বিনোদন ডেস্ক
৪০০ পর্ব পার করেছে স্টার জলসার সিরিয়াল ‘খড়কুটো’। বাংলা ভাষায় প্রথম প্রচার শুরু হয় সিরিয়ালটি। প্রথম থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে বাংলা থেকে তামিল ভাষায় রিমেক হয় ‘খড়কুটো’। এবার জানা গেল, হিন্দিতেও আসছে সিরিয়ালটি। হিন্দি রিমেকে ‘খড়কুটো’র নাম বদলে রাখা হয়েছে ‘কাভি কাভি ইত্তেফাক সে’। প্রচার হবে স্টার প্লাসে।
‘খড়কুটো’ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যারা কিছু প্রাচীন ধ্যানধারণা নিয়ে চলে। এ পরিবারে বউ হয়ে আগমন ঘটে গুনগুনের। সে শিক্ষিত, সুন্দরী, চলাফেরায় আধুনিক। ওই পরিবারের কাছে গুনগুন অনেকটাই বেমানান। সৌজন্য ও গুনগুনের বিপরীতমুখী প্রেমের গল্প নিয়ে তৈরি ‘খড়কুটো’র মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় ও তৃণা সাহা।
তবে হিন্দিতে নির্মিত খড়কুটোর রিমেকে দেখা যাবে না তাঁদের। নতুন ভার্সনে এ দুটি চরিত্রে দেখা যাবে ইয়েশা রুঘানি ও মনন যোশীকে। এরই মধ্যে ‘কাভি কাভি ইত্তেফাক সে’ সিরিয়ালের প্রোমো বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাক পরে নায়িকা বসে
আছে পার্টিতে। চলছে তাসের আসর। নায়িকা বলছে, ‘জীবনের সবচেয়ে বড় জুয়া কী
জানো? অ্যারেঞ্জ ম্যারেজ।’
ওই আসরে সে ঘোষণা করে, তার বিয়ে ঠিক হয়েছে। সেটাও অ্যারেঞ্জ ম্যারেজ। শুনে উপস্থিত বন্ধুরা রীতিমতো ভিরমি খায়। কারণ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত গুনগুন শেষে কিনা অ্যারেঞ্জ ম্যারেজে বসবে! এ তো ভাবাই যায় না! এখান থেকেই শুরু হচ্ছে ‘খড়কুটো’র রিমেক ‘কাভি কাভি ইত্তেফাক সে’র গল্প।
‘সৌজন্য’ কৌশিক এবং ‘গুনগুন’ তৃণার রসায়ন ধারাবাহিকের সাফল্যের অন্যতম উপাদান। হিন্দি ভার্সনেও কি সেটা বজায় থাকবে? ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগেও বহু ধারাবাহিক একাধিক ভাষায় রিমেক হয়েছে। যেমন ‘শ্রীময়ী’, ‘কুসুম দোলা’, ‘ইষ্টিকুটুম’।
হিন্দি ভার্সনে গল্পে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। ভাষা ভিন্ন হলেও হিন্দি রিমেকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ই থাকছেন।
‘খড়কুটো’ প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায়।
৪০০ পর্ব পার করেছে স্টার জলসার সিরিয়াল ‘খড়কুটো’। বাংলা ভাষায় প্রথম প্রচার শুরু হয় সিরিয়ালটি। প্রথম থেকেই এর জনপ্রিয়তা তুঙ্গে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে বাংলা থেকে তামিল ভাষায় রিমেক হয় ‘খড়কুটো’। এবার জানা গেল, হিন্দিতেও আসছে সিরিয়ালটি। হিন্দি রিমেকে ‘খড়কুটো’র নাম বদলে রাখা হয়েছে ‘কাভি কাভি ইত্তেফাক সে’। প্রচার হবে স্টার প্লাসে।
‘খড়কুটো’ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। যারা কিছু প্রাচীন ধ্যানধারণা নিয়ে চলে। এ পরিবারে বউ হয়ে আগমন ঘটে গুনগুনের। সে শিক্ষিত, সুন্দরী, চলাফেরায় আধুনিক। ওই পরিবারের কাছে গুনগুন অনেকটাই বেমানান। সৌজন্য ও গুনগুনের বিপরীতমুখী প্রেমের গল্প নিয়ে তৈরি ‘খড়কুটো’র মূল চরিত্রে অভিনয় করছেন কৌশিক রায় ও তৃণা সাহা।
