বিনোদন প্রতিবেদক
বিধিনিষেধ উপেক্ষা করে রাতে গাড়ি নিয়ে বেরনোর অভিযোগ উঠল কলকাতার নায়িকা ইশা সাহার বিরুদ্ধে। যার কারণে জরিমানাও গুনতে হয়েছে। গতরাতে চেকিংয়ের সময় ইশার গাড়ি আটক করে পুলিশ। পিছনের সিটে বসেছিলেন নায়িকা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিধি নিষেধ ভেঙ্গে কেন তিনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, তার নাকি কোনও সদুত্তর দিতে পারেননি। উপরন্তু গাড়ির যথাযথ কাগজ-পত্রও দেখাতে পারেননি।
আটক হওয়ার পর ইশা সাহা পুলিশের গাড়িতেই থানায় যান। এনিয়ে ক্ষুব্ধ ইশা অভিযোগ করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিলকে তাল করে দেখানো হচ্ছে। গুজব রটানো হয়েছে যে, তিনি কাগজপত্র দেখাতে পারেননি। আসল বিষয়টা হল, বিধিনিষেদের মধ্যে বেরনোর অনুমতি নেওয়া ছিল না। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইশা।
শুধু তাই নয়, নায়িকার অভিযোগ, থানায় যাওয়ার পর তাঁর গাড়ির চালকের সঙ্গে অভদ্র আচরণ করা হয়েছে। জোরপূর্বক জামার কলার ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। জানিয়েছেন, শুটিং থেকে ফিরছিলেন তিনি। সাধারণত রাত ৮টা থেকে ৯টার মধ্যে শুটিং শেষ করে ফেরেন। কিন্তু সেদিন অতিরিক্ত কাজ থাকায় ফিরতে দেরি হয়। এর মধ্যে আরো এক চেকিংয়ে তাকে ৪০-৪৫ মিনিট আটকে রাখা হয়েছিল। তাতে আরও দেরি হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে অন্য চেকে এসে এমন হেনস্থার মুখে পড়েন।
ক্ষুব্ধ ইশার প্রশ্ন, “আমি কি মদ খেয়েছি, না খুন করেছি, বিষয়টাকে এত বড় করে কেন দেখানো হচ্ছে? তাছাড়া আমার গাড়ির সঙ্গে তো আরও গাড়ি আটক হয়েছিল।”
বিধিনিষেধ উপেক্ষা করে রাতে গাড়ি নিয়ে বেরনোর অভিযোগ উঠল কলকাতার নায়িকা ইশা সাহার বিরুদ্ধে। যার কারণে জরিমানাও গুনতে হয়েছে। গতরাতে চেকিংয়ের সময় ইশার গাড়ি আটক করে পুলিশ। পিছনের সিটে বসেছিলেন নায়িকা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিধি নিষেধ ভেঙ্গে কেন তিনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, তার নাকি কোনও সদুত্তর দিতে পারেননি। উপরন্তু গাড়ির যথাযথ কাগজ-পত্রও দেখাতে পারেননি।
আটক হওয়ার পর ইশা সাহা পুলিশের গাড়িতেই থানায় যান। এনিয়ে ক্ষুব্ধ ইশা অভিযোগ করে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, তিলকে তাল করে দেখানো হচ্ছে। গুজব রটানো হয়েছে যে, তিনি কাগজপত্র দেখাতে পারেননি। আসল বিষয়টা হল, বিধিনিষেদের মধ্যে বেরনোর অনুমতি নেওয়া ছিল না। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ইশা।
শুধু তাই নয়, নায়িকার অভিযোগ, থানায় যাওয়ার পর তাঁর গাড়ির চালকের সঙ্গে অভদ্র আচরণ করা হয়েছে। জোরপূর্বক জামার কলার ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। জানিয়েছেন, শুটিং থেকে ফিরছিলেন তিনি। সাধারণত রাত ৮টা থেকে ৯টার মধ্যে শুটিং শেষ করে ফেরেন। কিন্তু সেদিন অতিরিক্ত কাজ থাকায় ফিরতে দেরি হয়। এর মধ্যে আরো এক চেকিংয়ে তাকে ৪০-৪৫ মিনিট আটকে রাখা হয়েছিল। তাতে আরও দেরি হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে অন্য চেকে এসে এমন হেনস্থার মুখে পড়েন।
ক্ষুব্ধ ইশার প্রশ্ন, “আমি কি মদ খেয়েছি, না খুন করেছি, বিষয়টাকে এত বড় করে কেন দেখানো হচ্ছে? তাছাড়া আমার গাড়ির সঙ্গে তো আরও গাড়ি আটক হয়েছিল।”
গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
১৯ মিনিট আগেভারতে এক জুনিয়র আইনজীবীর ওভারটাইম কাজের পরদিন অফিসে দেরিতে হবে জানিয়ে একটি বার্তা পাঠান সিনিয়র আইনজীবীকে। বার্তাটি সহজভাবে নেননি সিনিয়র আইনজীবী। তিনি প্রকাশ্য জুনিয়র আইনজীবীর সমালোচনা করেছেন। এতে দেশটিতে কর্মস্থলের সংস্কৃতি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১২ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
১২ ঘণ্টা আগে