বিনোদন ডেস্ক
ঢাকা: দুই বাংলায় দারুণ জনপ্রিয়তা পায় ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’ গানটি। গানটির নারীকণ্ঠ কলকাতার ইমন চক্রবর্তী।
করোনা মহামারীতে যখন লকডাউন কলকাতায়, তখন মন ভালো করার রশদ নিয়ে হাজির হলেন গায়িকা ইমন চক্রবর্তী। ইনস্টাগ্রামে তাঁর আর নীলাঞ্জনের ছবি পোস্ট করে দিলেন নতুন গান প্রকাশের খবর। কিছুদিন আগেই সাত পাকে বাধা পড়েছেন ইমন চক্রবর্তী ও সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।
দুই গান পাগল মানুষ একসঙ্গে হওয়ায় বেশ উপকারই হয়েছে মানুষের। এই যেমন, লকডাউনে একটুখানি স্বস্তির পরশ হিসেবে মিলছে নতুন গান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন গায়িকা। যার ক্যাপশন ‘কামিং সুন’। গাইবেন ইমন চক্রবর্তী। গানটির সংগীত করেছেন নীলাঞ্জন ঘোষ। ইমন লিখেছেন, ‘নতুন কিছু আসছে খুব তাড়াতাড়ি। চোখ রাখুন ইমন চক্রবর্তী প্রোডাকশনে।’
গত বৈশাখে ইমন-নীলাঞ্জনের কাজ ‘সৃজন ছন্দে’ দেখেছেন দর্শক। সেটাই ছিল বিয়ের পর দম্পতির প্রথম কাজ। এবার কী চমক থাকছে সবার জন্য? ইমন জানিয়েছেন, লকডাউনের আগে এক বেলার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন নীলাঞ্জন ও তাঁদের বন্ধু শুভদীপ। বর্ধমানে জঙ্গলের মধ্যেই হয়েছে শুটিং। সেটাই মুক্তি পাবে।
শুনুন ইমন চক্রবর্তীর ‘তুমি যাকে ভালোবাসো’
ইমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর। পড়াশোনা পুরোপুরি সংগীত নিয়ে। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত ও লোকগানের চর্চা করে আসছেন শুরু থেকেই। ছোটবেলায় মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে গানের হাতেখড়ি তাঁর। বড় হয়েছেন পশ্চিমবঙ্গে। ইমনের শিকড় বাংলাদেশে। তাঁর ঠাকুরদা বাংলাদেশের কুমিল্লার মানুষ, দেশভাগের সময় তাঁরা চলে যান ভারতের পশ্চিমবঙ্গে।
সিনেমার গানের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী। সংগীত ক্যারিয়ারে ইমন-নীলাঞ্জন দুজনই ভীষণ ব্যস্ত সময় পার করছিলেন। গানের পাশাপাশি ভারতীয় বাংলা টেলিভিশন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র অন্যতম বিচারকের দায়িত্ব পালন করেছেন ইমন চক্রবর্তী।
ঢাকা: দুই বাংলায় দারুণ জনপ্রিয়তা পায় ‘প্রাক্তন’ ছবির ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’ গানটি। গানটির নারীকণ্ঠ কলকাতার ইমন চক্রবর্তী।
করোনা মহামারীতে যখন লকডাউন কলকাতায়, তখন মন ভালো করার রশদ নিয়ে হাজির হলেন গায়িকা ইমন চক্রবর্তী। ইনস্টাগ্রামে তাঁর আর নীলাঞ্জনের ছবি পোস্ট করে দিলেন নতুন গান প্রকাশের খবর। কিছুদিন আগেই সাত পাকে বাধা পড়েছেন ইমন চক্রবর্তী ও সংগীত পরিচালক নীলাঞ্জন ঘোষ।
দুই গান পাগল মানুষ একসঙ্গে হওয়ায় বেশ উপকারই হয়েছে মানুষের। এই যেমন, লকডাউনে একটুখানি স্বস্তির পরশ হিসেবে মিলছে নতুন গান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন গায়িকা। যার ক্যাপশন ‘কামিং সুন’। গাইবেন ইমন চক্রবর্তী। গানটির সংগীত করেছেন নীলাঞ্জন ঘোষ। ইমন লিখেছেন, ‘নতুন কিছু আসছে খুব তাড়াতাড়ি। চোখ রাখুন ইমন চক্রবর্তী প্রোডাকশনে।’
গত বৈশাখে ইমন-নীলাঞ্জনের কাজ ‘সৃজন ছন্দে’ দেখেছেন দর্শক। সেটাই ছিল বিয়ের পর দম্পতির প্রথম কাজ। এবার কী চমক থাকছে সবার জন্য? ইমন জানিয়েছেন, লকডাউনের আগে এক বেলার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন নীলাঞ্জন ও তাঁদের বন্ধু শুভদীপ। বর্ধমানে জঙ্গলের মধ্যেই হয়েছে শুটিং। সেটাই মুক্তি পাবে।
শুনুন ইমন চক্রবর্তীর ‘তুমি যাকে ভালোবাসো’
ইমন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর। পড়াশোনা পুরোপুরি সংগীত নিয়ে। ক্ল্যাসিক্যাল, রবীন্দ্রসংগীত ও লোকগানের চর্চা করে আসছেন শুরু থেকেই। ছোটবেলায় মা তৃষ্ণা চক্রবর্তীর কাছে গানের হাতেখড়ি তাঁর। বড় হয়েছেন পশ্চিমবঙ্গে। ইমনের শিকড় বাংলাদেশে। তাঁর ঠাকুরদা বাংলাদেশের কুমিল্লার মানুষ, দেশভাগের সময় তাঁরা চলে যান ভারতের পশ্চিমবঙ্গে।
সিনেমার গানের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী। সংগীত ক্যারিয়ারে ইমন-নীলাঞ্জন দুজনই ভীষণ ব্যস্ত সময় পার করছিলেন। গানের পাশাপাশি ভারতীয় বাংলা টেলিভিশন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’র অন্যতম বিচারকের দায়িত্ব পালন করেছেন ইমন চক্রবর্তী।
বহু আগেই অভিনয় জগৎকে বিদায় জানিয়েছেন রাকেশ রোশন। এরপর শুরু করেন সিনেমা পরিচালনা। একের পর এক হিট সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। বলা চলে পরিচালনায় নিজেকে পক্ত করেছিলেন এই অভিনেতা। সম্প্রতি ঘোষণা দিয়েছেন পরিচালনা থেকেও অবসর নেবেন তিনি।
১৭ মিনিট আগেগত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’।
৮ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সিডনি, মেলবোর্ন ও অ্যাডিলেডে কয়েকটি কনসার্ট করেছেন। ফিরেই ব্যস্ত হয়েছেন দেশের মঞ্চে। ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে গেয়েছেন ‘ঢাকা রেট্রো’ কনসার্টে। এবার জেমস জানালেন নতুন খবর।
১৯ ঘণ্টা আগেচার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানস
২০ ঘণ্টা আগে