন নেটিজেনরা। দর্শক মনীষার জায়গায় বারবার মাধুরী দীক্ষিতের নাম ভেবেছে এই ধরনের চরিত্রে। আবার অনেকেই মনে করছেন, নাচের দিক থেকেও মাধুরী বা রেখার মতো অভিনেত্রী পর্দায় এলে তা ইতিহাস সৃষ্টি করত। রেখার বিকল্প মনীষা হতে পারেন না বলেও মন্তব্য অনেকের।
উল্লেখ্য, হীরামান্ডির পর, বানসালির পরবর্তী সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’। সেখানে দেখা যাবে—আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে।
প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
৩ মিনিট আগেকয়েক বছর ধরে দুই ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের বাকি সময়ে সেই রেশ থাকে না। নির্মাতা ও প্রযোজকদের দাবি, অন্য সময়ে ছবি মুক্তি দিলে ব্যবসা দূরের কথা, হলের খরচ তুলতে নাকানি-চুবানি খেতে হয়।
৮ মিনিট আগে‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তার আগেই বাংলাদেশের দর্শকেরা হলে বসে দেখার সুযোগ পাচ্ছেন।
১৫ ঘণ্টা আগেসার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পেয়েছে ‘ভয়াল’। ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি।
১৭ ঘণ্টা আগে