বিনোদন ডেস্ক
শুরু হয়ে গেছে দুর্গাপূজার আমেজ। উৎসবপ্রিয় বাঙালির মনে শারদীয় আনন্দ। প্রবাসীদেরও মন কাঁদে পরিবারের কাছে ফিরতে। কিন্তু প্রতিবছর হয়তো তা সম্ভব হয় না। তার ওপর মহামারির ছোবল তো আছেই।
উৎসববঞ্চিত প্রবাসী বাঙালির কথা ভেবে অম্বরিশ মজুমদার লিখেছেন পূজার গান। রাতুল শঙ্করের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় চার শিল্পী রূপঙ্কর বাগচী, অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তী।
পূজার এই গান নিয়ে সুরকার রাতুল শঙ্কর বলেন, ‘ছোটবেলা থেকেই পৃথিবীর নানা জায়গায় ঘুরেছি। তাই ঘরে না-ফিরতে পারার কষ্টটা বুঝতে পারি। এই গানের সুরেও বিষণ্নতা রেখেছি। আর পাঁচটা পূজার গান থেকে এটি অনেকটাই আলাদা। রূপঙ্কর, অনুপম, ইমন, লগ্নজিতারা সবাই আমার খুব প্রিয় মানুষ। সবার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।’
বন্ধু রাতুলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি অনুপম রায়। তিনি বলেছেন, ‘প্রতিবছর পূজায় নতুন গান গাই। কিন্তু এবারের গানটা আমার কাছে বিশেষ কিছু। পূজায় ঘরে ফেরার যে টান, শিকড়ে ফেরার যে টান; তা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে গানের মধ্যে।’
ইমন চক্রবর্তী বলেন, ‘আমি ছাড়া বাকি যাঁরা গান গেয়েছেন, প্রত্যেকেই গুণী শিল্পী। সবাই মিলে একসঙ্গে গাইতে পেরে পুজোর আনন্দটাই বেড়ে গেছে বহুগুণ। কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে।’
পূজার এ গানটি তৈরির উদ্যোগ নিয়েছে সৃজন রিয়েলিটি। এরই মধ্যে গানটি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানের ভিডিওতে অংশ নিয়েছেন এই চার শিল্পী।
শুরু হয়ে গেছে দুর্গাপূজার আমেজ। উৎসবপ্রিয় বাঙালির মনে শারদীয় আনন্দ। প্রবাসীদেরও মন কাঁদে পরিবারের কাছে ফিরতে। কিন্তু প্রতিবছর হয়তো তা সম্ভব হয় না। তার ওপর মহামারির ছোবল তো আছেই।
উৎসববঞ্চিত প্রবাসী বাঙালির কথা ভেবে অম্বরিশ মজুমদার লিখেছেন পূজার গান। রাতুল শঙ্করের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার জনপ্রিয় চার শিল্পী রূপঙ্কর বাগচী, অনুপম রায়, ইমন চক্রবর্তী ও লগ্নজিতা চক্রবর্তী।
পূজার এই গান নিয়ে সুরকার রাতুল শঙ্কর বলেন, ‘ছোটবেলা থেকেই পৃথিবীর নানা জায়গায় ঘুরেছি। তাই ঘরে না-ফিরতে পারার কষ্টটা বুঝতে পারি। এই গানের সুরেও বিষণ্নতা রেখেছি। আর পাঁচটা পূজার গান থেকে এটি অনেকটাই আলাদা। রূপঙ্কর, অনুপম, ইমন, লগ্নজিতারা সবাই আমার খুব প্রিয় মানুষ। সবার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।’
বন্ধু রাতুলের সঙ্গে কাজ করে ভীষণ খুশি অনুপম রায়। তিনি বলেছেন, ‘প্রতিবছর পূজায় নতুন গান গাই। কিন্তু এবারের গানটা আমার কাছে বিশেষ কিছু। পূজায় ঘরে ফেরার যে টান, শিকড়ে ফেরার যে টান; তা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে গানের মধ্যে।’
ইমন চক্রবর্তী বলেন, ‘আমি ছাড়া বাকি যাঁরা গান গেয়েছেন, প্রত্যেকেই গুণী শিল্পী। সবাই মিলে একসঙ্গে গাইতে পেরে পুজোর আনন্দটাই বেড়ে গেছে বহুগুণ। কাজটি করতে পেরে খুব ভালো লেগেছে।’
পূজার এ গানটি তৈরির উদ্যোগ নিয়েছে সৃজন রিয়েলিটি। এরই মধ্যে গানটি প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানের ভিডিওতে অংশ নিয়েছেন এই চার শিল্পী।
সত্যজিৎ রায়, ‘পথের পাঁচালী’, অপু ও দুর্গা—যেন ইতিহাসের একই সুতোয় বাঁধা। সত্যজিৎ রায় যেমন মনে গেঁথে আছে সিনেমাপ্রেমী মানুষের মনে, তেমনি আছে কিশোরী দুর্গা। সেই কিশোরী চরিত্রটিতে যিনি অভিনয় করেছিলেন তিনি উমা। পুরো নাম উমা দাশগুপ্ত। ওই একটি মাত্র সিনেমাতেই অভিনয় করেছিলেন তিনি, আর তাতেই পেয়েছেন জগৎজোড়া..
৩ ঘণ্টা আগেপ্রায় তিন দশক পর সিনেমার সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন পরিচালক রাকেশ রোশন। তবে এই চরিত্রে থাকবে না শাহরুখ ও সালমান। তবে এই চরিত্রে কাদের নেবেন পরিচালক?
৬ ঘণ্টা আগেক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
১১ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১ দিন আগে