তবে হিন্দিতে নির্মিত খড়কুটোর রিমেকে দেখা যাবে না তাঁদের। নতুন ভার্সনে এ দুটি চরিত্রে দেখা যাবে ইয়েশা রুঘানি ও মনন যোশীকে। এরই মধ্যে ‘কাভি কাভি ইত্তেফাক সে’ সিরিয়ালের প্রোমো বেরিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ঝলমলে পোশাক পরে নায়িকা বসে
আছে পার্টিতে। চলছে তাসের আসর। নায়িকা বলছে, ‘জীবনের সবচেয়ে বড় জুয়া কী
জানো? অ্যারেঞ্জ ম্যারেজ।’
ওই আসরে সে ঘোষণা করে, তার বিয়ে ঠিক হয়েছে। সেটাও অ্যারেঞ্জ ম্যারেজ। শুনে উপস্থিত বন্ধুরা রীতিমতো ভিরমি খায়। কারণ আধুনিক জীবনযাপনে অভ্যস্ত গুনগুন শেষে কিনা অ্যারেঞ্জ ম্যারেজে বসবে! এ তো ভাবাই যায় না! এখান থেকেই শুরু হচ্ছে ‘খড়কুটো’র রিমেক ‘কাভি কাভি ইত্তেফাক সে’র গল্প।
‘সৌজন্য’ কৌশিক এবং ‘গুনগুন’ তৃণার রসায়ন ধারাবাহিকের সাফল্যের অন্যতম উপাদান। হিন্দি ভার্সনেও কি সেটা বজায় থাকবে? ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এর আগেও বহু ধারাবাহিক একাধিক ভাষায় রিমেক হয়েছে। যেমন ‘শ্রীময়ী’, ‘কুসুম দোলা’, ‘ইষ্টিকুটুম’।
হিন্দি ভার্সনে গল্পে বড় কোনো পরিবর্তন হচ্ছে না। ভাষা ভিন্ন হলেও হিন্দি রিমেকের কাহিনি-চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ই থাকছেন।
‘খড়কুটো’ প্রচার হয় স্টার জলসায় সোম থেকে রোববার বাংলাদেশ সময় রাত ৮টায়।
চার দশকের ক্যারিয়ার আমির খানের। বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে তাঁর নাম। নিজের কাজ নিয়ে এতটাই খুঁতখুঁতে থাকেন যে আমিরের আরেক নাম হয়ে গেছে মিস্টার পারফেকশনিস্ট। তবে তাঁর এই সাফল্যের পালে বেশ বড়সড় ধাক্কা লাগে ‘লাল সিং চাড্ডা’র সময়।
১ ঘণ্টা আগেবহুদিন ধরে বলিউড পাড়ায় গুঞ্জন চলছিল ভাঙতে বসেছে মাইলাকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম। অবশেষে গুঞ্জনে সিলমোহর দেন অর্জুন, জানান তিনি সিঙ্গেল। এর কিছুদিন পর ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে মালাইকার একটি ভিডিও। সেই ভিডিও নিয়ে জল্পনা শুরু হয় ভক্ত-অনুরাগীদের। ভিডিওতে কি বলেছিলেন এই ফিটনেস কুইন?
৫ ঘণ্টা আগেসারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা হলগুলো। নির্মাতা ও প্রযোজকেরা দুই ঈদ ঘিরে সিনেমা বানাতে চান। রোজার ঈদের এখনো সাড়ে চার মাস বাকি, এরই মধ্যে ঈদের সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে জানা গেছে, রোজার ঈদে নতুন সিনেমা নিয়ে আসছেন শাকিব খান, আফরান নিশো ও সিয়াম আহমেদ।
১২ ঘণ্টা আগেতরুণ রক মিউজিশিয়ানদের খোঁজে শুরু হচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো ‘দ্য কেইজ’। অনলাইন অডিশনের মাধ্যমে ‘দ্য কেইজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। শীর্ষ ১০০ প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবেন।
১২ ঘণ্টা আগে