বিনোদন ডেস্ক
শাস্ত্রীয় সঙ্গীতের ধারার গানের প্রতি যাঁদের অনুরাগ, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ তাঁদের কাছে ভীষণ প্রিয় শিল্পী। এর আগেও তাঁরা গেয়েছেন দ্বৈত কন্ঠে অসাধারণ কিছু গান। এবারে দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার গান নিয়ে আসছেন বাংলাদেশের জনপ্রিয় এই দুই গুণী সঙ্গীতশিল্পী। সমরজিৎ রায়ের সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনায় ‘শরৎ প্রভাতে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন প্রবীর দত্ত সাজু। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন বিনোদ রায়। ভিডিও দৃশ্যধারণে ছিলেন শেখ সাদী এবং ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন। গানটি আগামী ৪ অক্টোবর প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে। মিউজিক ভিডিওর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা প্যারিসের পরিচালনায় এই গানটির নৃত্যাঞ্জলির একটি ভিডিও প্রকাশিত হবে।
সমরজিৎ বলেন, ‘প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কন্ঠে গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। আর পুজোতে নতুন গানের আনন্দই অন্যরকম। চেষ্টা করেছি বরাবরের মতোই আমাদের দুজনের ধাঁচেরই একটি মহালয়ার গান তৈরি করতে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।’
সঙ্গীতশিল্পী প্রিয়াংকা গোপ বলেন,‘মহালয়া নিয়ে এতো অসাধারণ কথা ও সুরের গান খুব কমই হয়েছে। মহালয়া নিয়ে আমাদের দুজনেরই এটি প্রথম মৌলিক গান। অশেষ কৃতজ্ঞতা জানাই সমরজিৎ দাদাকে এতো চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য। গানটি সবার ভীষণ ভালো লাগবে, সন্দেহ নেই।’
নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা বলেন, ‘অসাধারণ এই গানটির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রিয় দুজন শিল্পীর দ্বৈত গানের সাথে আমার নৃত্যাঞ্জলী সব মিলিয়ে আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’
শাস্ত্রীয় সঙ্গীতের ধারার গানের প্রতি যাঁদের অনুরাগ, সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ তাঁদের কাছে ভীষণ প্রিয় শিল্পী। এর আগেও তাঁরা গেয়েছেন দ্বৈত কন্ঠে অসাধারণ কিছু গান। এবারে দুর্গাপুজো উপলক্ষে মহালয়ার গান নিয়ে আসছেন বাংলাদেশের জনপ্রিয় এই দুই গুণী সঙ্গীতশিল্পী। সমরজিৎ রায়ের সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনায় ‘শরৎ প্রভাতে’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন প্রবীর দত্ত সাজু। প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং ও মাস্টারিং করেছেন বিনোদ রায়। ভিডিও দৃশ্যধারণে ছিলেন শেখ সাদী এবং ভিডিও নির্দেশনায় পিজিত মহাজন। গানটি আগামী ৪ অক্টোবর প্রকাশিত হবে সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে। মিউজিক ভিডিওর পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা প্যারিসের পরিচালনায় এই গানটির নৃত্যাঞ্জলির একটি ভিডিও প্রকাশিত হবে।
সমরজিৎ বলেন, ‘প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কন্ঠে গাওয়া গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেন। আর পুজোতে নতুন গানের আনন্দই অন্যরকম। চেষ্টা করেছি বরাবরের মতোই আমাদের দুজনের ধাঁচেরই একটি মহালয়ার গান তৈরি করতে। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই।’
সঙ্গীতশিল্পী প্রিয়াংকা গোপ বলেন,‘মহালয়া নিয়ে এতো অসাধারণ কথা ও সুরের গান খুব কমই হয়েছে। মহালয়া নিয়ে আমাদের দুজনেরই এটি প্রথম মৌলিক গান। অশেষ কৃতজ্ঞতা জানাই সমরজিৎ দাদাকে এতো চমৎকার একটি গানে আমাকে শামিল করার জন্য। গানটি সবার ভীষণ ভালো লাগবে, সন্দেহ নেই।’
নৃত্যশিল্পী র্যাচেল প্রিয়াংকা বলেন, ‘অসাধারণ এই গানটির সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রিয় দুজন শিল্পীর দ্বৈত গানের সাথে আমার নৃত্যাঞ্জলী সব মিলিয়ে আশা করি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’
এক যুগ আগে বর্ণমালা নামের ব্যান্ড গঠন করেছিলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। নিজের ব্যান্ড নিয়ে প্রথমবার সৌদি আরবে কনসার্ট করতে যাচ্ছেন তিনি। ২৩ নভেম্বর সৌদি আরবের রিয়াদ শহরের আল-সুওয়াইদি পার্কে গান শোনাবে বর্ণমালা।
৩ ঘণ্টা আগেহাসিব চৌধুরীর ‘ফ্ল্যাট ১৪৩’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’। চার তরুণের বন্ধুত্ব, ভালোবাসা, আনন্দ ও বিষাদের গল্প নিয়ে এগিয়েছে গল্প। বানিয়েছেন জাহিদ প্রীতম। ২০ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি। বৃহস্পতিবার ট্রেলার প্রকাশ করে জানানো হয় সিরিজ মুক্তির তারিখ।
৩ ঘণ্টা আগেসিনেমার গল্প চুড়ান্ত হওয়ার পর প্রথমে মান্নাকেই ভেবেছিলেন কাজী হায়াৎ। তবে প্রযোজক ডিপজলের সঙ্গে সে সময় মান্নার দূরত্ব চলছিল। তাই মান্নাকে নিতে রাজি ছিলেন না ডিপজল। ভাবা হচ্ছিল, রুবেল কিংবা হুমায়ূন ফরীদির কথা।
১৩ ঘণ্টা আগেপুরোনো ভিডিও এডিট করে মিথ্যা ক্যাপশন জুড়ে দেওয়ায় বিব্রত অভিনেত্রী। মিম বলেন, ‘জুয়েলারি শোরুমের ভিডিওটি জোড়াতালি দিয়ে অনেকেই লিখছেন, আমি মবের শিকার হয়েছি। আমাকে উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে। আসলে তেমন কোনো কিছু আমার সঙ্গে ঘটেনি।’
১৩ ঘণ্টা আগে