বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘বউ’ নামের নতুন সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এতে ববির বিপরীতে থাকছেন ডি এ তায়েব। পরিচালনা করবেন কে এ নিলয়। সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত হলো সিনেমার মহরত। অনুষ্ঠানে সিনেমা নিয়ে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেই নাকি ভয় পায় তাঁকে।
মহরত অনুষ্ঠানে নতুন সিনেমা নিয়ে ববি বলেন, ‘এখনকার আধুনিক সময়েও আমরা দেখতে পাই বউ-শাশুরির ঝামেলা। বউকে মেয়ের মতো দেখার চর্চাটা আমাদের সমাজে এখনো কম দেখা যায়। মেয়ে না হোক, অন্তত বউয়ের মর্যাদা যদি দেওয়া যায় তাহলেও এই সমস্যা দূর করা সম্ভব। সেটার কিছু চর্চা বউ সিনেমায় দেখা যাবে।’
বাস্তব জীবনে কবে বিয়ের পিড়িতে বসছেন—এমন প্রশ্নের উত্তরে ববি বলেন, ‘পাত্র পেলেই বিয়ে। আমাকে দেখে বেশির ভাগ ছেলে ভয় পায়। আমি অ্যাকশন সিনেমা করি। ভিলেনদের খুব মার দেই। দেখা যাক সামনে কী হয়।’
এ সময় ভবিষ্যত শ্বশুড়বাড়ি নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান ববি। তিনি বলেন, ‘যে পরিবারে বিয়ে হবে তাঁদের সবাইকে আপন করে নেব। আমিও চাইব তাঁরা যেন আমাকে আপন করে নেন। ভালোবাসা আর সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই।’
এদিকে, গণঅভ্যুত্থানের পর থেকে দেশের চলচ্চিত্রাঙ্গন স্থবির হয়ে আছে। এ প্রসঙ্গে ববির ভাষ্য, ‘সিনেমার কাজ হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’
জানা গেছে, চলতি মাসের শেষ দিকে শুরু হবে বউ সিনেমার শুটিং। টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা হচ্ছে বলে জানা গেছে।
‘বউ’ নামের নতুন সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এতে ববির বিপরীতে থাকছেন ডি এ তায়েব। পরিচালনা করবেন কে এ নিলয়। সম্প্রতি এফডিসিতে অনুষ্ঠিত হলো সিনেমার মহরত। অনুষ্ঠানে সিনেমা নিয়ে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেই নাকি ভয় পায় তাঁকে।
মহরত অনুষ্ঠানে নতুন সিনেমা নিয়ে ববি বলেন, ‘এখনকার আধুনিক সময়েও আমরা দেখতে পাই বউ-শাশুরির ঝামেলা। বউকে মেয়ের মতো দেখার চর্চাটা আমাদের সমাজে এখনো কম দেখা যায়। মেয়ে না হোক, অন্তত বউয়ের মর্যাদা যদি দেওয়া যায় তাহলেও এই সমস্যা দূর করা সম্ভব। সেটার কিছু চর্চা বউ সিনেমায় দেখা যাবে।’
বাস্তব জীবনে কবে বিয়ের পিড়িতে বসছেন—এমন প্রশ্নের উত্তরে ববি বলেন, ‘পাত্র পেলেই বিয়ে। আমাকে দেখে বেশির ভাগ ছেলে ভয় পায়। আমি অ্যাকশন সিনেমা করি। ভিলেনদের খুব মার দেই। দেখা যাক সামনে কী হয়।’
এ সময় ভবিষ্যত শ্বশুড়বাড়ি নিয়েও নিজের প্রত্যাশার কথা জানান ববি। তিনি বলেন, ‘যে পরিবারে বিয়ে হবে তাঁদের সবাইকে আপন করে নেব। আমিও চাইব তাঁরা যেন আমাকে আপন করে নেন। ভালোবাসা আর সম্মান ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া নেই।’
এদিকে, গণঅভ্যুত্থানের পর থেকে দেশের চলচ্চিত্রাঙ্গন স্থবির হয়ে আছে। এ প্রসঙ্গে ববির ভাষ্য, ‘সিনেমার কাজ হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে। একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপোড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’
জানা গেছে, চলতি মাসের শেষ দিকে শুরু হবে বউ সিনেমার শুটিং। টানা শুটিং করে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছরের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা হচ্ছে বলে জানা গেছে।
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৮ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৮ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৮ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১৮ ঘণ্টা আগে