বিনোদন ডেস্ক
ঢাকা: এক বছরেরও বেশি সময় ধরে কালারস বাংলার সব সিরিয়াল বন্ধ। গত বছরের মে মাসের মাঝামাঝি চ্যানেলটি হঠাৎ কঠিন সিদ্ধান্ত নেয়। বন্ধ হয়ে যায় কালারস বাংলায় প্রচার চলতি চারটি দর্শকপ্রিয় সিরিয়াল- ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ ও ‘চিরদিনই আমি যে তোমার’।
ভারতে লকডাউনের কারনে গত বছরের মার্চ থেকে তালা পড়ে টালিউডের সমস্ত শুটিং ফ্লোরে। পুরনো পর্বগুলো পুনঃপ্রচার চলে কিছুদিন। এর দুই মাস পরে কালারস বাংলা ঘোষণা দেয়, তারা আর নিজেদের ধারাবাহিক প্রচার করবে না। পরিবর্তে কালারস চ্যানেলের হিন্দি ধারাবাহিক বাংলায় ডাব করে দেখাবে।
গত এক বছর সেটাই করছে কালারস বাংলা। ওই সময় চ্যানেলের এমন সিদ্ধান্তে বেশ ক্ষোভ তৈরি হয়েছিল। ধারাবাহিকগুলোর সঙ্গে যুক্ত কলাকুশলীদের মাথায় উঠেছিল হাত। হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছিল হতাশা।
করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেলটি।
শুটিং বন্ধ হওয়ার পর কলকাতার সব চ্যানেলেই পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলেছে। মাঝে মধ্যে বাড়ি থেকে মোবাইলে শুট করা এক দুটো পর্বের দেখা মিলেছিল। কিন্তু এভাবে আর কতদিন! বাধ্য হয়ে তাই ডাবিংয়ের দিকে ঝুঁকেছিল কালারস বাংলা। দুটি বড় পুরস্কার অনুষ্ঠান এবং পূজার সময় ৫ দিনের বিশেষ অনুষ্ঠানের শুটিং ছাড়া ফ্লোরে আর ক্যামেরা চলেনি।
লকডাউন না হলে আগামী জুনেই নতুন ধারাবাহিক নিয়ে ফ্লোরে ফেরার কথা ছিল কালারস বাংলার। সে অনুযায়ী কর্তৃপক্ষ আলাপও শুরু করেছিল বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে। সব যখন প্রায় ঠিকঠাক তখনই ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। আবারো কঠোর লকডাউনের ঘোষণা আসে।
ফলে পরিকল্পনায় সাময়িক ইতি টানতে বাধ্য হয় কর্তৃপক্ষ। চলতি লকডাউনে ডাবিং স্টুডিওগুলোও বন্ধ। তা হলে কি ডাব করা ধারাবাহিক দেখানোও বন্ধের পথে?
শোনা যাচ্ছে, এক বছর ডাব করে সিরিয়াল চালানোর পর এবার সিদ্ধান্ত বদলাচ্ছে কালারস বাংলা। আগামী জুলাই অথবা আগস্টে আবার শুটিং শুরু হবে। আবার প্রচার হবে চ্যানেলটির নিজস্ব বাংলা সিরিয়াল। তাই আশায় বুক বাঁধছেন ছোট পর্দার নির্মাতা-অভিনয়শিল্পী থেকে কলাকুশলীরা। দর্শকরাও অপেক্ষায় আছেন আবার কবে দেখতে পাবেন ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ অথবা ‘চিরদিনই আমি যে তোমার’ এর নতুন পর্ব।
ঢাকা: এক বছরেরও বেশি সময় ধরে কালারস বাংলার সব সিরিয়াল বন্ধ। গত বছরের মে মাসের মাঝামাঝি চ্যানেলটি হঠাৎ কঠিন সিদ্ধান্ত নেয়। বন্ধ হয়ে যায় কালারস বাংলায় প্রচার চলতি চারটি দর্শকপ্রিয় সিরিয়াল- ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ ও ‘চিরদিনই আমি যে তোমার’।
ভারতে লকডাউনের কারনে গত বছরের মার্চ থেকে তালা পড়ে টালিউডের সমস্ত শুটিং ফ্লোরে। পুরনো পর্বগুলো পুনঃপ্রচার চলে কিছুদিন। এর দুই মাস পরে কালারস বাংলা ঘোষণা দেয়, তারা আর নিজেদের ধারাবাহিক প্রচার করবে না। পরিবর্তে কালারস চ্যানেলের হিন্দি ধারাবাহিক বাংলায় ডাব করে দেখাবে।
গত এক বছর সেটাই করছে কালারস বাংলা। ওই সময় চ্যানেলের এমন সিদ্ধান্তে বেশ ক্ষোভ তৈরি হয়েছিল। ধারাবাহিকগুলোর সঙ্গে যুক্ত কলাকুশলীদের মাথায় উঠেছিল হাত। হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ায় তৈরি হয়েছিল হতাশা।
করোনা-পরবর্তী অর্থনৈতিক ধাক্কা সামলাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেলটি।
শুটিং বন্ধ হওয়ার পর কলকাতার সব চ্যানেলেই পুরনো সিরিয়ালের পুনঃপ্রচার চলেছে। মাঝে মধ্যে বাড়ি থেকে মোবাইলে শুট করা এক দুটো পর্বের দেখা মিলেছিল। কিন্তু এভাবে আর কতদিন! বাধ্য হয়ে তাই ডাবিংয়ের দিকে ঝুঁকেছিল কালারস বাংলা। দুটি বড় পুরস্কার অনুষ্ঠান এবং পূজার সময় ৫ দিনের বিশেষ অনুষ্ঠানের শুটিং ছাড়া ফ্লোরে আর ক্যামেরা চলেনি।
লকডাউন না হলে আগামী জুনেই নতুন ধারাবাহিক নিয়ে ফ্লোরে ফেরার কথা ছিল কালারস বাংলার। সে অনুযায়ী কর্তৃপক্ষ আলাপও শুরু করেছিল বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গে। সব যখন প্রায় ঠিকঠাক তখনই ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ। আবারো কঠোর লকডাউনের ঘোষণা আসে।
ফলে পরিকল্পনায় সাময়িক ইতি টানতে বাধ্য হয় কর্তৃপক্ষ। চলতি লকডাউনে ডাবিং স্টুডিওগুলোও বন্ধ। তা হলে কি ডাব করা ধারাবাহিক দেখানোও বন্ধের পথে?
শোনা যাচ্ছে, এক বছর ডাব করে সিরিয়াল চালানোর পর এবার সিদ্ধান্ত বদলাচ্ছে কালারস বাংলা। আগামী জুলাই অথবা আগস্টে আবার শুটিং শুরু হবে। আবার প্রচার হবে চ্যানেলটির নিজস্ব বাংলা সিরিয়াল। তাই আশায় বুক বাঁধছেন ছোট পর্দার নির্মাতা-অভিনয়শিল্পী থেকে কলাকুশলীরা। দর্শকরাও অপেক্ষায় আছেন আবার কবে দেখতে পাবেন ‘নিশির ডাক’, ‘মঙ্গলচণ্ডী’, ‘কনককাঁকন’ অথবা ‘চিরদিনই আমি যে তোমার’ এর নতুন পর্ব।
ধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১ ঘণ্টা আগে‘বউ’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির মহরত অনুষ্ঠানে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।
৫ ঘণ্টা আগেএক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
১০ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
১০ ঘণ্টা আগে