বিনোদন ডেস্ক
ওপার বাংলার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ এপার বাংলায়ও বেশ জনপ্রিয় হয়েছিল। আলোচিত সেই সিরিয়ালের অরণ্য আর পাখি চরিত্রের জুটি আবারও ফিরছেন জুটি হয়ে। তবে এবার আর সিরিয়ালে নয়, যশ-মধুমিতার রোমান্স দেখা যাবে বাংলাদেশের গায়ক ও সংগীত পরিচালক তানভীর ইভানের গানের ভিডিওতে। গানের নাম ‘ও মন রে’। ‘অভিমান’, ‘অভিযোগ’-এর মতো গান গেয়ে শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলায়ও জনপ্রিয় হয়েছেন ইভান।
এসভিএফ মিউজিকের ব্যানারে তৈরি এই গানের ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করছেন বাবা যাদব। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন কলকাতার সিনেমার সৌমিক হালদার। আট বছর আগে এসভিএফের প্রযোজনায়ই তৈরি ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’তে যশ-মধুমিতা জুটিকে পেয়েছিলেন দর্শক।
এই সিরিয়াল শেষ হওয়ার পর ২০১৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান যশ। বছর চারেক পর ‘লাভ আজ কাল পরশু’ ছবি দিয়ে মধুমিতাও ছবিতে নাম লেখান। মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধা প্রসঙ্গে যশ বলেন, ‘বোঝে না সে বোঝে না’র পর অনেক দিন ধরেই আমাদের একসঙ্গে দেখতে চাইছিলেন ভক্তরা। এই মিউজিক ভিডিওতেই আবার আমাদের এক হওয়া। আশা করছি ভক্তরা খুশি হবেন।’
বাবা যাদবের কথায়, ‘এটা বিরাট এক দায়িত্ব। যশ-মধুমিতা জুটি নিয়ে নতুন কাজের জন্য আমাকেও অনেকে নানা সময়ে বলতেন। আমি খুশি যে ওরা আবার একসঙ্গে কাজ করছে। চেষ্টা করব চমৎকার একটি মিউজিক ভিডিও উপহার দিতে।’
গানটির গায়ক ইভান বলেন, ‘এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কলকাতার এক স্টুডিওতে। যশ-মধুমিতা আমার খুবই পছন্দের দুজন অভিনয়শিল্পী। সবচেয়ে বড় চমক যে তাঁরা আমার গানের মাধ্যমে ফিরছেন। এসভিএফকে ধন্যবাদ যে এত বড় আয়োজনে আমার গানটা প্রকাশ করছে।’
ইভানের ‘বাবা’ শিরোনামের একটি গান গত ২৯ জুলাই ইউটিউবে প্রকাশ হয়েছে। এই ঈদের অন্যতম প্রশংসিত গান। গানটি কাজল আরেফিন অমির ‘আপন’ নাটকে ব্যবহার হয়েছিল। ইভান বলেন, ‘প্রেম, বিরহ নিয়েই আমার অধিকাংশ গান। তবে বাবার প্রতি সবার মতো আমারও ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকেই গানটা গাওয়া। এ গানটি আমি নিজের বাবাকে উৎসর্গ করেছি।’
ওপার বাংলার সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ এপার বাংলায়ও বেশ জনপ্রিয় হয়েছিল। আলোচিত সেই সিরিয়ালের অরণ্য আর পাখি চরিত্রের জুটি আবারও ফিরছেন জুটি হয়ে। তবে এবার আর সিরিয়ালে নয়, যশ-মধুমিতার রোমান্স দেখা যাবে বাংলাদেশের গায়ক ও সংগীত পরিচালক তানভীর ইভানের গানের ভিডিওতে। গানের নাম ‘ও মন রে’। ‘অভিমান’, ‘অভিযোগ’-এর মতো গান গেয়ে শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলায়ও জনপ্রিয় হয়েছেন ইভান।
এসভিএফ মিউজিকের ব্যানারে তৈরি এই গানের ভিডিও পরিচালনা ও কোরিওগ্রাফি করছেন বাবা যাদব। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন কলকাতার সিনেমার সৌমিক হালদার। আট বছর আগে এসভিএফের প্রযোজনায়ই তৈরি ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’তে যশ-মধুমিতা জুটিকে পেয়েছিলেন দর্শক।
এই সিরিয়াল শেষ হওয়ার পর ২০১৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান যশ। বছর চারেক পর ‘লাভ আজ কাল পরশু’ ছবি দিয়ে মধুমিতাও ছবিতে নাম লেখান। মধুমিতার সঙ্গে ফের জুটি বাঁধা প্রসঙ্গে যশ বলেন, ‘বোঝে না সে বোঝে না’র পর অনেক দিন ধরেই আমাদের একসঙ্গে দেখতে চাইছিলেন ভক্তরা। এই মিউজিক ভিডিওতেই আবার আমাদের এক হওয়া। আশা করছি ভক্তরা খুশি হবেন।’
বাবা যাদবের কথায়, ‘এটা বিরাট এক দায়িত্ব। যশ-মধুমিতা জুটি নিয়ে নতুন কাজের জন্য আমাকেও অনেকে নানা সময়ে বলতেন। আমি খুশি যে ওরা আবার একসঙ্গে কাজ করছে। চেষ্টা করব চমৎকার একটি মিউজিক ভিডিও উপহার দিতে।’
গানটির গায়ক ইভান বলেন, ‘এই মিউজিক ভিডিওর শুটিং হয়েছে কলকাতার এক স্টুডিওতে। যশ-মধুমিতা আমার খুবই পছন্দের দুজন অভিনয়শিল্পী। সবচেয়ে বড় চমক যে তাঁরা আমার গানের মাধ্যমে ফিরছেন। এসভিএফকে ধন্যবাদ যে এত বড় আয়োজনে আমার গানটা প্রকাশ করছে।’
ইভানের ‘বাবা’ শিরোনামের একটি গান গত ২৯ জুলাই ইউটিউবে প্রকাশ হয়েছে। এই ঈদের অন্যতম প্রশংসিত গান। গানটি কাজল আরেফিন অমির ‘আপন’ নাটকে ব্যবহার হয়েছিল। ইভান বলেন, ‘প্রেম, বিরহ নিয়েই আমার অধিকাংশ গান। তবে বাবার প্রতি সবার মতো আমারও ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকেই গানটা গাওয়া। এ গানটি আমি নিজের বাবাকে উৎসর্গ করেছি।’
ধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১ ঘণ্টা আগে‘বউ’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির মহরত অনুষ্ঠানে আলাপকালে নিজের বিয়ে নিয়েও কথা বলেন ববি। জানালেন সব ছেলেরাই নাকি ভয় পায় তাঁকে।
৫ ঘণ্টা আগেএক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৯ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
১০ ঘণ্টা আগে